ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

সরকার সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায় বগুড়ায় মির্জা ফখরুল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। জনগণের ভোটাধিকার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করছে। বগুড়া থেকে শুরু করে সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটারের এ রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

বগুড়া ব্যুরো ও আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকারকে পরাজিত করতে ক্ষুব্ধ তরুণ সমাজ জেগে উঠেছে। সে কারণেই রোড মার্চ করছে তরুণদের তিন সংগঠন। তিনি বলেন, মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর সরাতে রাজপথে নেমে আসুন। সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা মাঠে রাজশাহী বিভাগীয় তারণ্যের রোড মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় যেতে না দিয়ে সরকার মেরে ফেলোর চক্রান্ত করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করছেন সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে তাকে হাসপাতালে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না। ডাক্তাররা বলেছেন যে, তাকে বাঁচতে হলে তার লিভার ট্রান্সপারেন্ট করা দরকার এবং সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা সাঈদীকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনি তারা খালেদা জিয়াকেও মারতে চায়।

মির্জা ফখরুল বলেন, আজকে পরিস্কার করে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন। তা না হলে সকল দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে সেজন্য আবার নতুন করে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগও করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমাদের কথা পরিস্কার, এখন এক দফা এক দাবি পদত্যাগ করো, সংসদ করো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো। আজকে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হয়েছে। আসুন জনগণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আজকের এই সমাবেশ থেকে এই বার্তা বাংলাদেশের জনগণকে দিতে চাই, আসুন জেগে উঠুন, পরাজিত করুন এদেরকে। গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।

মির্জা ফখরুল বলেন, এখন চালের দাম কত? ৭০/৮০ টাকা তাই না। কত খাওয়াবে বলছিলো? ১০ টাকা। পাইছেন। না। চাল, ডাল, তেল, লবন, আলু প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বি। মা- বোনেরা তাদের ছেলে-মেয়েদের ডিম দিতে পারে না। দ্রব্যের মূল্য কমানোর ব্যাপারে সরকারের কোনো খেয়াল নাই। বলে দাম তো ফিক্সড করে দিয়েছি। দাম ফিক্সড করলে কি দাম কমানো যায়। চুরি তো করো তোমরা। চুরি করে বিদেশে পাঠায়। আর বলো দাম ফিক্সড করে দিয়েছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরির প্রকল্প আবারো হাতে নিয়েছে সরকার। ভোট চুরির সাথে জড়িতদের শুধু বিদেশি স্যাংশন নয়, এদেশেও তাদের বিরুদ্ধে স্যাংশন দেয়া হবে। চুরির সাথে জড়িত আ.লীগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগের একাংশের তালিকা করুন। তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের তালিকা জন সম্মুখে প্রকাশ করা হবে। যে দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসবে সে দিন থেকে আমাদের আন্দোলন বন্ধ হবে। প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, সবাই ওইক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। রোড মার্চের উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রোড মার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া থেকে রাজশাহী অভিমুখী রোড মার্চ কর্মসূচির উদ্বোধনী পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ইয়াসিন আলী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ। পথসভা শেষে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে রোড মার্চের গাড়িবহর রাজশাহী অভিমুখে রওনা দেয়।

এদিকে গতকাল দুপুর ১টায় বগুড়ার আদমদীঘি গোহাটিতে স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে তিনি রাষ্ট্রকে ব্যবহার করবে, পুলিশকে ব্যবহার করে পাতানো নির্বাচন করতে চায়, দেশ-বিদেশের মানুষ জানে এ সরকারের আমলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না, দেশের মানুষ এবার তা আর করতে দিবে না। দেশের মানুষের ভোটধিকার ফিরিয়ে দিতে এক দফার আনন্দোলনে রাজপথে নেমেছি। আনন্দেলনের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশের মানুষের ভোটধিকার ফিরিয়ে আনবো। তখন আপনারা আপনাদের ভোট যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই এক সময় তত্ত্বাবধায়ক সরকার চেয়ে আন্দোলন করেছিলো। এখন তারাই সংবিধান দেখায়। জনগণ আর ভুল করবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি আর ঘরে ফিরবে না। বিএনপির সঙ্গে এই দেশের অধিকার বঞ্চিত জনগণরা আছে। গত শনিবার দুপুরে নওগাঁয় সংক্ষিপ্ত এক পথসভায় এসব কথা বলেন তিনি। নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির মাধ্যমে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা। তারা মামলা ও জেলের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এ সময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুবদলের সভাপতি বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান