ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

খুনের আসামি আউয়াল ১৫ দলীয় জোটের কান্ডারি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাল ধরতে মাঠে নেমেছে প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যা মামলার আসামী লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি ইসলামী গণতন্ত্রী পার্টিরও চেয়ারম্যান। খুনের মামলায় জামিনে রয়েছেন ও রাজনীতিতে সক্রিয় রয়েছেন সাবেক এমপি আউয়াল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সম্প্রতি রাজধানীতে ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট নামের একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই জোটেরও চেয়ারম্যান এম এ আউয়াল সরকারের সমর্থনে কাজ করবে।

দু’বছর আগে ঢাকার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিনদুপুরে কুপিয়ে যুবক সাহিনুদ্দিনকে (৩৩) হত্যা করে চিহ্নিত সংঘবদ্ধ দুর্বৃত্তরা। সাহিনুদ্দিন হত্যা মামলার অধিকতর তদন্ত শেষে এম এ আউয়ালসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। পিবিআই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে লক্ষ্মীপুর ১- আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের ইন্ধনে ঘটেছে এ হত্যাকা-।

জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ১৬ মে মিরপুর ১২ নম্বর সেকশনের সিরামিকস রোডে ৬ বছর বয়সী শিশুসন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। পিবিআই, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব সূত্র জানিয়েছে এই হত্যাকা- সংশ্লিষ্ট একটি অডিও ক্লিপও তাদের হাতে আসে। সেখানে শোনা যায়, হত্যাকারীদের একজন আউয়ালকে ফোন করে বলছেন, স্যার ফিনিশ’। এই কথোপকথন পরীক্ষা করে পুলিশ ও র‌্যাব নিশ্চিত হয়, কন্ঠটি সুমন ব্যাপারীর নামের এক ব্যক্তির। তিনি সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৭৫ সালের পর মিরপুরের পল্লবীর বুড়িরটেক সংলগ্ন আলীনগরে সাহিনুদ্দিনের পরিবারসহ অন্যদের জমি অধিগ্রহণ করে সরকার। তবে তা ’দীর্ঘদিন ধরে খালি পড়ে ছিল। যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, সাবেক সংসদ সদস্য আউয়াল তাঁদের পূর্বপরিচিত। তাঁরা এসব জমি অবমুক্ত করার জন্য আউয়ালের কাছে সাহায্য চান, কিন্ত তিনি তা’দখল করে আবাসন প্রকল্প গড়ে তোলেন। আউয়াল নিজের প্রতিষ্ঠান হাভেলি প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে ওই প্রকল্প বাস্তবায়ন করেন। অভিযোগ রয়েছে, জমি দখলে রাখতে আউয়াল ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন। পুলিশের ভাষ্যমতে, জমি ফেরত না পাওয়ায় খুন হওয়ার ২০ দিন আগে আউয়ালের আবাসিক প্রকল্পের একটি প্লটের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছিলেন সাহিনুদ্দিন। এর জেরেই সাহিনুদ্দিনকে ভাড়াটে খুনি দিয়ে খুন করান এম এ আউয়াল। ওই ঘটনায় ২০২১ সালের ১৭ মে সাহিনুদ্দিনের মা মোসাম্মৎআকলিমা ২০ জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পল্লবী থানা পুলিশ ও ডিবির পর মামলাটির অধিকতর তদন্তভারপায় পিবিআই। প্রায় দেড় বছর তদন্ত করে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ঘটনার পরপরই সাহিনুদ্দিন হত্যায় সরাসরি অংশ নেয়া মানিক র‌্যাবের সঙ্গে ও মনির ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিযোগপত্রে আউয়াল ছাড়াও অন্য আসামিরা হচ্ছেন, মোহাম্মদ তাহের, মো.সুমন ব্যাপারী, মো.মুরাদ, টিটু শেখ, গোলাম কিবরিয়া খান, মো. ইব্রাহিম সুমন ওরফে বাওয়া সুমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নূর মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, মো. শরীফ, তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনুর রশীদ ওরফে হারুন ও প্রতীক আহমেদ ওরফে সজীব। পিবিআই সূত্র জানিয়েছে, আসামিদের মধ্যে একজন পলাতক অন্যরা জামিনে। মামলার বাদী সাহিনুদ্দিনের মা মোসাম্মৎ আকলিমা গতকাল অভিযোগ করেন, জামিনে বেরিয়ে আউয়াল তাঁদের ভিটেবাড়ি দখল করে নিতে চাইছে। ছোট ছেলে সাহিনুদ্দিনের পর তিনি এবার তার বড় ছেলেকেও মেরে ফেলার পরিকল্পনা করছেন। হুমকির বিষয়টি নিয়ে পল্লবী থানায় জিডি করার কথা জানিয়েছে আকলিমা বলেন, আউয়ালের সহযোগীদের উৎপাতে আমরা এখন সপরিবার নিরাপত্তাহীন। তিনি আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাসায় গিয়ে তাঁকে ছেলের হত্যা মামলার অভিযোগপত্র দেয়ার কথা জানিয়েছেন। তবে তিনি এ অভিযোগপত্র মানেন না। হত্যায় জড়িত এক ব্যক্তিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে।

নিহত সাহিনুদ্দিনের বড় ভাই মাঈনুদ্দিন বলেন, পিবিআইয়ের অভিযোগপত্রের বিরুদ্ধে তাঁরা আদালতে নারাজি দেবেন। এদিকে সাবেক সংসদ সদস্য আউয়ালের দাবি, ষড়যন্ত্র করে তাঁকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। সাহিনুদ্দিনের মা যে হুমকির অভিযোগ করেছেন, থানা-পুলিশ তদন্ত করে তার কোনো প্রমাণ পায়নি বলে প্রতিবেদন দিয়েছে।

আউয়াল আরও বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন দল গঠন করেছি। ২০১৯ সালে ইসলামী গণতন্ত্রী পার্টি গঠন করেছি। এটার চেয়ারম্যান আমি, আর প্রগতিশীল ইসলামী জোট নামে একটি রাজনৈতিক মোর্চা গঠন করেছি কয়েক দিন আগে, সেটার চেয়ারম্যান আমি।’ পিবিআই বলছে, আউয়াল খুনে জড়িত বলেই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য আউয়ালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকালে সাক্ষ্য প্রমাণে আউয়ালসহ ১৬ জনের হত্যাকা-ে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, হত্যাকা-ে ৯ জন আসামি আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে, লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী গতকাল রোববার ইনকিলাবকে বলেন, সাবেক এমপি এম এ আউয়াল অতিসম্প্রতি লিবারেল ইসলামিক জোটে অংশ নেয়ার জন্য জোর লবিং চালিয়ে ছিলেন। আমি তাকে নানা কারণে লিবারেল ইসলামিক জোটে স্থান দেইনি। পরে ব্যর্থ হয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আউয়াল প্রগতিশীল ইসলামিক জোট গঠন করেছেন। এক প্রশ্নের জবাবে আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেন, সাবেক এমপি এম এ আউয়াল একজন ভূমিদৈস্যু। একবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষত করতে গেলে প্রধানমন্ত্রী এম এ আউয়ালকে ভূমিদৈস্যু হিসেবে ভৎসনা করে গণভবনে প্রবেশ করতে দেননি।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান