পুলিশের গুলিতে চোখ হারানো মোশাররফও বিচার চান এডিসি হারুনের
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
তখন রমজান মাস। সময়টা ২০২২ সালের ১৮ এপ্রিল। নিউমার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়। সেদিন ঢাকা কলেজের ভেতর অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিশ। সেই গুলিতেই দুই চোখ হারান ঢাকা কলেজ ছাত্র মোশাররফ হাজারী। ওই ঘটনায় পরও আলোচনায় ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। সেদিন পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশদাতা ছিলেন এডিসি হারুন অর রশিদ। তখন পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ ভূমিকার অভিযোগ এনে ডিসি, এডিসির প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন শিক্ষার্থীরা।
সেই সংঘর্ষের দেড় বছর চলে গেছে। কিন্তু চোখের আলো আর ফিরে পাননি মোশাররফ। সেদিনের কথা স্মরণ করে মোশাররফ বলেন, আমি ঢাকা কলেজের হলে থাকতাম। ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেদিনের ওই ঘটনাটি এখনও দুঃস্বপ্ন মনে হয়। ঘুমের মধ্যে কখনও কখনও আঁতকে উঠি। ওই পরিস্থিতিতে সেদিন গুলি করার কোনো প্রয়োজনই ছিল না। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা সড়ক থেকে ক্যাম্পাসে চলে আসার পরও ঢাকা কলেজের দিকে টিয়ারগ্যাস, রাবার বুলেট, ছররা গুলি মারা হয়েছে। সে সময় ব্যবসায়ীদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, আমার দুই চোখই এখন অন্ধ। মাথায় ৩০-৩৫টি ছররা গুলি এখনও আছে। এগুলো আর বের করা সম্ভব না। আমাকে যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। ওই সময় বলা হলো আমাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে আর চিকিৎসার সমস্ত খরচ সরকার থেকে বহন করা হবে। আমি মাত্র এক লাখ টাকা পেয়েছি সরকার থেকে। আমি উন্নত চিকিৎসার জন্য দুই বার ভারতে গিয়েছি পরিবারের জমি বিক্রি করে। এতেও কোনো লাভ হয়নি। চোখে আলো দেখার আশা ছেড়ে দিয়েছি। আমি এখন অসহায়। আমাকে দেখার মতো কেউ নেই।
আমার অনার্স ফাইনাল পরীক্ষার কিছুদিন আগেই এই ঘটনা ঘটে। ঘটনার পর জানতে পারি এডিসি হারুনের নির্দেশে আমাদের ওপর গুলি করা হয়। আমি কার কাছে বিচার চাইবো? পুলিশ তো সরকারি বাহিনী। তাদের বিরুদ্ধে তো থানায় জিডিও করতে পারব না। গতকাল ছাত্রলীগের এক বড় ভাই বললো সেই এডিসি হারুন নাকি ছাত্রলীগের দুই বড় ভাইকে অনেক মেরেছে। এসব ঘটনার বিচার হওয়া দরকার। গত বছরের ওই সংঘর্ষের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিউমার্কেট থানার ওসিকে বদলি করা হলেও নিজ পদে বহাল থাকেন এডিসি হারুন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন