ইজিপিতে টেন্ডারের অনুরোধ ঠিকাদারদের

রাজনৈতিক নিয়ন্ত্রণে সাতক্ষীরায় ৬ কোটি টাকার দরপত্র

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম

সাতক্ষীরার ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের দরপত্র রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের বাধার কারণে হাসপাতালের প্রায় ৬ কোটি টাকার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারেননি ঠিকাদাররা। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ৫০০ শয্যা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন আব্দুর রশীদ নামে একজন ঠিকাদার। এ অবস্থায় দরপত্র বিজ্ঞপ্তি সংশোধন করে ঠিকাদারদের অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা সম্ভব না হলে টেন্ডার কার্যক্রম স্থগিত করে ইজিপিতে টেন্ডার আহবান করার জন্য অনুরোধ করেছেন তিনি। এদিকে প্রভাবশালীরা এখন প্রতিনিয়ত অভিযোগকারী আব্দুর রশীদকে হুমকি দিচ্ছেন অভিযোগ তুলে নিতে।অবশ্য শুধু আব্দুর রশীদই নয়; এ ব্যাপারে গত ২৮ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার মো. শামীম ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। এর আগে ২৪ আগস্ট পুলিশ সুপারের কাছেও একটি অভিযোগ করেন মো. শামীম।
খুলনার বৈকালীর লাকী মেডিসিন সাপ্লায়ের আব্দুর রশিদ অভিযোগে উল্লেখ করেছেন, গত ২১ আগস্ট চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদনপত্র নিয়ে ৫০০ শয্যা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান রাজনৈতিকভাবে দরপত্র বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি কে কে ক্রয় করবেন তাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে তিনি দরপত্র পাননি। বরং জোরপূর্বক তার চালান এবং আবেদন রেখে দেয়া হয়েছে। সিডিউল দেয়া হয়নি। শুধু এবারই নয় গত দুই অর্থ বছর একই প্রক্রিয়ায় দরপত্র নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই ঠিকাদার। অনভিপ্রেত এই পরিস্থিতি দেখে আব্দুর রশিদসহ অন্যান্য ঠিকাদাররা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন। এই অবস্থায় দরপত্র বিজ্ঞপ্তি সংশোধন করে তা দাখিলের সুব্যবস্থা দাবি জানিয়েছেন আব্দুর রশীদ। যদি সম্ভব না হয় টেন্ডার কার্যক্রম স্থগিত করে ই-জিপিতে টেন্ডার আহবান করার জন্য অনুরোধ করেছেন তিনি। এভাবে টেন্ডার প্রক্রিয়ার কারণে গত দুই অর্থ বছর ধরে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন।
আব্দুর রশীদ, ইঞ্জিনিয়ার মো. শামীম ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ছাড়াও আরও একাধিক ঠিকাদার এ বিষয়ে অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, ৬ আগস্ট সিডিউল বিক্রেতা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের খায়রুল ইসলামের কাছে তারা সিডিউল চান। এর কিছু সময় পরেই সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মাহফুজুর রহমান ও মৎস্যজীবী লীগ নেতা শাহীনসহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত হন। তারা জোর করে ঠিকাদারদের সিডিউল ক্রয়ের সকল কাগজপত্র কেড়ে নেন। এ বিষয়ে মাহফুজুর রহমান ইনকিলাবকে বলেন, দরপত্র ক্রয় ও দাখিলের সময়ে আমি ঢাকাতে ছিলাম। আমি বিষয়টি জানিও না। পাশাপাশি এগুলোতে কখনও জড়িত হই না বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, গত ৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ইউডিসিএল বর্হিভূত ওষুধ, চিকিৎসা ও সল্য চিকিৎসা সরঞ্জামাদি, গজ ব্যান্ডেজ ও তুলা, লিলেন সামগ্রী, এক্স-রে ফ্লিম, ইসিজি পেপার সমূহ, আসবাবপত্র ও কিচেন সামগ্রী এবং আসবাবপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এসব মালামাল সরবরাহের উক্ত দরপত্রের মূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দরপত্র বিক্রয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১০টা হতে ১২ পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী বলেন, জোর করে চালান এবং আবেদনপত্র ছিনিয়ে নেয়ার কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি দেখবো।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশীদ আলম ইনকিলাবকে বলেন, এ ধরণের অভিযোগ এখনো হাতে পাইনি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে