পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি ছিল সরকারি ছুটি। ১৪৪৫ হিজরীর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জশনে জুলুছ বের করা হয়। ঢাকাসহ সারা দেশে মহানবী (সা.)-এর জীবন নিয়ে সেমিনার, আলোচনা, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়। গতকাল দেশের মসজিদগুলোতেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপরক্ষে রাসূল (সা.) জীবনী নিয়ে ইমাম ও খতিবরা খুৎবা পূর্ব বয়ানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার ছিল আখেরি নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)এর জন্ম এবং ওফাতের দিন। হিজরী সালের তৃতীয় মাস পবিত্র রবিউল আউয়ালের ১২ তারিখে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে বিশ্বনবী জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল্লাহ। খ্রিষ্টীয় বর্ষপঞ্জিতে তার জন্মবছর ছিল ৫৭০ সাল। একই তারিখে ৬৩২ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের মহান বাণী নিয়ে। সে সময় আরবের সমাজ ছিল পৌত্তলিকতা, ঘোরতর অন্যায়-অবিচারের অন্ধকারে নিমজ্জিত। ‘আইয়ামে জাহেলিয়ার যুগ’ বলে সেই সময়টিকে চিহ্নিত করা হয়েছে। সেই অন্ধকারে মহানবী (সা.) এসেছিলেন আলোকবর্তিকার মতো। শৈশব থেকেই হজরত মুহাম্মদ (সা.) তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিচক্ষণতাসহ অনুপম চারিত্রিক গুণাবলি, অপরিমেয় দয়াসহিষ্ণুতা, সহমর্মিতার মতো মহৎ গুণের জন্য আরব সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন। নবুয়ত লাভের আগেই ‘আল-আমিন’ তথা বিশ্বস্ত অভিধায় তাঁকে সম্মানিত করেছিল আরব সমাজ। মক্কার হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে নিমগ্ন থেকে হজরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে ওহি লাভ করেন। এরপর পরম করুণাময় আল্লাহর নির্দেশে দীর্ঘ ২৩ বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেন। আল্লাহর প্রতি অসীম ও অতুলনীয় আনুগত্য এবং ভালোবাসার পাশাপাশি মহৎ মানবিক চারিত্রিক গুণাবলির জন্য তিনি সর্বকালে সর্বজনের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বই বেলা। এছাড়া বায়তুল মোকাররমের পূর্ব সাহানে প্রতিদিন বাদ মাগরিব ও বাদ এশা রয়েছে রাসূলের সীরাতের ওপর আলোচনা ও মিলাদ মাহফিল।
মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম ও দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের প্রথম দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আলহাজ্ব আল্লামা মাওলানা ইদ্রিস আনছারী। গাউছুল আজম মসজিদে রাসূল (সা.) জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় প্রচুর মুসল্লির সমাগম ঘটে।
মুশুরীখোলা দরবার শরীফ : পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী শেষে নারিন্দা মশুরীখোলা দরবার শরীফে খতমে কুরআন, মিলাদ-ক্বিয়াম, দোয়া-দরুদ, হামদে বারী তা’য়ালা এবং নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দিনশীন পীর আলহাজ মাওলান শাহ্ সূফি আহছানুজ্জামান। এতে সঞ্চালনা করেন মাওলানা নিয়ামুল ইসলাম। উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর সৈয়দ শাহ এমরান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি মাওলানা রুহুল আমিন, প্রভাষক মাওলানা আবুল বাশার ও অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ^ মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.)’র আগমন সত্যিই মুমিনের জন্য আনন্দদায়ক। নবী করিম (সা.) এ অশান্ত পৃথিবীতে মদীনার সনদ প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিময় রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রতিষ্ঠা করেছেন। রাসূল (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমেই ইহকাল ও পরকালে শান্তি নিহিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আবদুর রশিদ।
আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া : আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া”র ব্যাবস্থাাপনায় সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী’র নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুশ (র্যালি) বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, সেমিনার ও র্যালি আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভা-ারীয়া’ সংগঠনের প্রধান পৃষ্টপোষক শাহসূফি মাওলানা শাহজাদা সৈয়দ সহিদউদ্দিন আহমেদ আল-হাসানী। তিনি বলেন, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সা. সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই দয়াল নবীর মত ও পথকে অনুসরন করতে হবে। সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবন চালাতে হবে। গুলিস্তান জিরোপয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে র্যালিটি আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভা-ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকশন মনিটরিং কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবেদ আলীসহ হাক্ক্বানি ওলামায়ে ক্বেরামগণ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাশেমী বলেছেন, মুসলমানের দেশে আমরা ইসলামের পরিবর্তে বিভিন্ন তন্ত্র মন্ত্রের পরীক্ষা ও নিরীক্ষা নিয়ে মত্ত। রাসূল (সা.) এর আদর্শ ছেড়ে দেয়ার কারণেই দেশ ও জাতি দিন দিন গভীর অরাজকতার দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সঙ্কট নিরসনে রাসূল (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। বুধবার গুলশানের মহাখালিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর (একাংশ) উদ্যোগে হযরত হাফেজ্জী হুজুর (রহ.) খানকায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু জাফর কাসেমী এসব কথা বলেন। ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী ,মহাসচিব আলহাজ আজম খান, মুহাম্মদ খালেদ হোসেন, হাফেজ ইব্রাহীম বিন আলী, সূফী খবির উদ্দীন ও মাওলানা আবু ছাঈদ।
দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে একটি হোটেলে ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) নামের একটি প্রতিষ্ঠান আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। বয়সভেদে এসব ব্যক্তি ৭টি ক্যাটাগরিরতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসুল (সা.), কম্পিউটার প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, বাংলা ও ইংরেজি ভাষায় রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারের জন্য নির্বাচিত হন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।
আঞ্জুমান-এ-আশরাফীয়া : রাজধানীতে র্যালি করে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট মাজার প্রাঙ্গণ থেকে জশনে জুলুছ র্যালি বের করা হয়। এতে সভাপতিত্ব করেন এন্তেজামিয়া কমিটির সভাপতি নেয়াজুর রহমান আশরাফী ও প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী ও মো. ফিরোজ আশরাফী।
ইমাম সমাজ বাংলাদেশ : ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। কোন মুসলমান সে পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে তার পিতা, সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে। বুধবার চকবাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুফতি মিনহাজ উদ্দিন এসব কথা বলেন। সংগঠনের সভাপতি প্রখ্যাত দেশবরেণ্য ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দেশবরেণ্য ওলামায়ে কেরাম থানা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।
ইসলামী ঐক্য আন্দোলন : ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, রাসূলুল্লাহ (সা.)-এর আগমনের উদ্দেশ্যই ছিল মানব রচিত সকল মতবাদের উপরে দ্বীনের বিজয় ঘটানো। এ জন্যই আল্লাহ রাব্বুল আলামীন রাসূলুল্লাহ (সা.)-কে কুরআন মাজিদ এবং দ্বীনেহক আল ইসলামকে দিয়েছিলেন সহায়ক হিসেবে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মো. আনোয়ার হোসাইন, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা হযরত আলী, এফএম আলী হায়দার।
মগবাজার দারুছছুন্নাহ গাউছিয়া হামিদিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আজিমুশ্বান ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত আলহাজ্ব হাফেজ মাওলানা শাহ মুহাম্মদ মাহবুব উল্লাহ আল-কাদ্বরী। উপস্থিত ছিলেন, মাওলানা খলিলুর রহমান জিহাদি মাওলানা মোকাদ্দেস হুসাইন আল-কাদ্বরী মাওলানা মোজাম্মেল হক আল-কাদ্বরী মাওলানা রাহাদুল ইসলাম বুলবুলি ও অন্যান্য ওলামায়েকেরাম।
ইকামাতে দ্বীন মডেল কামিল (এম এ) মাদরাসা ভাংগা : ভাংগাস্থ ইকামাতে দ্বীন মডেল কামিল মাদরাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল মাওলানা মো. আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. আসাদুজ্জামান, অধ্যাপক মো.মাইনউদ্দিন সরদার, মুহাদ্দিস মো. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক মো. আবুল বাসার খান, সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল। অনুষ্ঠানে নাতে রাসুল, বক্তৃতা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
রক্তদান কর্মসূচি : আঞ্জুমানে সেহাবিয়া নূরীয়া আসাদিয়ার উদ্যোগে মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহজাদা আবরার ইবনে সিহাব নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু এম,পি। এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালি মিরপুর খানকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা, মিলাদ ও কিয়াম শেষে মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নূরীর মোনাজাতের ম্ধ্যামে শেষ হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা