নগরবাসীর ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত মেয়র জায়েদা
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
নগরবাসীর প্রাণঢালা অভিনন্দনে অভিষিক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। গতকাল সোমবার নগরমাতার অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। মূল অনুষ্ঠানস্থল বঙ্গতাজ অডিটোরিয়াম হলেও নগরভবনসহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
অভিষেক অনুষ্ঠানে মা-ছেলের আবেগঘন বক্তৃতাকালে মুর্হুমুহু সেøাগানে মুখরিত প্রকম্পিত হয়ে উঠে নগরীর প্রাণকেন্দ্র বঙ্গতাজ অডিটোরিয়াম ও নগরভবনসহ আশপাশ এলাকা। মেয়র জায়েদা খাতুন নগরবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিপুল ভোটে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এজন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি নির্বাচিত কাউন্সিলর ও সিটির কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে নগরবাসীর সেবা তথা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
তিনি বলেন, ‘গাজীপুর নগরবাসী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আল্লাহর উপর ভরসা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দিতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই।’ অভিষেক অনুষ্ঠান শেষে মেয়র নগর ভবনে গিয়ে তার আসনে বসেন। এসময় তার ছেলে জাহাঙ্গীর আলমও পাশে ছিলেন। এসময় গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এসএম সফিউল আজম নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। আগের দিন রোববার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে জায়েদা খাতুনের এ অভিষেক অনুষ্ঠানে জেলার কোনো এমপি বা মন্ত্রী, জেলা ও উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা এবং আওয়ামী লীগের দায়িত্বশীল কোন বড় নেতাকে দেখা যায়নি।
অভিষেক অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘টঙ্গীতে নির্বাচনী প্রচারণাকালে আমার মাকে ইট-পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছে। বার বার বাঁধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি। ভোটের মাধ্যমে আপনারা এর জবাব দিয়েছেন। আমার মাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এসএম সফিউল আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, নির্বাচিত কাউন্সিলরগণ ও নগরীর বিশিষ্ট জনেরা।
উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জায়েদা খাতুন নির্বাচিত হন। আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে লড়াইয়ে তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করে চমক সৃষ্টি করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে