১৪ টিভি উপস্থাপককে কেন বয়কট করল ইন্ডিয়া জোট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ভারতের ১৪ টিভি উপস্থাপককে বয়কটের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া জোট’। রাজনৈতিক জোটের একসঙ্গে এত সংবাদ উপস্থাপকের অনুষ্ঠান বয়কট ভারতের ইতিহাসে বিরল। কিন্তু কেন এই বয়কট? জোটের দাবি, ওই ১৪ উপস্থাপক তাদের সংবাদ-ভিত্তিক বিতর্ক অনুষ্ঠানগুলোতে ‘ঘৃণা’ ছড়াচ্ছেন। ‘ইন্ডিয়া জোট’ যাদের বয়কট করেছে তাদের ‘মোদি মিডিয়া’ বলে চিহ্নিত করেছে বিরোধীদলগুলো।
তারা মনে করে, ওইসব উপস্থাপক ও তাদের চ্যানেলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক। এদিকে এ ঘটনায় বিজেপি ও সাংবাদিকদের সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এছাড়া যারা বয়কটের শিকার হয়েছেন তাদের অনেকেও সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন। তবে বেশ কয়েকজন উপস্থাপক ও সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ওই ১৪ জন সংবাদ উপস্থাপকের অনুষ্ঠানগুলো দেখলে মনে হয়Ñ তারা ক্ষমতাসীন দলের পক্ষ নিয়েই কথা বলছেন। এছাড়া বিরোধীদলের প্রতিনিধিদের হেনস্তা করার জন্যই সেখানে ডাকা হয়। তবু এভাবে আনুষ্ঠানিক বয়কট কোনো রাজনৈতিক জোটের অনুচিত।’
‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে ১৪ জন উপস্থাপকের অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দিয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘প্রতিদিন সন্ধ্যা হলেই কয়েকটি চ্যানেলে ঘৃণা ছড়ানোর বাজার বসে যায়। গত নয় বছর ধরে এটাই চলে আসছে। বিভিন্ন দলের কয়েকজন মুখপাত্র ওই বাজারে যান, কয়েকজন বিশেষজ্ঞ ও বিশ্লেষকও থাকেন। সত্যটা হলো আমরা সবাই ওই ঘৃণার বাজারের ক্রেতা হয়ে হাজির হই।’ দেশটির টিভি চ্যানেলগুলোর সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল এসোসিয়েশন (এনবিডিএ) এর সভাপতি ও এবিপি নেটওয়ার্কের মুখ্য কার্যনির্বাহী অবিনাশ পা-ে বলেন, ‘এমন সিদ্ধান্ত সংবাদমাধ্যমের গলা টিপে ধরার মতো। গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারাই আবার সেগুলো ধ্বংস করছে। তবে আমরা সব অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানাবো।’ এছাড়া বিরোধী জোটের এমন সিদ্ধান্ত বিপজ্জনক নজির বলে আখ্যা দিয়েছে এনবিডিএ।
সাংবাদিকদের এ সংগঠনটি বলছে, বিরোধী জোট নিজেদের বহুত্ববাদ ও মুক্ত সংবাদপত্রের সমর্থক হিসাবে বর্ণনা করে। কিন্তু তাদের এই সিদ্ধান্ত গণতন্ত্রের মৌলিক নীতিকেই আঘাত করল। বয়কটের শিকার উপস্থাপক সুধীর চৌধুরী তার এক্স (পুরনো টুইটার) লিখেন, ‘ইন্ডিয়া জোটকে যে সাংবাদিক ও উপস্থাপকরা নির্ভয়ে মোকাবিলা করেছেন, যারা পায়ে চুম্বন দিতে অস্বীকার করেছেন, এখন তাদের বয়কট করা হবে। প্রায় অর্ধেক ভারতে এই জোটের সরকার রয়েছে। যখন লোভ, পুরস্কার আর মামলা দিয়েও কাজ হলো না তখন বয়কট। ভারতের সব সংবাদমাধ্যমের সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এর জবাব দেওয়া উচিৎ। এটা খুব বিপজ্জনক পরিস্থিতি।’
রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, টাইমস নাও নবভারতের নাভিকা কুমার, সুশান্ত সিনহা, আজতকের সুধীর চৌধুরী ও চিত্রা ত্রিপাঠি, নিউজ ১৮ নেটওয়ার্কের আমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিং, ভারত ২৪ এর রুবিকা লিয়াকত, ইন্ডিয়া টুডের গৌরব সাওয়ান্ত ও শিব আরুর, ইন্ডিয়া টিভির প্রাচি পরাশর, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী ও ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব। সূত্র : এএফপি, এনডিটিভি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ