বরিশালে আড়িয়াল খাঁ নদ ও জয়ন্তী নদীর ভাঙনের কবলে ১৯ গ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বরিশালের মুলাদীর আড়িয়াল খাঁ নদ ও জয়ন্তী নদীর ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারসহ ১৯টি গ্রাম ভয়াবহ হুমকির মুখে। বর্ষা মৌসুম শেষে আশ্বিনের অব্যাহত অতি বৃষ্টি এবং নদ-নদীর পানি স্বাভাবিকের মধ্যে থাকলেও উজানের ঢলের প্রবল স্রোতে দুটি নদীর ভাঙনে গ্রামগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পাশাপাশি রাতের আঁধারে নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে দাবি এলাকাবাসীর। এলাকাবাসী অবিলম্বে ভাঙন প্রতিরোধ ব্যবস্থাসহ নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
আড়িয়াল খাঁ নদীর ভাঙনে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর, রামারপোল, চর নাজিরপুর, ঘোষেরচর গ্রামের অনেক এলাকা বিলীন হয়ে গেছে। অতি সম্প্রতি প্রায় অর্ধশত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। একই নদের ভাঙনে বাটামারা ইউনিয়নের আলীমাবাদ, সেলিমপুর, পূর্ব সেলিমপুর, চর বাটামারা গ্রাম, চরকালেখান ইউনিয়নের চরকালেখান, পশ্চিম চরকালেখান, পশ্চিম বানীমর্দন, চরকালেখান নোমরহাট এলাকা ভেঙে যাচ্ছে।
অপরদিকে জয়ন্তী নদীর ভাঙনে উপজেলার মৃধারহাট, বেপারীর হাট ঝুটপট্টি, মুলাদী সদর ইউনিয়নের নন্দীর বাজার, মুলাদী তের চর রাস্তার মাথা, কুতুবপুর লঞ্চঘাট, চর লক্ষ্মীপুর গ্রামে ভাঙনের সৃষ্টি হয়েছে।
চর কালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার জানান, জয়ন্তী নদীর ভাঙনে মৃধার হাটের অনেক দোকান নদীগর্ভে চলে গেছে। ধীরে ধীরে বাজারটি ছোট হয়ে যাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন এবং বর্ষায় পানিবৃদ্ধির ফলে ভাঙন তীব্র হয়েছে বলেও জানান তিনি। নদী ভাঙনে পূর্ব বানীমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, নোমরহাট বাজার হুমকির মুখে পড়েছে।
সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, জয়ন্তী নদীর ভাঙনে কয়েক হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। ইতোমধ্যে নদী ভাঙনে ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে গেছে। হুমকির মুখে রয়েছে সফিপুর মাধ্যমিক বিদ্যালয়। ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু জানান, ‘নদী ভাঙন রোধে ইতোমধ্যে মৃধারহাট, সফিপুর চরমালিয়া, সেলিমপুর, আলীমাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকায় স্বল্প মেয়াদী দরপত্রের মাধ্যমে ৩১টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ভাঙনকবলিত বাকী এলাকাগুলো রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে’ বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাপ্পী বলেন, মুলাদী উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলো একটি প্রকল্পে অর্ন্তভুক্ত করা হয়েছে। প্রকল্পের অনুমোদন হলে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলাসহ অন্যান্য পদক্ষেপ নেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে
স্থানীয় সরকার ব্যবস্থা বা সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি; স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান
ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা
চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব
আউটসোর্সিংয়ে নিয়োগ দুর্নীতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি!
স্থানীয় সরকার একটি সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি: সংস্কার কমিশনের চেয়ারম্যান
ফ্যাসিবাদরা এখনো নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে- ডিসি মুফিদুল আলম