চট্টগ্রামে পৃথক ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও প্রবাসী খুন
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চট্টগ্রাম নগরীর খুলশী ও জেলার বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় এক তরুণ ও এক প্রবাসী খুন হয়েছেন।
কিশোর গ্রুপের বিরোধের জের ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নগরীতে তরুণ খুন হন। শুক্রবার রাতে খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান ক্যান্টিনগেট এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সুজন (২০) ওই এলাকার বাসিন্দা। সে নগরীর কাট্টলী মোস্তাফা হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, নিহত সুজন এবং তাকে যে ছুরিকাঘাত করেছে উভয়ে পূর্বপরিচিত এবং সমবয়সী বন্ধু। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরেই এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় উঠতি বয়সের কিশোর-তরুণদের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- ঘটেছে। এদের মধ্যে একটি অংশ উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও নগর যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
খুলশী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ছুরিকাঘাতে আহত সুজনকে সোহান নামে তার এক বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকা- ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি। সোহানকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বাঁশখালীর বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের দুলা মিয়া (৬০) মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলামিয়া চাপাছড়ি গ্রামের মৃত আবুল খাইরের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার দুপুর ২টায় দুই পক্ষের সংঘর্ষে দুলামিয়া গুরুতর আহত হন। তাকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে দুলামিয়াদের সঙ্গে হেলাল উদ্দিনদের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে প্রসাশন ও আদালতে বিচারাধীন রয়েছে। গত ৮ সেপ্টেম্বর দুপুরে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঘটনায় দুই পক্ষের ১০-১২ জন আহত হন। পাল্টাপাল্টি মামলা দায়েরও হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’