ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
অপ্রস্তুত আউটার রিং রোড ৩টি সংযোগ সড়কের মধ্যে চালু হচ্ছে একটি : টানেলমুখী অতিরিক্ত যানবাহনের চাপে জটের শঙ্কা

খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

খুলে দেওয়া হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। অথচ টানেল লাগোয়া চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। মূল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও প্রকল্পের পুরো কাজ ১১ বছরেও শেষ হয়নি। পতেঙ্গা সাগর তীরবর্তী ১৪ কিলোমিটার এ সড়কের সাথে এখনও মহানগরীর সংযোগ চালু হয়নি। এ মেগা প্রকল্পে মহানগরীর সাথে যাতায়াত সহজতর করতে তিনটি ফিডার রোড নির্মাণের পরিকল্পনা থাকলেও মাত্র একটি চালু করা হচ্ছে। এর ফলে কর্ণফুলী টানেল চালু হলে টানেল হয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সৃষ্টিকারী এ রিং রোডে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

আগামী অক্টোবরে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, টানেলটি চালু হলে সিটি আউটার রিং রোডে যানবাহনের চাপ ৩০ থেকে ৪০ ভাগ বেড়ে যাবে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগে। টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ চলছে। খুব শিগগির এ টানেলটি চালু হলে আউটার রিং রোড হয়ে মহাসড়কমুখী যানবাহনের চাপ আরও এক দফা বাড়বে।

রিং রোডের পাশেই চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। বে-টার্মিনাল চালু হলে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ হবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, এত বেশি সংখ্যক যানবাহনের চাপ সামাল দেওয়ার মত সক্ষমতা নেই বেড়িবাঁধ কাম সিটি আউটার রিং রোডের। কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে চার লেনের ১৪ কি.মি. সড়কটি কাট্টলীর রাসমনি ঘাট এলাকায় গিয়ে টোল রোডের সাথে মিশে গেছে। সেখান থেকে ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সড়কটি দুই লেনের। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে ওই অংশে অচলাবস্থারও আশঙ্কা করছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

২০২০ সালে আউটার রিং রোডটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এখনও এ সড়কের তিনটি সংযোগ সড়ক বা ফিডার রোডের একটিও চালু হয়নি। তবে নগরীর সাগরিকা থেকে দক্ষিণ কাট্টলী রাসমনি ঘাট প্রান্তে ফিডার রোড-৩ এর কাজ এখন শেষ পর্যায়ে। ওই সংযোগ সড়কটি ৯০ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভারের কাজও শেষ হয়েছে। টানেল চালুর আগেই এ ফিডার রোডটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাগরিকা বিভাগীয় স্টেডিয়ামের পাশ দিয়ে তৈরি হয়েছে ফিডার রোডটি। ওই সড়কের ফ্লাইওভারটি গিয়ে নামবে স্টেডিয়ামের পাশে সাগরিকা রোডের সাথে। এতে অলঙ্কার মোড় থেকে গাড়িগুলো সহজে এই ফিডার রোড হয়ে আউটার রিং দিয়ে যাতায়াত করতে পারবে। এ ফিডার রোডের মাধ্যমে মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং রোডের সংযোগ স্থাপিত হবে।

নগরীর পতেঙ্গা খেজুরতলা থেকে আরও একটি ফিডার রোড নির্মাণ করা হচ্ছে। এ রোডটির কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু মাঝপথে এক অংশের জমি নিয়ে আদালতে মামলা থাকায় সেখানে কাজ করা যাচ্ছে না। ফলে এ ফিডার রোডটিও সহজে চালু করা যাবে না। নগরীর বড়পোল থেকে সিএসডি গোডাউন হয়ে হালিশহর দিয়ে আরও একটি ফিডার রোড নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে চট্টগ্রাম ওয়াসার সুয়্যারেজ প্রকল্পের কাজের জন্য ওই ফিডার রোডটি আটকে যায়।

তিনটি ফিডার রোডের একটিও চালু না হওয়ায় প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিটি আউটার রিং রোডের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। কারণ ওই সড়ক হয়ে মহানগরীতে প্রবেশ করতে যানবাহনগুলোকে দীর্ঘপথ ঘুরে ফৌজদারহাট হয়ে বায়েজিদ এক্সেস রোড দিয়ে নগরীতে আসতে হচ্ছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, টানেল চালু হলে আউটার রিং রোড হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যানবাহনের পাশাপাশি উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ির যানবাহনগুলোও এ সড়ক দিয়ে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার যাতায়াত করবে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-পশ্চিমের উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ বলেন, ১১ বছরেও আউটার রিং রোডের ফিডার রোডসহ পুরো কাজ শেষ হয়নি। এ অবস্থায় টানেল চালু হলে যানবাহনের চাপ বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তিনটি ফিডার রোডের মধ্যে একটি চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাতে রিং রোডের কার্যকারিতা বাড়বে। তবে ফিডার রোডের সাগরিকা অংশে ইউটার্ন এবং আন্ডারপাস নির্মাণ করা না হলে সাগরিকা থেকে সিটি গেইট এবং পোর্ট কানেকটিং রোডে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। সাগরিকা এবং সিটি গেইটে একাধিক বাস টার্মিনাল থাকায় যানবাহনের চাপ এমনিতেই বেশি। তার উপর তিনটি ফিডার রোডের স্থলে একটি ফিডার রোড চালু হওয়ায় সাগরিকা হয়ে রিং রোডমুখী যানবাহনের চাপও বেড়ে যাবে। এতে করে ওই এলাকায় যানজট হতে পারে। এমন আশঙ্কা জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর কাছে ফিডার রোড এলাকায় একাধিক ইউটার্ন এবং আন্ডারপাস নির্মাণের পরামর্শ দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, নানা জটিলতার কারণে দুইটি ফিডার রোডের কাজ এখনও শেষ না হলেও সাগরিকা অংশে কাজ শেষ হয়ে গেছে। টানেল চালুর আগেই সেটি খুলে দেওয়া হবে। টানেলমুখী যানবাহনের চাপ সামাল দিতে প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিটি আউটার রিং রোড যেখানে শেষ হয়েছে সে অংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত ছয় লেন করা হবে। বাকি দুইটি ফিডার রোড চালুর পাশাপাশি চট্টগ্রাম ইপিজেডের সাথে আরও একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এছাড়া মূল রিং রোডের পতেঙ্গা অংশে একাধিক ওভারপাস ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

সিটি আউটার রিং রোড নির্মাণের জন্য শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় ৮ হাজার কোটি টাকা। দফায় দফায় ব্যয় বাড়িয়ে প্রায় ২৭শ’ কোটি টাকা করা হয়। সর্বশেষ আরও প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত করা হয়। ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ কোটি টাকা। কর্ণফুলী টানেল ও মহানগরীর লালখান বাজার থেকে পতেঙ্গায় বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর অতিরিক্ত যান চলাচলে সৃষ্ট জটিলতা নিরসনে দুটি ছোট ফ্লাইওভার এবং দুটি আন্ডারপাস নির্মাণ করা হবে পতেঙ্গা এলাকায়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, টানেল পুরোদমে চালু হলে দক্ষিণ চট্টগ্রামের একাধিক ইপিজেডের পণ্যবাহীসহ বিভিন্ন ভারী যানবাহন আউটার রিং রোড ধরে চলাচল করবে। অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মহানগরীর যানবাহনগুলো মাত্র ২০ মিনিটে পতেঙ্গা পৌঁছাবে। পতেঙ্গা সাগরপাড়ে প্রতিদিন জড়ো হওয়া শত শত গাড়ির সাথে বন্দরের পিসিটি, বে-টার্মিনালের গাড়ি মিলে ভয়াবহ যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। যা টানেল, আউটার রিং রোড কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল ব্যাহত করবে। ফলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাস বড়–য়া বলেন, সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয়ের অভাব এবং অপরিকল্পিত উন্নয়নের ফলেই এসব মেগা প্রকল্পের ব্যয় এবং সময় দুটোই বাড়ছে। আর তাতে হাজার হাজার কোটি টাকা ব্যয়েও তার সুফল পাওয়া যাচ্ছে না। জবাবদিহিতা না থাকায় উন্নয়নের নামে জনগণের অর্থের অপচয় চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা