উদ্বেগ জানালেন বিচারকরাও
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গৃহিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিচারকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন’।
গতকাল সোমবার সংগঠনের সভাপতি এইচএম হাবিবুর রহমান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ‘অবনতি’ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গৃহিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে ‘অধিকার’র বিরুদ্ধে মামলা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গৃহিত হয়েছে। তা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। আমরা এই প্রস্তাবে গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, এটি একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা, যা অপ্রত্যাশিত ও অন্যায্য।
বিবৃতিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা জরুরি যে, বিদ্যমান আইনগুলো কঠোরভাবে অনুসরণ করে এবং বাস্তব প্রমাণের ভিত্তিতে এই মামলা নিরপেক্ষভাবে ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন আদালত। বাহ্যিক কোনো উৎস থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব ছাড়াই এ রায় দেয়া হয়েছে।
২০০৭ সালের ১ নভেম্বর বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে মর্মে উল্লেখ করা হয় বিবৃতিতে। ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাতে বলা হয়েছে, বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাহী কার্যক্রমের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবের বিচারিক কার্যক্রমের ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে (এলান) দুই বছরের কারাদ- দেন ঢাকার একটি আদালত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।
ওই দিনই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ওই প্রস্তাব গৃহিত হয়। তাতে আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে কারাদ-ের রায়ের নিন্দা জানানো হয়। পাশাপাশি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানানো হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

রাজধানীতে থানায় থানায় জামায়াতের বিক্ষোভ

রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

বিরামপুরে বরযাত্রীর বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে এসআইসহ নিহত ২

কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নিবে না : ড. হেলাল উদ্দিন

ফেনীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

বিএনপির পেশাজীবী কনভেনশনে ভিড়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে অবাধ–সুষ্ঠু নির্বাচনের গুরুত্বারোপ

বগুড়ায় ডিবি হেফাজতে আইনজীবী সহকারীর মৃত্যুতে তোলপাড়

কুবি উপাচার্যের আস্থাভাজন হওয়ায় অধ্যাপক হচ্ছেন বিশেষ বিবেচনায়!

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

এ যেন এক অন্য অক্সফোর্ড, প্রকাশ্যে অপরাধ-মানচিত্র

আমাজন নদীতে মড়ক, শতাধিক ডলফিনের দেহ ভেসে উঠায় চিন্তায় প্রাণীবিদরা

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নোবেল জয়! কোথায় আলাপ ক্যাটালিন-উইসম্যানের?

থাইল্যান্ডে শপিংমলে গুলিতে নিহত ৩, হামলাকারী আটক

ইতালিতে ফ্লাইওভার থেকে পড়ে ২১ বাসযাত্রী নিহত

মার্কিন প্রতিনিধি পরিষদ : স্পিকার অপসারিত

ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত প্রত্যাবর্তনে ইউনাইটেডকে হারালো গালাতাসারায়

নাপোলির মাঠে রিয়ালের জয়ের নায়ক সেই বেলিংহ্যাম