ছাড়ের ঘোষণা ধাপ্পাবাজি!
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক তিন দিনের ছুটির সাথে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলছে কক্সবাজার সৈকতে। এ উপলক্ষে কক্সবাজারে হোটেল ভাড়ায় ৬০% ছাড়সহ রেস্টুরেন্ট ও যানবাহনে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় কক্সবাজারে এসেছেন লাখ লাখ পর্যটক। প্রথম শ্রেণির হোটেল থেকে সাধারাণ হোটেল পর্যন্ত কোথাও রুম খালী নেই। তবে অভিযোগ ওঠেছে, মেলা উপলক্ষ্যে হোটেল মালিকরা পর্যটকদের কাছ থেকে কম ভাড়াতো দূরের কথা আরো বেশি ভাড়া দাবি করছে। মেলা উপলক্ষে হোটেল ভাড়ায় ছাড় ঘোষণার বিষয়টি যেন পর্যটকদের সাথে একটি বড় ধাপ্পাবাজি!
কক্সবাজারে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস শীতকালীন পর্যটন মৌসুম এবং বাকী সময়টুকু অফ সিজন হিসাবে ধরা হয়। আবার বছরের শেষ সময়ে যখন শীত বেশি পড়ে, তখন পর্যটক বেশি আসে বলে ওই সময়কে ধরা হয় পিক সিজন হিসাবে। পিক সিজনে হোটেল ভাড়ায় বিশেষ কোনো ছাড় পাওয়া না গেলেও অফ সিজনে ৬০% বা তারও বেশি ছাড় পাওয়া যায়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলাকালেও একই পরিমাণ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সচেতন পর্যটকদের মতে এই ঘোষণার আলাদা কোনো বিশেষত্ব নেই।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জানান, গবেষণার উদ্দেশ্যে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ দিনের জন্য কক্সবাজারে গেছেন। তাদের জন্য বিভিন্ন তারকা বিহীন হোটেলে রুম ভাড়া চাওয়া হলে দুই খাটের একেকটি ননএসি কক্ষের ভাড়া দাবি করা হয়েছে এক হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। অথচ পিক সিজনেও এই ভাড়ায় কক্সবাজারে ভাড়ায় হোটেল কক্ষ পাওয়া যায়।
এক সংবাদকর্মী জানান, পর্যটন মেলা উপলক্ষে তার কিছু পরিচিত জন ৩ দিনের জন্য কক্সবাজারে বেড়াতে আসছেন। তাদের থাকার জন্য লাইট হাউস এলাকা ও কলাতলী মোড়ের গলির ভেতরের কয়েকটি হোটেলে কক্ষ ভাড়া চাইতে গেলে একটি দুই খাটের নন এসি কক্ষের ভাড়া দাবি করা হয়েছে এক হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। তিনি প্রশ্ন করেন, ৬০% ছাড়ের পর যদি এই ভাড়া হয় তাহলে ওই কক্ষের আসল ভাড়া কত?এক বীচকর্মী জানান, পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষে তার একজন আত্মীয় কক্সবাজারে বেড়াতে আসছেন। তার জন্য লাবণী পয়েন্টের একটি হোটেলে তিনি কক্ষ বুকিং করতে গেলে তার কাছ থেকে এক বেডের একটি কক্ষের ভাড়া চাওয়া হয় ২ হাজার টাকা।
একইভাবে কলাতলীর শালিক নামের একটি রেস্টুরেন্টসহ বেশ কিছু খাবার হোটেলে কয়েকগুণ বেশি মূল্য নেয়ার অভিয়োগ পাওয়া গেছে। এ বিষয়ে কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, দৈনিক একটি কক্ষের পেছনে খরচ আছে ৭০০ টাকা। এখন সবকিছুর দাম বেড়েছে। তবে সিজনের সময় দুই খাটের নন এসি একটি রুমের ভাড়া ৪৫০০ টাকা বা ৪ হাজার টাকা নেন কি না প্রশ্ন করলে নিরুত্তর থাকেন তিনি।
এদিকে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে ব্যাপক চাঁদাবাজীর অভিয়োগ ওঠেছে। নাম না বলার শর্তে কয়েকজন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, তাদের মতে প্রত্যেক হোটেল-মোটেল রেস্টুরেন্ট ও ব্যবসায়ীদের কাছ থেকে পর্যটন মেলার নামে যে পরিমাণ চাঁদা তোলা হয়েছে এবং সারা বছর নানা অজুহাতে যে পরিমাণ চাঁদা তোলা হয় তাতে ব্যবসায়ীরা মূল্য কমাবে কী করে?
কয়েকজন সংবাদকর্মী জানান, সারা বছর ইতিবাচক সংবাদ প্রকাশ করে কক্সবাজারের পর্যটনকে তারা প্রমোট করে থাকেন। ব্যবসায়ীরা গলাকাটা ব্যবসা করে পর্যটকদের কক্সবাজার বিমূখ করে থাকে। এবিষয়ে প্রশাসনের শৈতিল্য আরো আপত্তিকর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্বার
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট