ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
ইউরোপ-তুরস্কের শ্রমবাজারে অপার সম্ভাবনা চলতি বছরেই বিশ্বের বিভিন্ন দেশে ৯ লাখ ৮৯ হাজার ৮০০ জন কর্মী চাকরি পেয়েছেন বৈধ পারমিট পেয়েও ভিসা পেতে ৫/৬ মাস সময় লাগায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশগামী ও এজেন্সি

ভিসা ডেলিভারি মিলছে না

Daily Inqilab শামসুল ইসলাম

০৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

ইউরোপের শেনজেন ও ননশেনজেনভুক্ত দেশে জনশক্তি রফতানির অপার সম্ভাবনা দেখা দিয়েছে। ইউরোপের সোর্স কান্ট্রিগুলোর শ্রমবাজার ধরে রাখতে পারলে প্রবাসীদের রেমিট্যান্স খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হবে। কারণ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের চেয়ে ইউরোপে কর্মরত বাংলাদেশিরা ২/৩ গুণ বেশি মজুরি পান। ইউরোপের অন্যতম পর্যটন নির্ভর দেশ তুরস্কের বিভিন্ন কোম্পানী বাংলাদেশ থেকে কর্মী নিতে রিক্রুটিং এজেন্সির অনুকূলে কর্মী নিয়োগের ডিমান্ড লেটার ইস্যু করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তুরস্কের কর্মী নিয়োগানুমতিও দেয়া হচ্ছে। কিন্ত সরকারের যথাযথ উদ্যোগের অভাবে তুরস্কগামী কর্মীদের ভিসা ডেলিভারি পাওয়া যাচ্ছে না।

বিএমইটির সূত্র জানায়, গত আগস্ট মাসে বিভিন্ন দেশে ১ লাখ ৩৮ হাজার ৬৭৬ জন চাকরি লাভ করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে ১ লাখ ৪ হাজার ৭৫১ জন কর্মী চাকরি লাভ করেছে। গত ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে ৯ লাখ ৮৯ হাজার ৮০০ জন কর্মী চাকরি লাভ করেছে। এদিকে, গত সেপ্টেম্বর মাসে ৪১ মাসের মধ্যে সর্বনি¤œ রেমিট্যান্স দেশে এসেছে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অভিবাসী কর্মীরা ১.৩৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। টানা তৃতীয় মাসের মতো বাংলাদেশের প্রবাসী আয় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রেমিট্যান্স ১৩ শতাংশ কমেছে। গত জুলাই ও আগস্টে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১.৯৭ বিলিয়ন ডলার এবং ১.৫৯ বিলিয়ন ডলার। আর জুনের রেমিট্যান্স ছিল ২.১ বিলিয়ন ডলার। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠালে বেশি লাভ এ নেশায় অনেক প্রবাসীই বৈধ চ্যানেলে রেমিট্যান্স দেশে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমেই টাকা পাঠাচ্ছে। এতে রেমিট্যান্সে ভাটার টান শুরু হয়েছে। দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত রেমিট্যান্সকে চাঙ্গা রাখতে হলে বিদেশের শ্রমবাজারকে অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রসারণ করতে হবে। নতুন নতুন শ্রমবাজার উন্মুক্তকরণসহ বহির্গমন ছাড়পত্র ইস্যুতে আমূল পরিবর্তন আনতে হবে। একাধিক জনশক্তি রফতানিকারক এ অভিমত ব্যক্ত করেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তুরস্ক গমনেচ্ছু কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে জনপ্রতি দেড় লাখ টাকা। তুরস্ক গমনেচ্ছু কর্মীদের জনপ্রতি ২৪ হাজার ৫৭১ টাকা ভিসা ফিসহ পাসপোর্ট তুরস্ক দূতাবাসে জমা দেয়ার পরেও ভিসা ডেলিভারি দেয়া হচ্ছে না। ফলে তুরস্ক গমনেচ্ছু শত শত কর্মী চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। তুরস্কের কোম্পানীর নিয়োগকর্তারাও দ্রুত কর্মী পাঠাতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোকে তাগিদ দিচ্ছে।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের একটু সহযোগিতা পেলেই ইউরোপের ঐতিহাসিক মুসলিম দেশ তুরস্কে হাজার হাজার দক্ষ-অদক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হবে। এতে রেমিট্যান্স আয়েও গতি বাড়বে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটির শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে কর্মী নিয়োগের জন্য একটি চিঠি দিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুরোধ জানালেই ওই দেশটির শ্রমবাজারের পর্দা উঠতো। তুরস্কর আঙ্কারা থেকে এভিয়েট ইন্টারন্যাশনালের ওভারসীজ ডিরেক্টর জাভেদ আমিন গতকাল সোমবার ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের স্থায়ী প্রতিনিধি জাভেদ আমিন বলেন, বিশ্বের অন্যতম পর্যটনের দেশ তুরস্কের বিভিন্ন সেক্টরে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। দেশটির কোম্পানীগুলোর কর্মীদের বাসস্থান, খাওয়া চিকিৎসা, ট্রান্সপোর্ট ফ্রি। এতে কর্মীরা প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২১ সালে প্রায় ৩০ লাখ পর্যটন দেশটিতে গিয়েছে। এতে তুরস্ক সরকারের পর্যটন খাত থেকে আয় হয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে ৫১ লাখ পর্যটন তুরস্ক ভ্রমণ করেছে এবং পর্যটন খাত থেকে দেশটি আয় করেছে ৪৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া গত জানুয়ারি থেকে মে পর্যন্ত বিশ্বের ২২ লাখ পর্যটক তুরস্ক ভ্রমণ করেছে। এতে পর্যটন খাত থেকেই দেশটির আয় হয়েছে ২২.১৮ বিলিয়ন মার্কিন ডলার। এক প্রশ্নের জবাবে তরুণ জনশক্তি রফতানিকারক জাভেদ আমিন বলেন, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রিলঙ্কার কর্মীরা দেদারসে তুরস্কে যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটু চিঠি চালাচালি করলেই সম্ভাবনাময় তুরস্কের শ্রমবাজার উন্মুক্ত হওয়া সম্ভব। তিনি দেশটিতে জনশক্তি রফতানির অপার সুযোগ কাজে লাগাতে অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের আশু হস্তক্ষেপ কামনা করেন। জাভেদ আমিন জানান, গত ২৫ আগস্ট ও ১১ সেপ্টেম্বর তুরস্কের কোম্পানীর নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে কর্মী আমদানি করতে দেশটি শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের আবেদন পেশ করে। কিন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ না থাকায় দেশটির শ্রম মন্ত্রণালয় নিয়োগানুমতি দেয়নি।

বহির্বিশ্বের শ্রমবাজারকে সম্প্রসারণ করার লক্ষ্যে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সীর সদস্যরা মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে ইউরোপের শেনজেন ও ননশেনজেন দেশের বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা সংগ্রহ করেছে। ইউরোপে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকা সত্বেও বাংলাদেশে ইউরোপের অনেক দেশের দূতাবাস না থাকায় ভারতের ভিসা নিয়ে ভারতে সংশ্লিষ্ট দেশের ভিসা সংগ্রহ করতে হয়। বর্তমানে ভারতের ভিসা সংগ্রহে ২/৩ মাস সময় লাগে যার কারণে ইউরোপের বিভিন্ন দেশে পারমিট পাওয়া যাত্রীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অনেকে ভিসা সংগ্রহ করতে না পারায় আর্থিক সঙ্কটের কারণে ইউরোপ গমনেচ্ছু কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিষয়েও সরকারকে নজর দেয়া জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, ভারতের ভিসা পাওয়া গেলে ইউরোপের বিভিন্ন দেশের পারমিট পাওয়া বাংলাদেশি লোকদের ভারতে সংশ্লিষ্ট দূতাবাসের ভিসা ডেলিভারীর পার্সেন্টেজ ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ হওয়ায় অনেকের পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। ভিসা পেতে ৫/৬ মাস অপেক্ষা করার পর বৈধ পারমিট পেয়ে ও শতশত বিদেশগামী যাত্রীরা যেতে না পারায় একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অন্যদিকে ইউরোপের শ্রমবাজার নিয়ে জনশক্তি ব্যবসায়ীরা হতাশায় রয়েছেন।

বায়রার সাবেক শীর্ষ নেতা ও রিক্রুটিং এজেন্সি এভিয়েট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. নূরুল আমিন গতকাল ইনকিলাবকে বলেন, বর্তমানে প্রচুর সম্ভাবনার দেশ তুরস্কতে বাংলাদেশি শ্রমিকদের কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। তুরস্কের বিভিন্ন কোম্পানী বাংলাদেশ থেকে কর্মী আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। অতিসম্প্রতি তুরস্কের জাতীয় দৈনিক পত্রিকাতে বিদেশী কর্মী নিয়োগের প্রয়োজনীতার কথা প্রকাশ করেছে। এভিয়েট ইন্টারন্যাশনাল আরএল এর তুরস্কে স্থায়ী প্রতিনিধির মধ্যে জাবেদ আমিন তুরস্কে এস্ট গ্লোবাল কোম্পানীর বিভিন্ন ক্যাটাগরিতে ৫৪০টি ডিমান্ড লেটার প্রাপ্ত লাভ করে কিছু যাত্রীর যাবতীয় কার্য সম্পাদন করিয়া গত ১১ জুলাই তুরস্ক দূতাবাসে পাসপোর্ট জমা করেন। দূতাবাস তাদের ফিংগার প্রিন্ট নিয়ে ভিসা ফি গ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাসের বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্কে কর্মী যাওয়ার প্রক্রিয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তি বিনিময় এর জটিলতার কারণে ভিসা ডেলিভারি পাওয়া যাচ্ছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশের বেশ কিছু রিক্রুটিং এজেন্সী তুরস্কের বিভিন্ন কোম্পানি থেকে কর্মী নিয়োগে ডিমান্ড লেটার সংগ্রহ করেছে। সরকারের পদক্ষেপ ছাড়া ভিসা প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। রিক্রুটিং এজেন্সী কনকর্ড এপেক্স, তুরস্কের একটি প্রভাবশালী কোম্পানীর ২০০ জন কর্মী নিয়োগের ডিমান্ড লেটার ভিসা সংগ্রহ করেছে। এসব কর্মী দেশটিতে মাসিক বেতন ১২ হাজার ৫শ’ লিরা বেতন পাবে এবং বাসস্থান, খাওয়া, চিকিৎসা ফ্রিসহ স্থানীয় শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের থেকে গত ২৫ মে নিয়োগ অনুমতি পাওয়া সাপেক্ষে ও তুরস্ক দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং করতে পারছে না । এভাবে এমপি ট্রাভেলসসহ আরো অনেক রিক্রুটিং এজেন্সি তুরস্কের বিভিন্ন কোম্পানীতে বাংলাদেশি কর্মী নিয়োগের ডিমান্ড লেটার লাভ করেও ভিসা জটিলতার কারণে কর্মী পাঠাতে পারছে না। সরকার এ বিষয়ে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করলে তুরস্কের বিশাল শ্রম বাজার প্রবেশ করে হাজার হাজার কর্মী পাঠানো সম্ভব। এতে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অর্জন করা সহজ হবে এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার শক্তিশালী হবে। জনশক্তি রফতানিকারক ও বায়রার সাবেক নেতা মো. নূরুল আমিন তুরস্ক শ্রমবাজারে কর্মী প্রেরণের অপার সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে জনশক্তি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ ইনকিলাবকে বলেন, তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন শ্রমবাজার। এ বাজারে বাংলাদেশি কর্মীরা যাওয়ার সুযোগ পেলে ভালো বেতন এবং ভালো কর্ম পরিবেশে কাজ করতে পারবে। তুরষ্কের বিভিন্ন কোম্পানীর নিয়োগকর্তাদের বাংলাদেশি কর্মী নিয়োগের ডিমান্ড লেটার আসার পরেও আমরা কর্মী প্রেরণ করতে না পারাটা খুবই দুঃখজনক। এ ক্ষেত্রে আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসি আরো জোর করতে হবে। একই সাথে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ইউরোপ যাওয়ার রুট হিসেবে যাতে অবৈধভাবে কোন পন্থা অবলম্বন না করে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
আরও

আরও পড়ুন

টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস

টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস

বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি

বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি

সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন

সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন

ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী

ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী

সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫

সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫

ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু

ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু

সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার

সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার

‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!

‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!

নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত,  গুরুতর আহত ৪

নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও