পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিপরীতমুখী অবস্থান

‘আমলে নিয়েছে’ ‘আমলে নিচ্ছি না’

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

একই মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী একই সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী বক্তব্য দিলেন। এ ঘটনা ঘটেছে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাব আমলে নিয়েছে সরকার। অথচ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাব আমলে নিচ্ছি না। তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যে আলোচনা করেছেন, এটার লজিস্টিক কোনো অথরিটি নাই। ইট ইজ নট অ্যা মেন্ডাটরি।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাব সরকার আমলে নিয়েছে। এটিকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং চক্রান্ত হিসেবে দেখছে সরকার। ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাব আমলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একদিক থেকে এটাকে আমলে নেব, কারণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত। এ রকম কোনো কার্যক্রম হলে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারি না। সেই আগ্রহটুকু থেকে, সেই হস্তক্ষেপ থেকে; আমলে অবশ্যই নেব।

গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টের এক যৌথ প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা, বলপূর্বক অন্তর্ধান বা গুম, মতপ্রকাশের স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার খর্ব করাসহ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গতকাল ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে অধিকারের মামলা’ শীর্ষক প্রস্তাব পাস করা হয়।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আটজন বক্তব্য দিয়েছেন। তার মধ্যে দু’জনের কথা পরিস্কারভাবে এসেছিল, যে তারা এটার পক্ষে নয়। একজন এ রকমও বলেছেন, এ ধরনের আচরণ ইউরোপীয় পার্লামেন্ট থেকে নতুন কলোনিউনিজমে উসকে দিতে পারে এবং উন্নয়শীল দেশগুলোর ওপর এ রকম আচরণ ঠিক নয়। আরেকজন বক্তা বলেছেন, এ ধরনের উদ্যোগ ইউরোপীয় পার্লামেন্ট থেকে নিলে এটা ব্যাকফায়ার করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ওনাদের একাধিক বক্তা যে লাইনে বলেছেন, আশা করি ইউরোপীয় পার্লামেন্টের অন্য এমপিরা এ বিষয়ে সামনে উদ্ধুদ্ধ হবেন না। আমরা যেটা মনে করি, ইইউর সঙ্গে আমাদের একটা পরিপক্ক সম্পর্ক রয়েছে। সেই পরিপক্ক সম্পর্কের জায়গা থেকে আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আশা করি ইউরোপীয়ান পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না।

ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাবে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিনিধিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানানো প্রসঙ্গ শাহরিয়ার আলম বলেন, অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না বলে আমরা বিশ্বাস করি। কেননা, বিষয়টা আদালতে বিচারাধীন। এ ধরনের কার্যক্রমে ইউরোপীয় কাউন্সিল আমলে নেবেন না।

অন্যদিকে ড. মোমেন বলেন, ওনারা (ইউরোপীয় পার্লামেন্ট) ৭৫৩ জন সদস্য রয়েছেন, তারা অনেকে অনেক বক্তব্য দিতে পারেন। এটা তাদের বিষয়। তবে এটা দুঃখজনক। ওরা অনেক সময় কারো কারো প্ররোচণায় বক্তব্য দেন। কেউ ইনিশেয়েটিভ নেয় ওনাদের বক্তব্য দেওয়ার জন্য। তারা তাদের বক্তব্য দিক।

বিদেশিরা কথা বললে দেশের গণমাধ্যম মজা পায় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী গণমাধ্যম বিদেশিদের বাদ দিয়ে দেশের দিকে মনযোগী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে ড. মোমেন বলেন, তারা কথা বললে আপনারা (সাংবাদিক) বড় মজা পান। আপনারা যদি তাদের প্রত্যাখান করতেন তারা বক্তব্য দিতো না। অন্য দেশে প্রত্যাখান করে। ভারতের বিরুদ্ধে কিছু বললে, প্রত্যাখান করে। কিন্তু আপনারা এটাকে খুব গুরুত্ব দেন। বিদেশি কেউ বললে, আপনারা লাফিয়ে ওঠেন। আগামীতে আপনারা দেশের দিকে মনযোগ দেবেন, বিদেশের দিকে মনযোগ কম দেবেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বছরের প্রথম ম্যাচেই মেসির গোল

বছরের প্রথম ম্যাচেই মেসির গোল

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’

‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি