আকুর সঙ্গে সম্পর্কিত লেনদেন নিষ্পত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) সে দেশের ব্যাংকগুলোকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর সঙ্গে সম্পর্কিত লেনদেন নিষ্পত্তি না করার জন্য যে নির্দেশনা জারি করেছে, তার পরিপ্রেক্ষিতে ভারতের ব্যাংকগুলো দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআইয়ের দ্বারস্থ হয়েছে। আকুর সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ইরান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এ বিষয়ে ভারতের এক সিনিয়র ব্যাংকার ইকোনমিক টাইমসকে বলেছেন, আকুর প্রধান কার্যালয় যেখানে অবস্থিত, সেই বিষয় নিয়ে কিছু একটা ঘটেছে। আমাদের এমন ধারণা দেওয়া হয়েছে যে (ওএফএসি) যুক্তরাষ্ট্রের সব সংশ্লিষ্ট ব্যাংককে অর্থ পরিশোধপ্রক্রিয়া স্থগিত রাখতে বলেছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের সহযোগী সংস্থা এসকাপের উদ্যোগে আকু গঠিত হয়। এর প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে। আকু পেমেন্টে কিছু ব্যাংকের ওপরে স্যাংশনস বিষয়ে গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। তবে যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আশাবাদী ব্যবসায়ী তার ব্যবসায় প্রভাব পড়বে না।

ভারতের সঙ্গে আকুর সদস্যদেশগুলোর লেনদেনের ভিন্ন মাধ্যম নেই। সে কারণে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআইয়ের হস্তক্ষেপ চেয়েছে। তারা এই সমস্যার সমাধান চায়। তবে ইকোনমিক টাইমস এ বিষয়ে আকু ও আরবিআইয়ের মন্তব্য চাইলেও তারা সাড়া দেয়নি। ভারতের সমস্যা হলো দেশটি আকুর সদস্যদেশগুলোতে যত পণ্য রফতানি করে, তাদের কাছ থেকে আমদানি করে কম। সে কারণে ভারতের বড় অঙ্কের অর্থ আটকা পড়ে গেছে। ২০২০ সালে আকুর মাধ্যমে ভারতের লেনদেন হয়েছে ৮ দশমিক ৪ বিলিয়ন বা ৮৪০ কোটি ডলার।

এ বাস্তবতায় ২০২২ সালে আরবিআইয়ের এক প্রতিবেদনে ভিন্ন প্রস্তাব দেয়া হয়। তারা রুপির আন্তর্জাতিকীকরণের অংশ হিসেবে আকুর সদস্যদেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেনের পরামর্শ দেয়।

ভারতের এক সরকারি কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, আকু ইতিমধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেনের দিকে যাচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে একক মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে আকুর সদস্যদেশগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। সে কারণে এ ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে প্রভাব ফেলবে না। সরকারি কর্মকর্তা যতই বলুন না কেন, ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই নির্দেশনার কারণে ভারত ভুক্তভোগী হতে পারে। বাংলাদেশ, ইরানসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত আছে, সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।

আকু হচ্ছে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর মাধ্যমে আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি হয়। আকুর মাধ্যমে লেনদেনের সুবিধা হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোকে লেনদেনের পুরো অর্থ পরিশোধ করতে হয় না, বরং পরস্পরের কাছে তাদের ঠিক কী পরিমাণ দেনা আছে, তা বাদ দিয়ে বাকি অর্থ পরিশোধ করে তারা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কারণে আকুর সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন আরও জটিল হয়ে যেতে পারে।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলা ব্লকেড কার্যকরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অচল শাবি শিক্ষার্থীদের

বাংলা ব্লকেড কার্যকরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অচল শাবি শিক্ষার্থীদের

ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা

ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা

সকল ধর্মের সম্প্রীতির দেশ বাংলাদেশ- স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

সকল ধর্মের সম্প্রীতির দেশ বাংলাদেশ- স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

ভারতের চিন্তা বাড়িয়ে চীনের ‘গুপ্তচর’ জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার

ভারতের চিন্তা বাড়িয়ে চীনের ‘গুপ্তচর’ জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন চালক ও সহকারীর মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন চালক ও সহকারীর মৃত্যু

কোটাপ্রথা বাতিল করে মেধাবীদের চাকুরী দিতে হবে

কোটাপ্রথা বাতিল করে মেধাবীদের চাকুরী দিতে হবে

পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ আয়সম্পন্ন দেশ হল রাশিয়া

পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ আয়সম্পন্ন দেশ হল রাশিয়া

দেশকে ভারতের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে দেয়া হবে না

দেশকে ভারতের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে দেয়া হবে না

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কি পরিকল্পনা মতো এগোচ্ছে?

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কি পরিকল্পনা মতো এগোচ্ছে?

আনোয়ারায় ৫ টন মাছ জব্দ,গ্রেপ্তার ৮

আনোয়ারায় ৫ টন মাছ জব্দ,গ্রেপ্তার ৮

নেপালে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে সারা দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু

নেপালে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে সারা দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর চাপ সত্ত্বেও নির্বাচনী প্রচারে বাইডেন

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর চাপ সত্ত্বেও নির্বাচনী প্রচারে বাইডেন

ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাবে রাশিয়ার বেলুন নেটওয়ার্ক

ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাবে রাশিয়ার বেলুন নেটওয়ার্ক

টেক্সাসে মঙ্গলের অনুরূপ এক মিশন শেষ করলেন চার বিজ্ঞানী

টেক্সাসে মঙ্গলের অনুরূপ এক মিশন শেষ করলেন চার বিজ্ঞানী

এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা

এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা

সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

দীর্ঘ ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌরুটে ট্রলার ও স্পিডবোট চলাচল শুরু।

দীর্ঘ ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌরুটে ট্রলার ও স্পিডবোট চলাচল শুরু।

দেয়াল চাপায় শিশু রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

দেয়াল চাপায় শিশু রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট