ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
পানিবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু : ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ভাগ্যক্রমে বাঁচল শিশু কিন্তু চার মৃত্যুর দায় কার?

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

রাজধানীর মিরপুরে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের করুণ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই পরিবারের তিনজন মারা যাওয়ায় পুরো এলাকাজুড়ে চলছে মাতম। যদিও ভাগ্যক্রমে বেঁচে যায় সাত মাসের শিশু। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়েই ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা। তবে দায় নিতে নারাজ বিদ্যুৎ অফিস।
গত বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার অন্যান্য এলাকার মতো মিরপুরের শিয়ালবাড়ি এলাকার হাজি রোডও পানিতে তলিয়ে যায়। সেখান দিয়ে যাওয়ার সময় জমে থাকা হাঁটুপানিতে পড়ে এলাকার বাসিন্দা মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা (২৫), তাদের মেয়ে লিমা (৭) এবং সাত মাসের শিশুসন্তান হোসাইন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের উদ্ধার করতে এগিয়ে যান অটোরিকশা চালক অনিক। তিনি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পারেননি। ফলে ওই পরিবারের সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
যে দোকানের সামনে এ ঘটনা, সেই ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মো. জামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, চোখের সামনেই ছটফট করতে দেখেছি। মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে চারজন মারা গেছেন। এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পানিতে পড়ে যাওয়ার পর বিদ্যুতায়িত হয়ে সাত মাস বয়সী শিশু হোসাইন যখন হাবুডুবু খাচ্ছিল, তখন এক ব্যক্তি দেখে তার পা ধরে টেনে তোলেন। এরপর সেখানে থাকা নারীর হাতে তাকে তুলে দেয়ার পরই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছোটাছুটি শুরু করেন ওই নারী। পরে তাকে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া অন্য এক জায়গায় চারজন পড়ে আছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যায় মিজানের সাত মাসের ছোট্ট শিশু হোসাইন একই সঙ্গে হারিয়েছে বাবা-মা আর বড় বোনকে। আক্রান্ত হয়ে নিজেও ভর্তি হয়েছিল হাসপাতালে। বর্তমানে সে মিরপুরে স্বজনদের কাছে আছে। এ ঘটনায় পাগলপ্রায় তাদের পরিবার।
কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? স্থানীয়দের অভিযোগ, আশপাশের বেশকিছু গ্যারেজ ও বস্তির বেশির ভাগ বাড়িতেই অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয়া। সেগুলোর কোনো একটি তার ছিঁড়েই ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। যদিও স্থানীয়দের বেশির ভাগই ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
আর বিদ্যুৎ অফিসের দাবি, তাদের লাইনের কোনো তার ছিঁড়ে পড়েনি সেখানে। তবে অবৈধ সংযোগের বিষয়টি এড়িয়ে যান ডেসকোর রূপনগর বিদ্যুৎ অফিসের কমপ্লেইন সুপারভাইজার এস এম মুঞ্জুর রশিদ।
এই কর্মকর্তা বলেন, ঘটনার পরই আমাদের দল সেখানে যায়। দেখা যায় আমাদের লাইন সম্পূর্ণ নিরাপদ আছে। কোথাও কোনো তার ছিঁড়ে পড়েনি। দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান স্বজনরা। নিহত মিজানের গ্রামের বাড়ি বরিশালে। তিনি ঢাকায় শরবত, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ঝিলপাড় বস্তিতে। আশপাশের কয়েক হাসপাতালে ঘুরলেও কোথাও বাচ্চাটিকে ভর্তি করানো যায়নি উল্লেখ করে বৃষ্টি (৩০) বলেন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে হোসাইনকে ছেড়ে দেন চিকিৎসকেরা।
শিশু হোসাইনের দাদা নাসির হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকালেই মিজান পরিবারসহ বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় ফিরেছেন। এরপর তিনি যান শ্বশুরবাড়িতে। সেখানে থেকে সন্ধ্যার পর বাসায় ফিরছিলেন। পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার নাতি হোসাইনের হাত ও পিঠে আঘাত লেগেছিল। সে এখন তার নানির কাছে আছে। নিহত অনিকের বাবা বাবুল মিয়া বলেন, মিজান যখন বিদ্যুৎস্পৃষ্ট হন, তখন তার কাঁধে ছিল হোসাইন। তিনি হোসাইনকে বাঁচানোর জন্য একদিকে ছুড়ে মারেন। অনিক পানির মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এ ঘটনাটি ঘটে ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায়। রাস্তার বিদ্যুতের খুঁটি থেকে অনেক অবৈধ সংযোগ বস্তিতে গেছে। বৃষ্টি ও বাতাসের কারণে একটি অবৈধ সংযোগের লাইন রাস্তায় পড়ে যায়। রাস্তায় যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন আর ওই তারটি দেখা যায়নি। সেই ছিঁড়ে পড়া লাইনেই বিদ্যুতায়িত হয়ে মারা যায় চারজন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই ঘটেছে। বস্তিতে অনেক অবৈধ বিদ্যুৎ সংযোগ রাস্তার এই পার থেকে নেওয়া। এসব অবৈধ সংযোগ লাইনের মধ্যে থেকে একটি ছিঁড়ে পানিতে পড়ে যায়। আমরা দাবি জানাচ্ছি, এ অবৈধ বিদ্যুৎ সংযোগের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। এ ছাড়া নিহতদের স্বজনরা আমাদের কাছে একটি অভিযোগ করেছেন অবহেলাজনিত মৃত্যুর বিষয়ে। অভিযোগটি মামলা আকারে দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে এই ৪ মৃত্যুর পেছনে আর কারো কোনো দায় আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব।
ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু: রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল বলেন, আমরা ঠিকাদারের অধীনে দিন মজুরিতে শ্রমিক হিসেবে কাজ করি। দুপুরের দিকে দেলোয়ারসহ আমরা কয়েকজন শ্রমিক ওয়ারী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের চন্দ্র মোহন বসাক লেনে ড্রেন সংস্কারের কাজ করছিলাম। এ সময় শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শে অচেতন হয়ে যান দেলোয়ার। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দেলোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা। তিনি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা