ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
শুরু হচ্ছে পর্যটন মৌসুম

পর্যটন দিবস ঘিরে সৈকতে চলবে সপ্তাহব্যাপী উৎসব, থাকছে বিশেষ ছাড়

Daily Inqilab শামসুল হক শারেক ও এম আর আয়াজ রবি কক্সবাজার থেকে

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

২৭ সেপ্টেম্বর পর্যটন দিবস ঘিরে কক্সবাজার সৈকতে চলবে সপ্তাহব্যাপী উৎসব। চলবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে। ইতোঃমধ্যে উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের কক্সবাজারমুখী করতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটন সংশ্লিষ্ট সেবাগুলোতে মূল্যছাড়সহ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রয়েছে টানা ৩ দিনের সরকারি ছুটি। তাই এবার মৌসুমের শুরুতেই লাখো পর্যটকের সমাগম ঘটবে এমন আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ড সমুদ্র সৈকত। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক-ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল-মোটেল-কটেজ, নিত্য নবসাজে সজ্জিত পর্যটন স্পটসমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে সারা বছর। শীত-বর্ষা-বসন্ত-গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতে পর্যটকরা আসেনা। সৈকতের রূপ বদলায় সকাল সন্ধ্যা। প্রত্যুষে এক রকম তো মধ্যাহ্নে এর রূপ হয় অন্য রকম। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। কিন্তু বিশেষ সময় বা মৌসুমে কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে তিল ধারনের ঠাঁই থাকেনা।

সূত্রে জানা যায়, ইতোঃমধ্যেই তারকামানের হোটেলগুলোসহ সাধারাণ হোটেল-মোটেলে শতভাগ রুম বুকড হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা এ উৎসবের মাধ্যমে পর্যটন ব্যবসায় চাঙাভাব ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সপ্তাহজুড়ে পর্যটন উৎসব ঘিরে সৈকত নগরীও সাজছে নতুন সাজে। চারদিকে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। গতকাল রোববার বিকেলে সৈকতে লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, লাবণীতে মঞ্চের সামনে সড়কের দু’পাশে তৈরি হচ্ছে স্টল। হোটেল কল্লোলের সীমানাপ্রাচীর ঘেঁষেও দোকানপাট বসানো হচ্ছে। তিন রাস্তার মুখে বসানো নৌকা থেকে কিছু দূরে নির্মিত হচ্ছে মঞ্চ।

সপ্তাহব্যাপী পর্যটন মেলা উপলক্ষে হোটেল-মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরাও দিচ্ছেন আকর্ষণীয় ছাড়। হোটেল-মোটেল, গেস্ট হাউজে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ সকল রেস্তোরাঁয় খাবারের ওপর ও সকল বাস ভাড়ার ওপর ১৫ ও ২০ শতাংশ ছাড় দিয়েছেন বলে জানা যায়। এ ছাড়াও হেলিকপ্টারে জয় রাইড, টিউব ভাড়া, কিটকট চেয়ার ভাড়া, প্যারাসেইলিং রাইড, জেটস্কি-বিচ বাইক, লকার ভাড়া, গাড়ি পার্কিং ছাড়সহ চাঁদের গাড়ি ভাড়া ও বিমান ভাড়াতেও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে সার্কাস প্রদর্শনী, বীচ বাইক র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্ট থাকছে।
কার্নিভালে দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ড দল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালন গীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালা গানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা- বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

আসন্ন পর্যটন সপ্তাহ উপলক্ষে প্রশাসনের ভাষ্য হচ্ছে, উৎসবে ভিন্নতা আনতে এই আয়োজনে আনা হচ্ছে নতুন মাত্রা। তৈরি হয়েছে নতুন নতুন স্পট। যা সাজানো হয়েছে রঙ্গিন ছাতায়। একই সঙ্গে সৈকতের বালুকাবেলায় তৈরি হচ্ছে বালু ভাস্কর্য।

ভাস্কর্য শিল্পী শেখ রাসেল বলেন, সৈকতের লাবণী পয়েন্টে দুটি বালু ভাস্কর্য নির্মিত হবে। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অপরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভাস্কর্য নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করি, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ভাস্কর্য নির্মাণের কাজ শেষ হবে।

এদিকে হোটেল প্রাসাদ প্যারাডাইসের ফ্রন্ট অফিসার একে রানা বলেন, পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে ছাড় দেয়ায় টানা ৩ দিনের ছুটিতে সব রুম বুকিং হয়েছে। এখন পর্যটকরা আসলে তাদের স্বাগত জানাব। হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, টানা ছুটি ও সপ্তাহব্যাপি মেলা ও বীচ কার্নিভালকে কেন্দ্র করে নতুন সাজে সাজানো হয়েছে হোটেলকে। হোটেল শতভাগ রুম বুকিং হয়েছে। আশা করি, পর্যটকরা যেমন আনন্দ পাবে ঠিক তেমনি ভাল ব্যবসাও হবে।

হোটেল আলবাট্রস এর পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, আসন্ন পর্যটন সপ্তাহ ও তিন দিনের সরকারি ছুটিতে কক্সবাজার হাজার হাজার দেশি বিদেশি পর্যটকের পদভারে নতুনভাবে মুখরিত হয়ে উঠবে। কক্সবাজার নতুন সাজে সজ্জিত হচ্ছে। ব্যবসায়ীদেরও শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, সাত দিনব্যাপী চলা এই পর্যটন মেলা ও বিচ কার্নিভালে কক্সবাজারসহ দেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিশ্ববাসীর সামনে কক্সবাজারকে উপস্থাপন করতেই এ মেলার আয়োজন। আশা করি, এ আয়োজনে উৎসবের নগরীতে পরিণত হবে পর্যটন নগরী কক্সবাজার। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিললুর রহমান বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকতে কয়েক লাখ পর্যটকের সমাগম আশা করা হচ্ছে। পর্যটকের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি যোগ করেন।

তবে সচেতন মহলের মতে সারা বছর হোটেল-মোটেল, রেস্ট হাউজ-গেস্ট হাউজ, রেস্টোরেন্ট ও পরিবহন সংস্থাগুলোর গলাকাটা ব্যবসার খবর না নিয়ে মৌসুমের শুরুরতে পর্যটক ভেড়ানোর এই আয়োজন বিদ্রুপাত্মক। তাদের মতে ৪০০ টাকায় ডাল-ভাত বিক্রির মত স্বেচ্চাচারিতা, রোমের কয়েকগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের মত পকেট কাটা ব্যবসা বন্ধ করতে হবে। এছাড়াও বখাটেদের হাতে নারী পর্যটক লাঞ্চিত হওয়ার মত অপকর্ম বন্ধ না হলে কক্সবাজারে পর্যটক আসবেনা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট
‌‘খা. মা.’ নোংরা শব্দ পাঠ্যপুস্তকে! কীভাবে অন্তর্ভুক্ত হলো প্রশ্ন আসিফ মাহতাবের
আরও

আরও পড়ুন

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে  কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে