ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
‘অসময়ে’ তাপপ্রবাহ : ভূগর্ভস্থ পানির স্তর নিম্নমুখী : মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষণ : ডেঙ্গুসহ রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের সাথে ‘এল নিনো’র ধাক্কায় চরম-ভাবাপন্ন আবহাওয়া : কমছে মানুষের কর্মক্ষমতা ও গড় উৎপাদনশীলতা

অনাবৃষ্টি খরতাপে শরৎ

Daily Inqilab শফিউল আলম

১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

সর্বত্র ভ্যাপসা গা-জ্বলা গরমে-ঘামে হাঁসফাঁস কাহিল অবস্থা। ভাদ্র পেরিয়ে আশি^ন মাস চলছে বোঝার উপায় নেই। শরৎ ঋতু ঠিক মধ্যভাগে এখন। আবহমান বাংলায় শরৎকালে শেষ রাতে কিছুটা শীতের আমেজ দিয়ে হালকা-পাতলা বিক্ষিপ্ত কুয়াশা-পড়া শুরু হওয়ার কথা। অথচ ‘অসময়ে’ তাপপ্রবাহ বইছে ঢাকাসহ দেশের অনেক জেলায়। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও ৩৭ ডিগ্রিতে উঠে গেছে। আবহাওয়া বিভাগ জানায়, প্রায় সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী ও কুমিল্লা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপদাহ পরবর্তী ২৪ ঘণ্টায় কিছুটা কমে আসতে পারে।

মৌসুমের এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের যে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাত হয়ে থাকে তাও নেই। মাঝেমধ্যে ছিটেফোঁটা বর্ষণে গরমের দাপট কাটছেই না। কোথাও নেই স্বস্তি। স্বল্প বৃষ্টিতে যেন গরমের তেজ উসকে উঠছে। তাছাড়া হঠাৎ ও ক্ষণস্থায়ী বর্ষণের পরই অসহনীয় ভ্যাপসা গরম আবারও ফিরে আসে। এ ধরনের বিপরীতমুখী আবহাওয়ায় অর্থাৎ উচ্চ তাপমাত্রার কারণে তীব্র উষ্ণতার সাথে স্বল্পসময়ের হঠাৎ বৃষ্টিতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজনন পরিবেশ ও ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এর ফলে ডেঙ্গু রোগের বিস্তার ঘটে বলে জানান বিশিষ্ট প্রাণিবিজ্ঞানি ও কীটতত্ত্ববিদ প্রফেসর ড. কবিরুল বাশার।

বাংলাদেশ ও এর সংলগ্ন অঞ্চলের আবহাওয়াম-লে ঘোর মেঘমালা সঞ্চার ও বৃষ্টিপাতের আবহ দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে। এর পেছনে বৈশি^ক উষ্ণায়ন, জলবায়ুর নেতিবাচক ধারায় পরিবর্তনের সঙ্গে চলতি বছরে ‘এল নিনো’ অবস্থার ধাক্কাকে দায়ী করছেন আবহাওয়া-জলবায়ু বিশেষজ্ঞগণ। ‘এল নিনো’র প্রভাবে প্রশান্ত মহাসাগরে উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে। সেই সাথে বৃষ্টিরোধক অবস্থা তৈরি হয়েছে। এলোমেলো হয়ে উঠেছে আবহাওয়ার আচরণ। যার প্রভাবে বিশেষত এশিয়ার দেশসমূহে উচ্চ তাপমাত্রায় তীব্র তাপপ্রবাহ, খরা-অনাবৃষ্টি, অতিবৃষ্টি-বন্যা-ঢল, ঘূর্ণিঝড়সহ দুর্যোগের ঘনঘটা বিরাজ করছে।

অনেক সময়েই আবহাওয়ার পূর্বাভাস বাস্তব অবস্থার সাথে মিলছে না। শুধু তাই নয়, চলমান চরম-ভাবাপন্ন আবহাওয়া-জলবায়ু পরিবর্তনের ধারার সাথে ‘এল নিনো’র প্রভাবে ডেঙ্গুসহ বিভিন্ন ধরনের ভাইরাস-জনিত রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে সম্প্রতি আইআরআরসি’র গবেষণায় প্রকাশ পেয়েছে। যা জনস্বাস্থ্যের ক্ষেত্রে সঙ্কট ও ঝুঁকি বৃদ্ধি করছে। নিম্নআয়ের ও মধ্যবিত্তরা চিকিৎসার খরচ মেটাতে গিয়ে হিমশিম অবস্থায় পড়েছেন। বিজ্ঞানরা বলছেন, অতি উষ্ণ ও বৈরী আবহাওয়ায় কমে যাচ্ছে মানুষের কর্মক্ষমতা এবং গড় উৎপাদনশীলতা।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর উড়িষ্যা উপকূলের বিপরীতে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। তবে পরদিনই লঘুচাপটি দ্রুত দুর্বল হয়ে কেটে গেছে। এতে করে উত্তর বঙ্গোপসাগর থেকে মেঘমালা ও বৃষ্টিপাত সঞ্চারের যে আবহ তৈরির সম্ভাবনা সৃষ্টি হয় তা তিরোহিত হয়ে যায়। এর মাত্র এক সপ্তাহ আগেও সমুদ্রে আরেকটি লঘুচাপ ঘনীভূত হওয়ার আগেই দুর্বল হয়ে কেটে যায়। এবার ভরা বর্ষাকালে ও প্রাক-বর্ষায় মে-জুন-জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণসহ) সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত হয়েছে গড়ে ৬৭ শতাংশই কম। তবে বর্ষা শেষেই গেল আগস্টে দেশে ৩৬ ভাগ বেশি বৃষ্টি ঝরে। তবে বর্ষা শেষের এ বৃষ্টিতে মাটির তলায় পর্যাপ্ত পানির রিচার্জ বা পুনর্ভরণ হয়নি।

সারাবছর উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। চলতি সেপ্টেম্বর মাসেও দেশে সার্বিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ঊর্ধ্বে থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। টানা তাপদাহ ও খরা-অনাবৃষ্টির কারণে দেশের অধিকাংশ জেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচের দিকে নামছেই। বর্ষাকাল শেষ হতে না হতেই ফল-ফসল, ক্ষেত-খামারে চাষাবাদে পানির সঙ্কট সৃষ্টি হয়েছে। কৃষকের ব্যয় বেড়েছে বাড়তি কৃত্রিম সেচের পেছনে। সেই সাথে অতি উষ্ণ ও চরম-ভাবাপন্ন আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তারসহ হরেক ধরনের রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া বিভাগ জানায়, বর্ষারোহী মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষণ : মৌসুমী বায়ু হঠাৎ সক্রিয় হওয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৭ মিলিমিটার। ঢাকায় ২২, চট্টগ্রামে ৯৮, রাজশাহীতে ২১, সিলেটে ২৬, খুলনায় ১১, বরিশালে ৬৩ মি.মি.সহ দেশের অনেক জেলায় বৃষ্টিপাত হয়েছে।

তবে রংপুর ও ময়মনসিংহে কোন বৃষ্টি হয়নি। রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় স্বল্প বৃষ্টি হয়েছে। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৬.৪ এবং সর্বনি¤œ বান্দরবানে ২৩.৬ ডিগ্রি সে.। ঢাকায় পূর্ববর্তী তাপমাত্রা ৩৬.৯ থেকে বৃষ্টির সুবাদে নেমে আসে ৩২.৫ ডিগ্রিতে।

পরবর্তী আবহাওয়া পূর্বাভাস প্রতিবেদনে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবার ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা