একদিনে ঝরল আরও ৭ প্রাণ

হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছেই

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন ঢাকার এবং বাকি তিনজন অন্যান্য জেলার বাসিন্দা। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দিন থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪ হাজার ৯৭৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮১৯ জন। এদিকে, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০ হাজার ৫৮৪ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৯২ হাজার ২৬৩ জন। দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০০০ সালে। এরপর থেকে প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মশা মারার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু কেউই তা শুনছে না। চোর না শোনে ধর্মের কাহিনীর মতো অবস্থা হয়েছে। মশা মারার কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়ছে না। এখনই ঢাকার বাইরের হাসপাতালগুলো রোগী সামাল দিতে পারছে না। মশা না মারলে অদূর ভবিষ্যতে চিকিৎসা সেবা না পেয়ে অনেক রোগী মারা যাবে। এখনই মিলছে না আইসিইউ। মশা না মারলে ভবিষ্যতে সারাদেশ আইসিইউ বানিয়েও সামাল দেওয়া যাবে না। মৃত্যুর মিছিলে পরিণত হবে দেশ।
এদিকে ডেঙ্গু রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যাদের অবস্থা খারাপ তারা ঢাকায় আসতে পারে। কিন্তু এখন ডেঙ্গু হলেই ঢাকায় আসার প্রবণতা দেখা যাচ্ছে। এতে আসা-যাওয়ার বিলম্বে অনেক রোগী রাস্তায় মারা যায়। ডেঙ্গু শক সিনড্রোম রোগীদের সাধারণ অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়। ওই অ্যাম্বুলেন্সে থাকে না আইসিইউ। অথচ শক সিনড্রোমের রোগীদের আইসিইউ সাপোর্টে রাখতে হবে। এসব অব্যবস্থাপনা যেন দেখার কেউ নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা গাইডলাইন তৈরি করে সারাদেশের সরকারি- বেসরকারি হাসপাতালে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, ডেঙ্গুতে মৃত্যুর মিছিলের দিকে যাচ্ছে দেশ। তারপরও মশা মরার কোন উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিদিন রোগী বাড়ছে। হাসপাতালে জায়গা নেই। চিকিৎসা সেবার জন্য হাসপাতালে ছোটাছুটি করতে করতেই অনেকে মারা যাচ্ছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত মশা না মেরে শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছে। এতে দেশের মানুষ বিরক্ত। বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা মারার তাগিদ দিয়ে তিনি বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে মশা মারা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের মাঠ পর্যায়ের একমাত্র প্রচার প্রতিষ্ঠান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতর কর্মসূচি হাতে নিয়েছে। সারাদেশে ৬৮ তথ্য অফিস সড়ক প্রচার বা মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করছে। এছাড়া, তথ্য অফিসগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে জনসচেতনতামূলক নানা কনটেন্ট। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদফতরের সদর দফতরে ‹ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়› শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অধিদফতরের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট রাজওয়ান নবীন। কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে অধিদফতরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিদফতরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। কর্মশালার শেষে অধিদফতরের মহাপরিচালক ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে