সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা বন্ধের আহ্বান
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রামে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ’র মধ্যে সমন্বয় সভায় সীমান্ত হত্যা বন্ধ, গরু-মাদক চোরাচালান রোধসহ নিরাপত্তা বাড়ানোর অঙ্গীকার নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। চারদিনের সভা শেষে গতকাল বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সমন্বয় সভায় বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে ভারতীয় বাহিনী ও দেশটির নাগরিকদের মাধ্যমে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়ে গুরুত্বরোপ করা হয়েছে। অন্যদিকে বিএসএফ গরু চোরাচালান রোধে বিশেষ পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে।
গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পূর্ব অঞ্চলের সদর দফতরে সমন্বয় সভা শুরু হয়। এতে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান। অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ছয় সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) প্রদীপ কুমার। ভারতের প্রতিনিধি দলে মিজোরাম ও কাচার ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।
চারদিনের সমন্বয় সভা থেকে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে আসেন বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের শীর্ষ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিজিবি চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান জানান, সমন্বয় সভায় ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে সীমান্ত সংক্রান্ত কিছু সমস্যা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয় আলোচনা হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে আলোচনায় উঠে আসে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের মাধ্যমে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার বিষয়টি। এছাড়া ভারত থেকে বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়। আন্তর্জাতিক সীমানার দেড়’শ গজের মধ্যে সীমান্ত অবকাঠামো নির্মাণ এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ও সভায় তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএফ’র পক্ষ থেকে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের ওপর জোর দেয়া হয়। গরু চোরাচালান বন্ধ, আন্তর্জাতিক সীমান্ত বেড়া লঙ্ঘন এবং ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন বিএসএফ প্রতিনিধিরা।
যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয় তুলে ধরে সাজেদুর রহমান বলেন, আমরা উভয় বাহিনী আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিদ্যমান প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদারে সম্মত হয়েছি। সীমান্তবর্তী জনসাধারণকে আরো সংবেদনশীল করার বিষয়ে একমত হয়েছি। আমরা মনে করি, নিয়মিত বিভিন্ন বৈঠক-সভার মধ্য দিয়ে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ঐতিহ্যবাহী বন্ধনকে আরো দৃঢ হবে। #
ছবি : চারদিনের সমন্বয় সভা শেষে গতকাল সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বিজিবি ও বিএসএফ Ñচট্টগ্রাম ব্যুরো
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে