নতুন গ্যাঁড়াকলে খালেদা জিয়াকে বিদেশ প্রেরণ
০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছিলেন খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।
এরপর থেকেই ক্ষণ গণনা শুরু বেগম খালেদা জিয়ার মুক্তিকামীদের। যে কোনো মুহূর্তে আসতে পারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ঘোষণা-এমন আশায় বুক বাঁধেন তারা। কিন্তু না। আইনমন্ত্রীর সেই ‘অল্প সময়’ আসেনি গত ২ দিনেও। কথা পাল্টে গতকাল শনিবার আবার আইনমন্ত্রী জানিয়েছেন, আজ রোববার এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যাবে। ফলে কারামুক্তির সম্ভাবনা দেখা দিলেও নতুন ক্যাড়াকলে নিপতিত হয়েছে বেগম খালেদা জিয়ার বিদেশ প্রেরণ তথা কারামুক্তি। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য করা আবেদনের বিষয়ে মতামত জানানো হবে আগামীকাল রোববার (১ অক্টোবর)। গত ২৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শামীম এস্কান্দার নতুন একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য পাঠিয়ে দেয় আইন মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো আবেদনটি হস্তগত হয়েছে মর্মে ২৬ সেপ্টেম্বর জানান আইনমন্ত্রী। এর পরদিন এই মর্মে খবর ছড়িয়ে পড়ে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য জার্মান পাঠানো হচ্ছে! দলের পক্ষ থেকে ঢাকাস্থ জার্মান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জার্মান সরকারও বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রকামী আপোষহীন নেত্রীকে চিকিৎসা সেবা প্রদানে আগ্রহী হাই কমিশন থেকে জানানো হয়। এ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, যেকোনো মূহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ঘটছে। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেয়ার প্রস্তুতি চলছে।
কিন্তু না। পরপরই মার্কিন সংবাদ সংস্থা ‘ভয়েস অব আমেরিকা’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর স্বরের সঙ্গে স্বর মিলিয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিনউদ্দিনও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার আবেদন করতে হলে কারাগারে যেতে হবে। তিনি বলেন, বিদেশে উন্নত চিকিৎসা নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না।
যদিও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ২৫ সেপ্টেম্বর বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই। কারণ তার মুক্তি দেয়া হয়েছে নির্বাহী আদেশে। কাজেই বাকি সব পদক্ষেপও এই আদেশের আওতায়ই হওয়া সম্ভব।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির-৪০১ ধারা অনুযায়ী, সরকার চাইলে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া যেকোনো বন্দিকে মুক্তি দিতে পারে। খালেদা জিয়াকে প্রথম মুক্তি দেয়া হয়েছে দু’টি শর্ত দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে তিনি বাড়িতে থাকবেন এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে দেশেই চিকিৎসা নিতে হবে। আইনমন্ত্রী যা বলছেন যে, শর্ত পরিবর্তন করা যাবে না। সেটা আসলে এরইমধ্যে পাঁচবার বদলানো হয়েছে। প্রথমত ৬ মাসের মুক্তি দেয়া হয়েছিল, তারপর সেটা যখন আবার ৬ মাসের জন্য বাড়াচ্ছে সেটার জন্য তো নতুন করে নির্বাহী আদেশ হচ্ছে, তার মানে সিম্পলি সরকার চাইলে ঢাকায় চিকিৎসা করার জায়গায় ঢাকা শব্দটা বাদ দিলেই হলো। এটি আদালতের ব্যাপার নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত এরই মধ্যে তার রায় দিয়েছেন। আদালতের কাছে কয়েকবার তার জামিনও চাওয়া হয়েছে এবং সেটি নাকচ করা হয়েছে। তার মানে আদালতের ‘চ্যাপ্টার’ সেখানেই শেষ হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তাই আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
গতকাল শনিবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া কয়েকটি মামলায় দ-প্রাপ্ত আসামি। তিনি কারাগারে ছিলেন। কিন্তু তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার দ-াদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। যাতে তিনি উন্নত চিকিৎসা পান সে ব্যবস্থা করা হয়েছে। দ-প্রাপ্তদের বিষয়ে কোনো আবেদন করলে বিধান অনুযায়ী সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হয়। বিধি মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রশ্নে সরকারের মানবিকতা প্রত্যাশা করছে তার পরিবার। এ কথা বলেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। আইনমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি। তিনি বলেন, জীবনরক্ষার জন্য এখনো সরকারের কাছে মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন