রাসূল (সা.)-কে নিজের জীবনের চাইতে অধিক ভালোবাসতে হবে
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
রাসূল (সা.)-কে মনপ্রাণ উজার করে ভালোবাসা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতসহ সকল ধরনের উত্তম নেয়ামত প্রাপ্তির জন্য অবশ্যই প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-কে নিজের জীবনের চাইতে অধিক ভালোবাসতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি মিলবে অন্যথায় আজাব-গজব, বিপর্যয়-সঙ্কট থেকে পরিত্রাণের উপায় নেই। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব এসব কথা বলেন।
গতকাল রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান খুৎবা-পূর্ব বয়ানে বলেন, রাসূলের উম্মত হওয়ার কারণে যেমনিভাবে আমরা সর্বযুগের সর্ব নবী-রাসূলগণের উম্মতের থেকে মর্যাদাসম্পন্ন ঠিক তেমনি রাসূল (সা.)-এর আদেশ-নিষেধ অমান্য করলে সর্ব নিকৃষ্ট স্থানে আপতিত হতে হবে। রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আনুগত্যের গুরুত্ব ও তাৎপর্য বুঝাতে গিয়ে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে খতিব বলেন, আল্লাহ তায়ালা বলেন, হে ইমানদারগণ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর সেসব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ইমান এনে থাকো। এটিই একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটিই উৎকৃষ্ট (সূরা আন নিসা : ৫৯)। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে-অপরের আহ্বানের মতো গণ্য করো না; তোমাদের মধ্যে যারা একে-অপরকে আড়াল করে অলক্ষ্যে সরে পড়ে আল্লাহতো তাদেরকে জানেন। কাজেই যারা তাঁর আদেশের বিরুদ্ধাচারণ করে তারা সতর্ক হোক যে, বিপর্যয় তাদের ওপর আপতিত হবে অথবা আপতিত হবে তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি (সূরা আন নূর : ৬৩)। এ সকল আয়াত দ্বারা এটি স্পষ্ট যে, রাসূল (সা.)-এর আদেশের বিরুদ্ধাচারণের ফলে আমরা কতটা ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে পারি। আজকে পরিবার থেকে আন্তর্জাতিক সকল পর্যায়ে রাসূল (সা.)-এর আদেশের বিরুদ্ধাচারণ বিরাজমান। রাসূল (সা.)-এর আদেশ-নিষেধ, সুন্নত তো মানছিই না উপরোন্ত তাঁকে অবমাননাকর যা কিছু রয়েছে সেগুলো আঁকড়ে আছি। ভুলে গিয়েছি মৃত্যু পরবর্তী জীবনের কথা, ভুলে গিয়েছি আমাদের প্রত্যাবর্তন মহান রবের নিকট। রাব্বুল আলামীন বলেছেন তাঁকে ভালোবাসতে হলে, তাঁকে পেতে হলে রাসূল (সা.)-কে ভালোবাসতে হবে। একটি বারও কি ভেবেছেন কেন উৎকৃষ্ট মর্যাদাসম্পন্ন উম্মতগণ আজ আল্লাহর ক্রুধে ক্রমান্বয়ে নিষ্পেষিত হচ্ছে? প্রাকৃতিক বিপর্যয় ক্রমশ কেনই বা তাদের বিধ্বস্ত করছে? হাহাকার, অস্থিরতা, অতৃপ্তি লেগেই আছে কেন? এ সকল প্রশ্নের উত্তর ‘আল্লাহর অসন্তুষ্টি’। রাসূলের প্রতি ভালোবাসা, তাঁর প্রতি অনুগত থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। সকল ধরনের বির্পযয় থেকে আমরা মুক্ত থাকতে পারি কেবলই রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে। মানব জীবনের সকল স্তরে যদি আল্লাহ নিদের্শিত এবং রাসূল (সা.) প্রদর্শিত নির্দেশাবলীর প্রতিফলন না ঘটে তবে তা হবে আনুগত্যহীন কাজ এবং তা এক পর্যায়ে মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। এ ব্যাপারে কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামীন বলেন, হে নবী! তাদেরকে বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন লোকদের মহব্বত করবেন না যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে (সূরা আল ইমরান : ৩২) । অপর আয়াতে আল্লাহপাক বলেন, হে নবী! লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দিবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তাদেরকে বলো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো (সূরা আলে ইমরান : ৩১)। খতিব বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আনুগত্য করার ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশনা এসেছে কোরআনে কারিমে। নবী করিম (সা.)-এর কোনো ফয়সালা, নিয়মাবলী ও কার্যাবলীর ব্যাপারে সামান্যতম কোনো ভিন্নতার মনোভাব পোষণ করলে তারা মুমিন হিসেবে গণ্য হবে না। আল্লাহ বলেন, কিন্তু না, হে মুহাম্মদ! তোমার রবের কসম, এরা কখনও মুমিন হতে পারে না, যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে নেবে না, তারপর তুমি যা ফায়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে যেকোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে (সূরা আন নিসা : ৬৫)। যারা আল্লাহর রাসূল (সা.)-কে ভালোবাসে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা দেনÑ তারা আল্লাহর দল, মনে রেখো, নিশ্চয় আল্লাহর দলের লোকেরাই সফল (সুরা মুজাদালাহ : ২২)। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হরজত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু যে অস্বীকার করেছে সে ছাড়া। রাসূল (সা.)-এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূলের দলভুক্ত হয়ে দুনিয়া ও আখিরাতে সফলকাম হই। দুনিয়াবি সকল বালা-মুসিবত থেকে রক্ষার পাথেয় হিসেবে আল্লাহর রাসূলের মুহাব্বতকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, রাসূল (সা.)-এর শুভাগমনে আনন্দে মাতোয়ারা নিখিল বিশ্ব। ১২ রবিউল তার শুভ জন্ম। তিনি আমাদের প্রিয় নবী ও আল্লাহ প্রেরিত রাসূল । তার ভালোবাসায় সিক্ত সমগ্র পৃথিবী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিকটেই তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। তাইতো সে যুগের মানুষেরা তাকে স্নেহ ও শ্রদ্ধাভরে সবাই আল আমিন বলে ডাকত। আজও প্রতিটি মুসলমান নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবনের চেয়েও অধিক মুহব্বাত করেন, ভালোবাসেন। এ জন্যই মুসলমান নিজের মান-সম্মান, ইজ্জত-আব্রু, জানমাল সব কিছুই বিসর্জন দিতে পারে কিন্তু রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো প্রকার ক্ষুদ্রতম অবমাননাও সহ্য করতে সক্ষম হয় না। ঠিক নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও মানুষসহ সকল সৃষ্টিজীবের প্রতি ছিল অকৃত্রিম মহব্বত ও ভালোবাসা। মানুষকে তার ইহ ও পারলৌকিক কল্যাণের জন্য নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার প্রতি কঠোর নির্দেশ দেয়া হয়েছে পবিত্র ইসলাম ধর্মে। কারণ রাসূল (সা.)-এর মুহব্বাত ঈমানের অঙ্গ। দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। তার ভালোবাসা মুমিনের পরিচয়। যার অন্তরে তার মুহব্বাত ও ভালোবাসা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যার অন্তরে তার মুহব্বাত নাই সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার (নবীর) অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। (সুরা, আল ইমরান, আয়াত নং-৩১)। হযরত রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে মুহব্বাত করল সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযি শরীফ, হাদীস নং-২৬৭৮)। আল্লাহ আমাদের সকলের অন্তরে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহব্বাত সৃষ্টি করে দেন। আমিন। মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ফিরোজী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল শুরু হয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও মৃত্যুর মাস হিসাবে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদা বহন করে। রাসূল (সা.)-কে ভালোবাসা এবং জীবনের সব ক্ষেত্রে তাকে অনুসরণ করা ইমানের অংশ। বিশিষ্ট সাহাবী আনাস (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার নিজ পিতা-মাতা, সন্তান-সন্তুতি ও সকল মানুষ হতে প্রিয় না হবো। (বুখারি হাদিস- ১৫)।
খতিব আরও বলেন, রাসূলের প্রতি ভালোবাসা নির্দিষ্ট কোনো মাস বা দিনের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং যারা শুধুমাত্র রবিউল আউয়াল মাসে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাদের এই আমল সংশোধন হওয়া দরকার। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে রাসূল (সা.) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে (জীবনের সব ক্ষেত্রে) আমাকে অনুসরণ করো। যাতে আল্লাহ তায়ালাও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। (সুরা আল-ইমরান : আয়াত ৩১)। রাসূলের (সা.) জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তায়ালা এবং পরকালের আশা রাখে ও আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ’। (আল আহযাব : ২১)। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে রাসূলের (সা.) আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা