আওয়ামী লীগ সমাবেশে টাকা দিয়ে কামলা আনবেন না
২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, টাকা দিয়ে সমাবেশে কামলা নিয়ে আসবে না, নেতাকর্মী নিয়ে আসবেন। সমাবেশে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এসে চেহারাটা দেখিয়ে আবার উল্টা বাড়ি ফিরে যান। ব্যানার হাতে নিয়ে মিছিল করে সমাবেশে আসার পর বারবার বলা হয় ব্যানার নামানোর জন্য, কিন্তু ব্যানার নামানো হয় না, এটা দৃষ্টিকটু। গতকাল বুধবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় থাকতে পারেনি। ঘরবাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ছেলের সামনে মাকে ধর্ষণ, বাবার সামনে ছেলেকে হত্যা করা হয়েছিল। এ রকম হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। এ ইতিহাস ভুলে গেলে হবে না। তিনি আরো বলেন, সরকার পতনের এক দফা নিয়ে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়ে যাচ্ছে। কখনো আন্দোলন, কখনো রোডমার্চ কখনো পথসভা এসব দিয়ে সরকারকে পতন করা যাবে না। এর আগেও ২০১৩-১৪ সালে বিএনপি সরকার পতন করার জন্য আগুন সন্ত্রাস করে শতশত সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু দেশের মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। বরং বিএনপিকে প্রতিহত করেছে। বিএনপি আবারও কোনো ষড়যন্ত্র করলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে।
মির্জা আজম বলেন, গত এক বছর ধরে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ আওয়ামীমনা সব সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে আছে। বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীন দলে থেকেও একইভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিট কমিটির কথা উল্লেখ করে মির্জা আজম বলেন, কিছু নেতাকর্মী মিটিং-মিছিলে ব্যানার নিয়ে আসেন। সমাবেশে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এসে চেহারাটা দেখিয়ে আবার উল্টা বাড়ি ফিরে যায়। সমাবেশ শুরু হয় নাই, নিজের পছন্দের নেতা যে আছে তার ছবি দিয়ে ব্যানার করে তাকে দেখিয়ে বাড়ি ফিরে যান। বারবার বলার পরও ব্যানার নামানো হয় না, এটা দৃষ্টিকটু। ইউনিট, ওয়ার্ড কমিটি নাই, সবাই নেতা হতে আসেন। তাই নিজের পরিচয় দিতে চান। যারা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার করে মিছিল নিয়ে সমাবেশে আসেন বলার সঙ্গে সঙ্গে ব্যানার নামাতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বড় করে ছবিসহ ব্যানার যারা ধরে রাখেন তারা জানেনই না এটা কার ব্যানার ধরে রেখেছেন, কে তার নেতা। তাই বারবার বলার পরও তিনি ব্যানার ধরে রাখেন, ব্যানার নামান না। যিনি ব্যানার ধরে রাখেন তাকে হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে। তিনি নেতার নাম জানেন না। তিনি হলেন কামলা। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন। এই ধরনের কোনো লোককে সমাবেশে আনবেন না। কামালদের মিটিংয়ে ও সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন। আগামী ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি আছে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা সফল করতে হবে। যেসব নেতাকর্মী মিটিংয়ে আসবে, তাদের প্রত্যেকে মিটিং শেষ না হওয়া পর্যন্ত মিটিংয়ে থাকতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে বর্ধিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম
প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস