আমন ধান বাঁচাতে কেশবপুর ইউএনও’র বিরুদ্ধে কৃষকের মামলা
০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
দুইটি (অ-গভীর নলকুপ) সেচ মোটরের মধ্যে ১টি সংযোগ বিচ্ছিন্ন করার পত্র দেয়ার বিরুদ্ধে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি, পল্লী বিদ্যুতের ডিজিএম ও বিএডিসির কর্মকর্তার বিরুদ্ধে যশোরের কেশবপুর থানা সহকারী জজ আদালতে মামলা করেছেন এক কৃষক। আদালত তার আবেদনটি আমলে নিয়ে দীর্ঘ শুনানি শেষে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর কেশবপুর পৌর সদরের ভোগতি নরেন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুল মাজেদের ২টি সেচ মোটরের মধ্যে একটির লাইন্সেস বালিতসহ তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে একটি পত্র দেন উপজেলা নির্বাহী অফিসার। এরপর আব্দুল মাজেদ সংক্ষুব্ধ হয়ে গত ২৫ সেপ্টেম্বর তার এবং এলাকার কৃষকদের মাঠভরা আমন ধান বাঁচাতে যশোরের কেশবপুর থানা সহকারী জজ আদালতে উপজেলা নির্বাহী অফিসার, যশোর-২ পল্লী বিদ্যুতের কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এবং বিএডিসির কর্মকর্তার নামে মোকদ্দমা দায়ের করেন। আদালত বাদীর আবেদন এবং তার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনাসহ শুনানি শেষে আদালতের নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শানোর আদেশ দেন।
মামলার আর্জিতে কৃষক আব্দুল মাজেদ উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের গেজেট ও প্রজ্ঞাপনের আওতায় ২০০৯ ও ২০১৪ সালে ২টি সেচ মোটরের সংযোগ নেন তিনি। এরপর থেকে নিজের এবং অন্যান্যে কৃষকদের প্রায় ৬৯/৭০ বিঘা জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদন করে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছেন। পরবর্তীতে বিধি অনুযায়ী প্রতি ৩ বছর পরপর লাইন্সেস নবায়নসহ হালনাগাদ ্িবদ্যুৎ বিল পরিশোধও করে আসছেন তিনি। এরই মধ্যে আব্দুল মাজেদের ২টি (অ-গভীর নলকুপ) সেচ মোটরের মধ্যে ১টির লাইন্সেস বাতিল করার জন্য গত ১৪ সেপ্টেম্বর উপজেলা সেচ কমিটির সভাপতির দেয়া পত্র বে-আইনী ঘোষণার জন্য আব্দুল মাজেদ আদালতে মামলা করেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এম শাহীন আহসান বলেন, এক ব্যক্তির নামে ২টি সেচ মোটরের সংযোগ দেয়া যাবে না সেচনীতিমালায় এমন কোনো বিধান নেই। এছাড়া কোনো কৃষকের বিভিন্ন মাঠে জমি থাকলে তিনি ওইসব স্থানেও সেচ মোটরের সংযোগ নিতে পারবেন। তবে এক্ষেত্রে উপজেলা সেচ কমিটির সুপারিশ থাকতে হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি এমএম আরাফাত হোসেন বলেন, কৃষক আব্দুল মাজেদ আদালতে মামলা করেছেন কি-না তা আমার জানা নেই। এছাড়া আদালতের কোনো নোটিশ এখনও পাইনি। নোটিশ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা