সাত কলেজের নেতৃত্ব মুখোমুখি ঢাবি ও কেন্দ্র ছাত্রলীগ

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

নিজেদের মিছিল ভারি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে এখন মুখোমুখি অবস্থানে কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই কলেজগুলোকে ঢাবির আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অন্যদিকে গঠনতন্ত্র অনুযায়ী তার কোনো সুযোগ নেই বলে জানান কেন্দ্রীয় সংসদ। এ উপলক্ষে গত মঙ্গলবার ঢাবির টিএসসি অডিটোরিয়ামে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভাও করেছে ঢাবি ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজ ছাত্রলীগের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট কলেজগুলোর শীর্ষ নেতারা।
সম্প্রতি ছাত্রলীগের মহাসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের বক্তব্য দিতে না দেয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের ঘটনায় ঢাবি শাখার নেতাদের অনুসারীদের বহিষ্কার করা ইত্যাদি নানান কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে কেন্দ্রীয় সংসদের একটি দ্বন্দ্বের কথা বেশ চাউর হয়। মূলত এই দ্বন্দ্বের বড় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রলীগের নেতৃত্ব। ঢাবি ছাত্রলীগের দাবি এসব কলেজের কমিটি তাদের অধীনে হতে হবে। তবে গঠনতন্ত্র অনুযায়ী তা অসম্ভব বলছেন কেন্দ্র।
গত মঙ্গলবার সাত কলেজের যাবতীয় সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন ঢাবি ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই সভা করলেও মূলত এটি সাত কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নেয়ার একটি পদক্ষেপ ছিল বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। ওই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সাত কলেজের রাজনীতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক। ঢাবির বাইরে এসব কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কলেজ গুলোর শীর্ষ নেতারা। তাদের দাবি, আগে সাত কলেজ থেকে ঢাবির শীর্ষ নেতৃত্ব দিতে হবে। পরে তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন। তবে তাদের এমন দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি ছাত্রলীগের নেতারা লিখেন, হয় সাত কলেজ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসবে, নাহয় তাদের অধিভুক্তি বাতিল হবে।
্রঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেইগ্ধ - ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এমন বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে সাত কলেজের অন্তত দায়িত্বশীল শীর্ষ ১০-১২ জন ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সৈকতের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ফেসবুকে লিখেন, আপনি আগে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পড়েন, তারপর কথা বলেন। একটা জেলা ইউনিটকে কোন সাহসে আপনি উপজেলা ইউনিটে নামাতে চান? আপনি যত শিক্ষার্থীর নেতৃত্ব দেন আমি তার থেকে বেশি শিক্ষার্থীর নেতৃত্ব দেই। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ট্যাগ করা ওই পোস্টে রিভা আরো লিখেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে দাবি জানাচ্ছি, আগে ঢাবির অধিভুক্ত সাত কলেজ ছাত্রলীগের যোগ্য কর্মীদের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হোক।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার সঙ্গে মিল রেখে সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়াও অনেকটা একই ধরনের মন্তব্য করেছেন। তারা উভয়ে বলেছেন, ঢাবির অধিভুক্ত সাত কলেজ ছাত্রলীগের যোগ্য কর্মীদের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হোক।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন লিখেন, নিজেরা একজন অব্যাহতি নিয়ে আগে সাত কলেজ থেকে ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যেকোনো একটা এবং হল কমিটিতে অন্তর্ভুক্ত করুন। তার পরে আসেন, আলোচনায় বসি। মিঠুন আরও বলেন, সাত কলেজ তো দূরের কথা, আপনাদের তো ঢাকা কলেজের ভারও সহ্য করার ক্ষমতা নেই।
কবি নজরুল সরকারি কলেজের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আপার প্রমোশনের যুগে তারা চাইলো আমাদের ডিমোশন। সাত কলেজের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আছে।
বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সুপার ইউনিট। বাঙলা কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের অধীনে আছে-থাকবে। যারা বাঙলা কলেজ ছাত্রলীগসহ অধিভুক্ত সাত কলেজের ছাত্র রাজনীতিকে নিজেদের আওতাভুক্ত করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে।
এদিকে, সাত কলেজে ছাত্রলীগের কমিটি নিয়ে সৈকতের ওই বক্তব্যে প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত এলাকা ঘুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ বিশেষ করে ঢাকা কলেজ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্রলীগের তত্ত্বাবধানে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছে। এই সাতটি সরকারি কলেজের ছাত্রলীগের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক। এটি এক ধরনের অপচেষ্টা। ঘৃণাভরে আমরা এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা সম্ভব নয় বলে জানান কেন্দ্রীয় সহ-সভাপতি খাদিমুল বাসার জয়। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে, রাজধানীর সরকারি সাত কলেজ সহ মোট ১১ টি কলেজের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও কেন্দ্রীয় সংসদের কাজকে বেগমন করার জন্য উক্ত কলেজ সমূহকে কেন্দ্রীয় সংসদের আওতাভুক্ত করা হলো। তিনি বলেন, রাজধানীর এই কলেজ সমূহ ছাত্রলীগের একেকটি স্বতন্ত্র ইউনিট। এগুলো জেলা ইউনিটের সমমান। সুতরাং গঠনতান্ত্রিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি এবং ছাত্রলীগের নেতৃত্ব দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফোনে পাওয়া যায়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন
আরও

আরও পড়ুন

রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল

বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল

শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল

শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি

গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি

গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড

গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন  থেকে  রাজনৈতিক দলগুলো শিক্ষা  নেয়নি  ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের

ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের

নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র

নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র

প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি

প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি

রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও

রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও

‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’

‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব

এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর

কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর

খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ

চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ

পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা