ঢাকা উত্তর কাস্টমসে ফের সক্রিয় দুর্নীতিবাজ সিন্ডিকেট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ঢাকা উত্তরের কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার অফিসে ফের সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতিবাজ চক্র। কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর হাফ ছেড়ে বাঁচে সিন্ডিকেটটি। কাস্টমস,এক্সাইস ও ভ্যাটের মামলা অফিসের বাইরে ‘নিষ্পত্তি’ করার মাধ্যমে এই সিন্ডিকেট আত্মসাৎ করছে সরকারের কোটি কোটি টাকা। এ বিষয়ে গত ২৮ মে ‘এসকেবির বিরুদ্ধে ভ্যাট মামলা ৫৪ কোটির দাবি দুই কোটিতে রফা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। প্রতিবেদনে বলা হয়, ৫৪ কোটি টাকার সরকারি দাবি (ভ্যাট) রফা করা হয়েছে মাত্র দুই কোটি টাকায়। তবে এর পেছনে ‘খরচাপাতি’ হয়েছে অন্তত: ৩ কোটি টাকা। অর্থাৎ, সরকারের পাওনা ৫৪ কোটি দাবি নামিয়ে আনা হয়েছে দুই কোটি টাকায়। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথা সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে অর্ধশত কোটি টাকা। ‘এসকেবি স্টেইনলেস মিলস লি:’ ৪ টি মামলায় আত্মসাৎ করা হয় এই অর্থ। তবে এনবিআর’র সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সূত্র জানায়, ২০০৫ সাল থেকে এসকেবি স্টিল মিলস লিমিটেড একই পদ্ধতিতে ভ্যাট বাবদ শত শত কোটি টাকা সরকারের অর্থ (রাজস্ব) আত্মসাৎ করে। টাকার হিসেবে যা ৩শ’ কোটি টাকার কম নয়। কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট,ঢাকা (উত্তর)র দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারিরা প্রতিষ্ঠানটির সরকারি অর্থ আত্মসাতে ‘কেস টু কেস ‘চুক্তিভিত্তিক’ সহযোগিতা করেন। দুর্নীতির বিশদ বিবরণ তুলে ধরার পাশাপাশি ইউডি আশরাফুল ইসলামের ব্যক্তিগত দুর্নীতির বিষয়েও ইঙ্গিত দেয়া হয় প্রতিবেদনে। বিষয়টি আমলে নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় । বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয় তৎকালিন কমিশনারকে। চার অতিবাহিত হলেও সংশ্লিষ্টদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হযনি। তদন্ত চলাকালে দফতরটিতে সংঘবদ্ধ দুর্নীতিবাজ চক্রের হোতা ইউডি আশরাফুল ইসলামকে কিছু দিন ‘সাইডলাইন’ এ বসিয়ে রাখা হয়। নিষ্ক্রিয় হয়ে যান চক্রের অন্য সদস্য রাজস্ব কর্মকর্তা (আর.ও.) মো: সাকের, বেলালউদ্দিন এবং ডেপুটি কমিশনার (আইন) ফেরদৌস মাহবুব। সম্প্রতি ঢাকা উত্তরের কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বদলি হয়ে যান। অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় খুলনার কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে। এরপর নবউদ্দীপনায় পুনরায় সক্রিয় হয়ে ওঠেন আশরাফুল গং। ঢাকা উত্তর কাস্টমস অফিসে তিনি ‘মিস্টার ২০ পার্সেন্ট’ নামে পরিচিত।
জানাগেছে, চাকরি খুব বেশি দিনের না হলেও ইউডি আশরাফুল ইসলাম এখন নামে-বেনামে বিপুল সম্পত্তির মালিক। নিজ জেলা শহর নেত্রকোনায় তার রয়েছে ডায়াগনস্টিক সেন্টার। গাজীপুর বোর্ডবাজারে রয়েছে ফ্ল্যাট ও প্লট। ঢাকার উত্তরায় রয়েছে ফ্ল্যাট। যদিও আশরাফ দাবি করেন, তিনি ভাড়া বাসায় বসবাস করেন। মাইক্রোবাস রয়েছে একটি। অন্যের নামে রেজিস্ট্রেশন করে গাড়িটি ব্যবহার করেন নিজেই। দুর্নীতি ও নামে-বেনামে সম্পদ অর্জনের বিষয়ে ফোন করা হয় আশরাফুল ইসলামের সঙ্গে। জবাবে তিনি বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই। সব তথ্যই মিথ্যা। অতি সাধারণ জীবন যাপন করি আমি।
আশরাফুল সিন্ডিকেটের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা (উত্তর) কাস্টমস কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, আমি ভালোভাবে এখনও চেয়ারে বসতে পারিনি। উল্লেখিত বিষয়ে আমার জানতে হবে। এরকম কিছু ঘটে থাকলেও অবশ্যই দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

এভারটনের বিপক্ষে শেষ ৮ মিনিটের ঝড়ে জিতল সিটি

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিতল বার্সা

প্রশাসনের কঠোরতায় গুলশানে বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা

হাসান সারওয়ার্দীর এলডিপিতে যোগদান

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে

নিউইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে উঠলো এক খন্ড বাংলাদেশ

ছাত্রলীগ ও আ.লীগের ৬ কর্মী গ্রেফতার

বিচার কার্যক্রম চলবে ৪৮ বেঞ্চে আজ খুলছে উচ্চ আদালত

পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে জালিয়াতি

গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রামকে পানিবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে -মেয়র ডা. শাহাদাত

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কয়রায় গণশুনানী

কিশোরগঞ্জে ৪ খাবারের দোকানে জরিমানা

আশুলিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

পরিকল্পনা উপদেষ্টার সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

ভুয়া তথ্য ছড়িয়ে আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল

আদমদীঘিতে কার্ডধারীদের চালের পরিবর্তে টাকা দেয়ার অভিযোগ

চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

ভোলায় গ্যাস সংযোগ দাবি, ইন্ট্রাকোর কাভার্ডভ্যান আটকে দিলো ছাত্র-জনতা

এনএমআই চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত