ঢাকায় শুনেছেন গান, তুরাগে নৌকা ভ্রমণ
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গতকাল সোমবার দুপুর ২টা ৪৮ মিনেটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে ম্যাখোঁ তার ঢাকা সফরে যেমন রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নিয়েছেন তেমনি ঢাকায় ঘুরে বেড়িয়েছেন, নৌ ভ্রমণ করেছেন, শুনেছেন গান।
১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি ছিল বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। ম্যাখোঁ বাংলাদেশে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে। গত রোববার রাতে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে ঢাকায় আসেন তিনি। সেদিন বিমানবন্দরে ম্যাখোঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হয়।
ম্যাখোঁর সফরের শুরুর দিন রোববার রাতে রাষ্ট্রীয়ভোজে অংশ নেন ম্যাখোঁ। গত রোববার রাতে গানের দল ‘জলের গানের’ সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রশিল্পী রাহুল আনন্দের ধানমন্ডির বাসায় নিজস্ব স্টুডিওতে সময় কাটান ফ্রান্সের প্রেসিডেন্ট। রাহুলের স্টুডিওতে বসে এ সময় তিনি গান শুনেন, বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে জানেন। সেই সঙ্গে উপহার দিয়েছেন, পেয়েছেনও। রাত পৌনে ১২টার দিকে রাহুল আনন্দের বাসায় যান মাঁখো। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা বাংলার লোক-ঐতিহ্যের আবহে গান শোনেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট নিজে ব্যবহার করেন এমন একটি কলম উপহার দিয়েছেন রাহুলকে। ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলার রীতিতেই নিজ বাড়িতে বরণ করে নেন রাহুল। এ বিষয়ে তিনি বলেছেন, একেবারে বাঙালিরূপে বাড়িতে একজন বিশেষ মানুষ এলে যেভাবে আমরা বরণ করি, সেভাবেই ফুল দিয়ে বরণ করেছি। দোকান থেকে ফুলের তোড়া কিনে আনিনি। যেহেতু আমরা স্বামী-স্ত্রী চারুকলার শিক্ষার্থী ছিলাম, আমরা নিজেরাই আমাদের মাটির যে পটারি, সেভাবে মাটির পাত্রে ফুলের পাঁপড়ি দিয়ে তাকে বরণ করে নেই, বাসার ভেতরে নিয়ে যাই। রাহুন জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নানান বাদ্যযন্ত্র দেখে কৌতূহলী হন। এটা কী, কীভাবে বাজায় এমন প্রশ্ন করেন। তিনি বাঁশি দেখিয়ে শুনতে চেয়েছেন। তখন রাহুল তাঁকে প্রায় ৫ মিনিটের মতো বাঁশি বাজিয়ে শোনান। এ সময় ম্যাখোঁকে একতারা উপহার দেন রাহুল। রাহুল বলেন, আমার নিজের বানানো একটা একতারা উপহার দিয়েছি। তিনি ওটার সম্পর্কে জানতে চাইলেন। আমি তাকে একতারার ইতিহাস বললাম। কীভাবে বাজায় দেখালাম, বাউলরা কীভাবে একতারা বাজিয়ে গান করেন সেটাও দেখালাম। আমি একটু লালন সাঁইজির গান শোনালাম।
সফরের দ্বিতীয় দিন গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ধানমন্ডি লেকের পাড়ে হাঁটেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তাকে বঙ্গবন্ধুর স্মৃতিসম্বলিত জাদুঘর ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। পরে স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইতে স্মাক্ষর করেন ফরাসি প্রেসিডেন্ট। পরে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে দুই শীর্ষ নেতা যৌথ প্রেস ব্রিফিং করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন। পরে ফরাসি প্রেসিডেন্ট রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান। বৃষ্টির মধ্যে তুরাগ নদ ঘুরে দেখেন ম্যাখোঁ। এ সময় তিনি নৌকাবাইচ উপভোগ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন