টার্গেট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের খরচ হিসেবে ৫০০ কোটি টাকা চায় পুলিশ ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান; চলছে বদলি আর প্রমোশনের হিড়িক আগামী নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যরা প্রস্তুত, আইজিপি

সাজানো হচ্ছে পুলিশ প্রশাসন

Daily Inqilab সাখাওয়াত হোসেন

২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন চলছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ‘বিশ্ব মডেল’ নির্বাচন ইস্যুতে ‘নতুন ভিসা নীতি’ ঘোষণা করেছে। তাদের বার্তা হচ্ছে ২০১৪ ও ২০২৮ সালের মতো পাতানো নির্বাচন হলে কঠোর পদক্ষেপ। দেশে রাজপথের আন্দোলন ও আন্তর্জাতিক মহলের এমন চাপের মধ্যেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার নিজেদের মতো করে ‘অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের সকল পদেই গুছানো শুরু হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে সময় বাড়ানো হয়েছে। র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়েছে গত ২৩ মে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এর আগে দেশের প্রায় সকল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার এবং এসপি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। এছাড়া দেশের সকল থানার ওসিদের গত তিন মাসে পর্যায়ক্রমে রদবদল করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালকের চাকরির মেয়াদ আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত ৬ মাসের জন্য বর্ধিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে এ ধরনের বদলি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ। তারা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এ রকম দফায় দফায় পুলিশে এবং প্রসাশনে বদলি করা হয়। এই রদবদল তারই একটি ধারাবাহিকতা। তবে এই ধরনের রদবদল এখানেই শেষ নয়, নির্বাচনের আগে আরও কিছু রদবদল হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের (এসপি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে, এজন্য অনেকেই একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। ডিসি এবং এসপিরা বদলি হওয়ার আগে প্রায় ৩ বছরের জন্য একটি জেলায় নিযুক্ত হন। নির্বাচনের সময় জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং এসপিরা নিজ নিজ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন। জেলাগুলোতে সরকার এ জন্যই নতুন ডিসি ও এসপি নিয়োগ দিয়েছেন। কারণ তারা যেখানে কাজ করবেন তার সাথে পরিচিত না হলে নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না। পুলিশ বিভাগে রদবদলের পাশাপাশি ৭২০ জন শীর্ষ পদস্থ পুলিশ কর্মকর্তার ইন-সিটু প্রমোশন (একই পদে অধিষ্ঠিত এবং পদোন্নতির পরে একই দায়িত্ব পালনকারী কর্মকর্তা) প্রক্রিয়া চলছে। পুলিশ সদরদপ্তর ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৬ সেপ্টেম্বর হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অতীতের সব নির্বাচন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সফলতা দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রত্যেকটি সদস্য প্রস্তুত আছে।

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার প্রেসিডেন্টের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। সে ক্ষেত্রে ওই দিনই নতুন কমিশনার হিসেবে হাবিবুর রহমানের যোগ দেয়ার কথা। হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের সদর থানার চন্দ্র দিঘলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। তিনি কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দু’বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও হিজড়াদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পেছনেও তার ভূমিকা রয়েছে। তিনি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

নির্বাচনে পুলিশ চায় ৫০০ কোটি টাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ বরাদ্দের প্রস্তাব সংশোধন করে পুলিশ এবার ৫০০ কোটি টাকা চেয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই-বাছাই করছে। কত বরাদ্দ দেয়া হবে সে বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। এর আগে গত বছরের অক্টোবরে ১ হাজার ২২৬ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় নতুন করে আবার প্রস্তাব দেয়া হলো।

পুলিশের সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে সরকারবিরোধী দলগুলোর আন্দোলন আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। সে ক্ষেত্রে নাশকতা ও সহিংতাও বাড়তে পারে বলে তারা মনে করছে। ওই চিঠিতে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সরঞ্জামাদি কিনতে অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে অনুরোধ করা হয়েছে। গত জাতীয় নির্বাচনের আগেও পুলিশের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছিল। ওই সময় বরাদ্দ ছিল ২৭২ কোটি টাকা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আসছে জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বরাদ্দ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মাস তিনেক আগে নির্বাচনে খরচের জন্য একটি বাজেট চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন ও নির্বাচন-পূর্ববর্তী আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য দাঙ্গা দমনসামগ্রি ও অপারেশনালসামগ্রি সংযুক্ত না হলে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া কঠিন হবে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তাও বিঘিœত হবে। সামনের দিনগুলোতে আন্দোলন হবে। সরকারবিরোধীরা বড় ধরনের নাশকতাও চালাতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, দিন যতই যাচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আর এ কারণে যানবাহন ও নিরাপত্তা সরঞ্জামাদি কেনা জরুরি হয়ে পড়েছে। এমনিতেই পুলিশের যানবাহনের সংখ্যা তুলনামূলক অনেক কম। গুলি, রাবার বুলেট, টিয়ার সেলসহ অন্যান্য সরঞ্জাম আরও লাগবে। এর আগে ১ হাজার ২২৫ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। বরাদ্দের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। এ অবস্থায় নতুন করে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে পুলিশ সদর দপ্তর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পুলিশের বাড়তি অর্থ বরাদ্দ চাওয়া একদম যৌক্তিক। পুলিশের যানবাহনসহ নিরাপত্তা সরঞ্জামাদি কেনা জরুরি। সামনের দিনগুলোতে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আগামী জাতীয় নির্বাচনেও বড় ধরনের সহিংসতা হওয়ার আশঙ্কা আছে। এসব বিষয় মাথায় রেখে পুলিশের প্রস্তাবগুলো পাস করার চেষ্টা চলছে। শিগগির বিষয়টি সুরাহা হবে।

সম্প্রতি সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করা হয়। এই রদবদল প্রক্রিয়ায় রাজশাহী ও খুলনার পুলিশ কমিশনার পদে পরিবর্তন আনা হয়। এছাড়া বরিশাল, রংপুর এবং রাজশাহীর রেঞ্জ ডিআইজি পদে পরিবর্তন আনা হয়। রদবদলের প্রজ্ঞাপন আদেশ অনুযায়ী, সিআইডির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) একেএম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে পুলিশ কমিশনার (ডিআইজি) রাজশাহী, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহীর রেঞ্জ ডিআইজি করা হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনকে রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. জামিল হাসানকে বরিশাল রেঞ্জ ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলে ও ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। বদলি হওয়া ৩৫ জন অতিরিক্ত ডিআইজির মধ্যে রয়েছেন-গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌপুলিশে, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসনকে এসবিতে, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার সামসুন নাহারকে পুলিশের এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে এসবিতে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএ জলিলকে পুলিশ সদর দপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে অধিনায়ক কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আবদুল মান্নান মিয়াকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে আরএমপির অতিরিক্ত কমিশনার এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, র‌্যাবের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট, রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট মো. আব্দুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আবু সায়েমকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিমকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এসএম আশরাফুজ্জামানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।একই প্রজ্ঞাপনে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে র‌্যাবের পরিচালক, বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, এসবির অতিরিক্ত ডিআইজি মোহা. আহমার উজ্জামানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. রেজাউল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এছাড়া সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনে-নীলফামারীর এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এর এসপি মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
আরও

আরও পড়ুন

প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক  আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প

বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প

সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির

খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের

খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয়  বাংলা

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন

জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন

বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন

বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন

নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের  দায়িত্বভার গ্রহণ

নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ

দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক

দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক

ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা  ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা  ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের