চবি ছাত্রলীগের কমিটি বাতিলের নাটক’
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি জাতীয় দৈনিক কর্মরত বিশ^বিদ্যালয় প্রতিনিধিকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার কলা অনুষদের সামনে প্রকাশ্যে ১০-১৫ জন কর্মী তার উপর হামলা করে বেধড়ক পিটুনি দেয়। রক্তাক্ত অবস্থায় আহত মোশাররফ শাহকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। হামলাকারীরা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে জানিয়েছেন আহত ওই শিক্ষার্থী। এদিকে দুই গ্রুপের ক্যাডারদের মধ্যে টানা সংঘাত-সহিংসতা এবং সর্বশেষ সাংবাদিক পেটানোর ঘটনার পর বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে।
মোশাররফ শাহ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির সদস্য। ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার মোশাররফ শাহ বলেন, সাড়ে ১১ টার দিকে ভিসি কার্যালয়ে যাচ্ছিলাম। এসময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে। মারধরের সময় তারা ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার হুমকি দিয়ে বলেন- আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।
আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তার হাতেও আঘাত আছে। উন্নত চিকিৎসা জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনা শুনেছি। যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমি ঘটনার পর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র গিয়েছি। তাকে চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্রলীগের দুটি গ্রুপ গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে নিজেদের মধ্যে একের পর এক সংঘাত-সহিংসতায় লিপ্ত হচ্ছে। বৃহস্পতিবার নিজেদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্র নিয়ে অংশ নেয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। তাদের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা ওই সাংবাদিকের ওপর হামলা করেছে। নিজেদের মধ্যে মারামারি ছাড়াও ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। দুটি গ্রুপের একটি শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর অনুসারী এবং অপর গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনে অনুসারী হিসেবে পরিচিত। একের পর এক নানা অপকর্ম করার পর অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে ওই ঘোষণার পরও তাদের দাপট কমছে না। ছাত্রলীগের নামেই তারা ক্যাম্পাসে নানা অপকর্ম অব্যাহত রেখেছে।
এদিকে নিজেদের মধ্যে একের পর সংঘাত-সহিংসতা এবং সর্বশেষ এক সাংবাদিকদের পিটিয়ে আহত করার পর গতকাল বিকেলে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। যদিও এ ঘটনাকে দোষীদের আড়াল করতে নাটক বলছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০২২ সালের ৩১ জুলাই ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে
ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা
'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ
সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত