ঢাকা   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০

কোটি অংকের ব্যাংক হিসাব ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম

ব্যাংকে কোটি টাকা রয়েছে- এমন হিসাবের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে আর্থিক সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি চাপের মধ্যেও বড় অঙ্কের জমার হিসাব সংখ্যা বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি রয়েছে; এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের এই আদিকালের ‘কোটিপতি হিসাব’ ব্যবহার নিয়ে আর্থিখ খাতের বিশ্লেষকদের প্রশ্ন রয়েছে। তাদের মতে, এক সময় ‘লাখোপতি’ শুনলে মানুষ মনে করতেন বিশাল বিত্তবৈভবের মালিক। যার লাখ টাকা রয়েছে সেই লাখোপতি। পরবর্তীতে সেটা বাড়িয়ে ‘কোটিপতি’ হয়। মানুষের মধ্যে বলাবলি হতো ওনি কোটি টাকার মালিক (কোটিপতি) এখন সারাবিশ্বের মানুষের মতো বাংলাদেশের বিত্তবানের সংখ্যাও বাড়ছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানসহ নানাভাবে মানুষ অর্থবিত্তের পাহাড় গড়ছে। এখন গণিতের টাকার অংকের বদলে ডলারের অংশে অর্থের হিসাব হয়। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন এবং কুইন্টিলিয়ন অর্থের হিসাব হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেকেলে হিসেবে ‘কোটিপতি’তে পড়ে রয়েছে। মাঝে মাঝেই এভাবে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, দেশে দেশে এতজন কোটিপতি রয়েছে। প্রশ্ন হচ্ছে বর্তমান বাজারে এক কোটি টাকার মালিক কোন পর্যায়ে পড়ে? ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ ১৫-২০ কোটি টাকার এলসি খোলেন ব্যবসায়িক কাজে। কয়েক বছরে দেশের বাজেট শতগুণ বেড়েছে। যে দেশে প্রায় ১ লাখ শিল্প কারখানা গড়ে উঠেছে। সেগুলোতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা-লেনদেন হচ্ছে। এক সময় একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ২ হাজার টাকা মাসিক বেতন পেতেন; এখন ২ থেকে ৩ লাখ টাকাও বেতন পান। একটি পিয়নের চাকরি, একটি দারোয়ানের চাকরি নিতে ৮ থেকে ১০ লাখ টাকা ঘুষ দিতে হয়। সে দেশের ব্যাংকগুলো এখনো সেকেলে কোটিপতির হিসাব প্রকাশ নিয়েই পড়ে রয়েছেন। ব্যাংকিং সেক্টরে দায়িত্বশীলদের এই সেকেলে চেতনা থেকে সরে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত বলে মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা।

২০২৩ সালের জুনভিত্তিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানেই উঠে আসে কোটিপতি হিসাবধারীর সংখ্যা। খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে নানা সঙ্কট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যাঁতাকলে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা। সাধারণ মানুষ সংসারের ব্যয় মেটাতে পারছে না। ছোট ছোট অনেক প্রতিষ্ঠান ব্যবসা করতে পারছে না। ব্যাংকে টাকা জমানো তো দূরের কথা, অনেকে আগের জমানো অর্থ ভেঙে খাচ্ছেন। এমন পরিস্থিতিতেও এক শ্রেণির মানুষের আয় বেড়েছে। এরা হচ্ছে বিত্তশালী বা বড় প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২ টি। যেখানে জমা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছেÑ এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে এক লাখ ১৩ হাজার ৫৫৪টি। কোটি টাকার উপরে এসব হিসাবে জমা ছিল ৭ লাখ ৩১ হাজার ১৩৩ কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪৩ দশমিক ৩৬ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের টাকা।

তিন মাস আগে চলতি বছরের মার্চ প্রান্তিকে আমানতকারীর সংখ্যা ছিল ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি। জমা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৬২৬ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানতের সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার ১৯২টি। এ হিসাবে তিন মাসের ব্যবধানে কোটি টাকার হিসাব বেড়েছে ৩ হাজার ৩৬২টি আর এক বছরের ব্যবধানে বেড়েছে ৫ হাজার ৯৭টি। এক বছর আগেও ২০২২ সালের জুনে কোটি টাকার হিসাব ছিল ১ লাখ ৮ হাজার ৪৫৭টি।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে, এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭৭২ টি। যেখানে জমা ছিল এক লাখ ৮৬ হাজার ৭০৮ কোটি টাকা। পাঁচ কোটি থেকে ১০ কোটির ১২ হাজার ২৪৫টি হিসাবে জমার পরিমাণ ৮৬ হাজার ৬৩১ কোটি টাকা।

এছাড়া ১০ কোটি থেকে ১৫ কোটি টাকার হিসাবের সংখ্যা রয়েছে চার হাজার ৮১টি, ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে এক হাজার ৮৬৫টি, ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে এক হাজার ২৭৬টি, ২৫ কোটি থেকে ৩০ কোটির মধ্যে রয়েছে ৯০৯টি আমানতকারীর হিসাব। আর ৩০ কোটি থেকে ৩৫ কোটি টাকার মধ্যে ৫০৭টি এবং ৩৫ কোটি থেকে ৪০ কোটির মধ্যে রয়েছে ৩৫৩টি, ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকার হিসাব সংখ্যা ৭২২টি। তাছাড়া ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের সংখ্যা এক হাজার ৮২৪টি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতিদের হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে এ আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১৯৭৬ টিতে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬ টি।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

দেশ ৩ দিনের ছুটিতে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী
জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার
সংস্কৃতিকে সকলের নিকট সুগম করতে প্রযুক্তির বিশাল অবদান রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকায় আসবেন সউদী যুবরাজ সালমান
আরও

আরও পড়ুন

ভিডিও বার্তায় সব জানাবেন তামিম

ভিডিও বার্তায় সব জানাবেন তামিম

নওগাঁয় বন্যায় আত্রাই নদীর বেড়িবাঁধে ভাঙন: ভোগান্তিতে হাজার হাজার পরিবার

নওগাঁয় বন্যায় আত্রাই নদীর বেড়িবাঁধে ভাঙন: ভোগান্তিতে হাজার হাজার পরিবার

অস্ট্রেলিয়ার সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

কী ভাবে গুলিতে ঝাঁঝরা খালিস্তানি নেতা নিজ্জর সিং? প্রকাশ্যে ভয়ঙ্কর ফুটেজ

কী ভাবে গুলিতে ঝাঁঝরা খালিস্তানি নেতা নিজ্জর সিং? প্রকাশ্যে ভয়ঙ্কর ফুটেজ

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন টিসিমিকাস

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন টিসিমিকাস

শঙ্কটে চেলসি: কোন পথে পোচেত্তিনোর ভবিষ্যত

শঙ্কটে চেলসি: কোন পথে পোচেত্তিনোর ভবিষ্যত

এখনো থামেনি ‘জাওয়ান’ ঝড়, ২০ দিন শেষে আয় কত?

এখনো থামেনি ‘জাওয়ান’ ঝড়, ২০ দিন শেষে আয় কত?

৫ হাজারী ক্লাবে মাহমুদউল্লাহ

৫ হাজারী ক্লাবে মাহমুদউল্লাহ

ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি সভাপতি শারমিন, সম্পাদক সারোয়ার

ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি সভাপতি শারমিন, সম্পাদক সারোয়ার

বড়দিনে মুখোমুখি হচ্ছেন প্রভাস-শাহরুখ

বড়দিনে মুখোমুখি হচ্ছেন প্রভাস-শাহরুখ

কাতার প্রবাসী তিন বাংলাদেশী সউদীতে নিহত

কাতার প্রবাসী তিন বাংলাদেশী সউদীতে নিহত

বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

আজ গুগলের জন্মদিন

আজ গুগলের জন্মদিন

দেশ ৩ দিনের ছুটিতে

দেশ ৩ দিনের ছুটিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ

জায়েদ-সায়ন্তিকার কারণেই বন্ধ ‘ছায়াবাজ’র শুটিং!

জায়েদ-সায়ন্তিকার কারণেই বন্ধ ‘ছায়াবাজ’র শুটিং!

সমুদ্রের তলায় মসজিদ, কোথায় নির্মিত হবে এই আশ্চর্য্য স্থাপত্য?

সমুদ্রের তলায় মসজিদ, কোথায় নির্মিত হবে এই আশ্চর্য্য স্থাপত্য?

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার

তামিম প্রশ্নে যা বললেন মাশরাফি

তামিম প্রশ্নে যা বললেন মাশরাফি