আজ জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Daily Inqilab সালাহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিয়ে তিনি টানা ১৪ বার এবং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ১৯ বার জাতিসংঘে ভাষণ দেবেন। যা জাতিসংঘের ইতিহাসে রেকর্ড হতে চলেছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিস্টরা জানান, আজ বেলা ১টা থেকে বেলা ২টার মধ্যে শেখ হাসিনা জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন সন্ধ্যায় তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিশ্বনেতারা এবারের ৭৮তম ইউএনজিএ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে জমায়েত হয়েছেন। আন্তর্জাতিক এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘আস্থা পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্ব ত্বরান্বিত করতে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত সমাবেশ এবং বিএনপি’র নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। তেমনি জাতিসংঘে ভাষণের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ এবং বিএনপি’র নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে। এজন্য উভয় দলের পক্ষ থেকে পুলিশের অনুমতি নেয়া হয়েছে।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে যোগদান ও তার কর্মকান্ড নিয়ে বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানের লটে নিউইয়র্ক প্যালেস-এ সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং-এর তৃতীয় দিনে বলেছেন, এদিন ১২টি সাইড লাইন সভায় বাংলাদেশ অংশ নিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে ছিলো- প্যানডামিক প্রিভেনশন বিষয়ক হাইলেভেল সভায় যোগদান, জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ স্বাক্ষর, বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক বার্ষিক সভা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ১৮তম এশিয়া কো-অপারেশন ডায়লয়গ (এসিডি)-তে অংশগ্রহণ, উচ্চ পর্যায়ের ব্রেকফাস্ট সামিট অন ক্লাইমেট মোবিলিটি ও এফএফডি-তে বক্তব্য প্রদান, নেদারল্যান্ডস-এর বৈদেশিক বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক বিশেষ দূত রাশাদ হুসেইন এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বিশেষ দূত রাশাদ হুসেইন এর মধ্যকার বৈঠকে রোহিঙ্গা মুসলমানসহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত রাশাদ হুসাইন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উদ্যোগের প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের সাম্প্রতিক আইন প্রনয়ন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা নিরসনে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনের উপযোগিতা তুলে ধরেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনের শুরুতেই ড. মোমেন বলেন, বাংলাদেশের জন্য সুখবর রয়েছে। অবশেষে সিঙ্গাপুর ঢাকায় তাদের কনস্যুলেটের পরিধি বাড়িয়ে হাই কমিশন করার সিদ্ধান্ত জানিয়েছে। এটি বাংলাদেশ আর দেশের মানুষের জন্য সুখবর। কেননা, বিপুল সংখ্যক বাংলাদেশী সিঙ্গাপুরে ব্যবসা-বাণিজ্য করেন, চাকুরী করেন। এতে তাদের সুযোগ-সুবিধা বাড়বে, দু’দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি পাবে।

অপরদিকে জাতিসংঘ সদর দফতরে প্রতিনিধি ডাইনিং রুমে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আলোকে বলেন, নারীদের জীবনে ইতিবাচক সিদ্বান্ত গ্রহণে প্রভাব ফেলতে তাদের অবশ্যই নেতৃত্বের অবস্থানে থাকতে হবে। আমাদের কর্মকান্ডকে অংশগ্রহণ থেকে নেতৃত্বে উন্নীত করতে হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে জাতিসংঘকে অবশ্যই উদাহরণ সৃষ্টি করতে হবে। এটা দুঃখজনক যে জাতিসংঘের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। সময় এসেছে, আমরা শিগগিরই একজনকে পাবো। ড. মোমেন বলেন, ইতোপূর্বে বাংলাদেশ দু’জন বাংলাদেশি নারীকে জাতিসংঘের সরকারী মহাসচিব মনোনীত করতে পেরেছে এবং তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নারীরা কূটনীতি তথা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও জাতিসংঘের শান্তি মিশনসহ সকল ক্ষেত্রেই নিজ নিজ গুণে আবদান রাখছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সকাল পৌনে ৮টা ৪২ মিনিট) দিকে নিউইয়র্কে পৌঁছান। উঠেন নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ ‘লাটে নিউইয়র্ক প্যালেস’-এ। যেটি এখন প্রধানমন্ত্রীর আবাসস্থল। স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় (নিউইয়র্ক সময়) ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। তিনি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন।

প্রধানমন্ত্রী লন্ডনে তিন দিন অবস্থানের পর ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
আরও

আরও পড়ুন

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ

খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ

খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন

আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩

আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩

মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম

প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম

তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর  বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান

তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান

দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২

দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২