ভৈরব-টু-সিলেট রোডমার্চ আজ
২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
রাজনীতিতে উদারপন্থি দল হিসেবে সিলেটে বিএনপির জনসমর্থন বেহিসাব। ঘরে ঘরে রয়েছে এই দলের সরব-নিরব সমর্থক। সেই সাথে লাগামহীন বাজার ব্যবস্থায় ক্ষুব্ধ দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। বাজারের অগ্নি গোলাকের তাপে পুড়ছে সরকার সমর্থকরাও।
কিছু না বললেও চাপা ক্ষোভ কারো কম নয়। সময়ের এমন অস্থিরতায় বিএনপির কর্মসূচি ঘিরে সিলেটে আমজনতা স্বপ্ন বুনছে দিন বদলের। এতে করে নিদারুন চাঙ্গা সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। আজ বিএনপির রোডমার্চ পৌঁছবে সিলেট। সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। রোডমার্চে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ রকমফের যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থাকবে। রোডমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ হবে। সর্বশেষ সমাবেশ হবে সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে। এই লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি।
বিএনপি জানিয়েছে, রোডমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিকে, সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল ৪টায়। এতে লাখো মানুষের সমাগম ঘটাতে চেষ্টা করছে দলটি। সিলেট বিভাগের যুবদল নেতারা ছাড়াও কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা এ কর্মসূচিতে থাকবে। কর্মসূচি সফলে সিলেট জেলার ১৮ ইউনিট থেকে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। গতকাল দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন চেয়ারপার্সন উপদেষ্টা ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, এই কর্মসূচি অন্য রাজনৈতিক কর্মসূচির মতো নয়। এটা গোটা জাতির বাঁচা-মরা ও অস্তিত্বের কর্মসূচি। সে কারণে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে স্মরণকালের সর্ববহৎ সামবেশ অনুষ্ঠিত হবে সিলেট আলিয়া মাদরাসা মাঠে। সকলকে সরকার পতনের এক দফা দাবির সমাবেশে অংশ গ্রহণের আহবান জানান তিনি। সমাবেশ প্রসঙ্গে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, রোডমার্চ ও সমাবেশ সফল করতে সিলেটে বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতিমূলক বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিংসহ প্রচারণামূলক নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে বিএনপির নেতারা বলেছে, সরকার পতনের এক দফা দাবির এই রোডমার্চটি আগে ছিল তারুণ্যের রোডমার্চ। এখন সেটি বিএনপির রোডমার্চ হবে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। বিশেষ নজর থাকছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের।
বিএনপির নেতারা জানান, সিলেটের রোডমার্চ কর্মসূচি উদ্বোধন করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোডমার্চে নেতৃত্ব দিয়ে তারা সিলেট পৌঁছাবেন। প্রথমে ভৈরব পথসভার মাধ্যমে রোডমার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে আরেকটি পথসভা হবে। ব্রাহ্মণবাড়িয়া নেতাকর্মীদের নিয়ে হবিগঞ্জ এসে আরেকটি পথসভা করবে বহরটি। এরপর মৌলভীবাজারের শেরপুরে বিএনপির উদ্যোগে পথসভার আয়োজন করা হয়েছে। এ পথসভা শেষ করে বহরটি ঢুকবে সিলেটে। সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সিলেট থেকে শেরপুরে গিয়ে বহরের নেতাকর্মীদের রিসিভ করে সিলেটের পথে রওনা দিবেন। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আসবে রোডমার্চের বহর। পরে সিলেট বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত হবে সমাবেশ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক