ভারতীয় সংবাদ মাধ্যমে নিবন্ধ : ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ভাবমর্যাদা ক্ষুন্ন করতেই
০৬ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গতকাল বৃহস্পতিবার দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারীরা।
প্রফেসর ইউনূস বলেছেন, তিনি কোন অন্যায় করেননি, তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার অগ্রদূত হিসেবে স্বীকৃত প্রফেসর ইউনূসের বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। ত্রিপুরাভিত্তিক ভারতীয় নিউজ ওয়েবসাইট ত্রিপুরাইনফো ডট কম এ ভারতের সিনিয়র সাংবাদিক নাভা ঠাকুরিয়া এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন। তার লেখা এই প্রতিবেদন ইনকিলাব পাঠকের জন্য তুলে ধরা হলো।
ত্রিপুরাইনফো ডট কম এ নাভা ঠাকুরিয়া আরো লিখেছেন : বলাবাহুল্য যে, মৃদুভাষী এই ভদ্রলোকের (ড. ইউনূসের) ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সর্বশেষ প্রচেষ্টাগুলোর মধ্যে এটিও একটি। নোবেলজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারাসহ ১৭৫ জনেরও বেশি বিশ্বনেতা স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সব আইনি কার্যক্রম স্থগিত করার আহŸান জানিয়েছেন।
এর আগে ৪০ জন বিশ্ব ব্যক্তিত্ব পৃথক চিঠিতে তাকে নিয়ে সরকারের খারাপ আচরণের বিষয়ে শেখ হাসিনাকে লিখেছিলেন। এমনকি ৩৪ জন বিশিষ্ট বাংলাদেশি নাগরিকও প্রফেসর ইউনূসের পক্ষে কথা বলেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি (শেখ হাসিনা) টানা চতুর্থ মেয়াদের জন্য ভোটারদের ম্যান্ডেট চাইবেন। সর্বাধিক পুরস্কৃত বাংলাদেশি ভদ্রলোকের (ইউনূসের) বিরুদ্ধে তিনি তার শত্রæতা চালিয়ে যাচ্ছেন।
স¤প্রতি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও প্রফেসর ইউনূসকে সমর্থন করে এক বিবৃতি জারি করে বলেছে যে, তারা তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা নিয়ে উদ্বিগ্ন। এরপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও একটি বিবৃতি দিয়েছিল। সেখানে তারা জোর দিয়ে বলেছিল যে, হাসিনা প্রফেসর ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য ‘শ্রম আইনকে অস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন।
এখানে প্রশ্ন উঠে যে, দারিদ্রমুক্ত বিশ্বের জন্য বিশ্বব্যাপী যিনি প্রচারণা চালাচ্ছেন (ড. ইউনূসের) তার বিরুদ্ধে শেখ হাসিনা কেন এতো আগ্রাসী? জবাব দিয়েছেন নাভা ঠাকুরিয়া নিজেই : এক্ষেত্রে, প্রথম অনুমান, শেখ হাসিনা নিজেই ২০০৮ সাল থেকে তার ‘অসাধারণ’ কাজের জন্য স্বীকৃতি চাচ্ছেন (সম্ভবত নোবেল পুরস্কারের মাধ্যমে)। ইদানিং, সুশীল সমাজ এমন জল্পনাকে স্বাগত জানাচ্ছে যে, আসন্ন নির্বাচনে সম্মিলিত বিরোধী দলগুলো (বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে) প্রফেসর ইউনূসকে তাদের নেতা হিসেবে সামনে আনতে পারে।
এখানে উল্লেখ করা বাহুল্য যে, প্রফেসর ইউনূস ২০০৭ সালে একটি রাজনৈতিক দল (নাগরিক শক্তি) গঠনের চেষ্টা করেছিলেন। কিন্তু, দ্রæতই তিনি ওই ধারণাটি ত্যাগ করেছিলেন। যাই হোক, শেখ হাসিনা এবং তার সমর্থকরা এখনও প্রফেসর ইউনূসকে তার রাজনৈতিক ক্যারিয়ারের শক্তিশালী প্রতিদ্ব›দ্বী হিসেবে ধরে থাকে। আর তাই তিনি সম্ভাব্য প্রতিটি সুযোগে প্রফেসর ইউনূসকে অপমান করে চলেছেন।
আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন। বিরোধী জোট এখনও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে বলে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা অব্যাহত রয়েছে। তারা আগামী নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ তত্ত¡াবধায়ক প্রশাসনের দাবি করছে, যাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি না করতে পারে; অন্যথায়, আগের মতো তারা জাতীয় নির্বাচন বয়কট করতে পারে। শেখ হাসিনা ইতোমধ্যেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। আর এভাবেই অনাগত দিনে সারা বাংলাদেশে বিরোধী দলগুলোর ধারাবাহিক বিক্ষোভের (প্রায়ই যা সহিংস রূপ নেয়) পথ প্রশস্ত হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুখ ফুটে মনের কথা বলতে পারছেন না মধুমিতা
সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন ও সংস্কারের প্রয়োজন
মানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত
কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
হাসিনার সুবিধাভোগী আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে - আবু হানিফ
ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিবে পীর সাহেব চরমোনাই
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা:মামলা হয়নি: নিহতদের লাশ দাফন
ভারত শেখ হাসিনার সকল গুম খুনের সাথে জড়িত- রুহুল কবীর রিজভী
ভেবেছিলাম ২ ওভারের মধ্যেই ওকে ৬-৭বার আউট করব: কনস্টাসকে নিয়ে বুমরাহ
বিএনপি নেত্রী কারাবরণ করেছেন আওয়ামী লীগ নেত্রী পালিয়েছেন -ড. ফরিদ
বিশ্বকে হতভম্ব করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রদর্শন চীনের
লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা
ই-সিগারেটের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অংশীজনদের স্মারকলিপি
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন
পেকুয়ায় বৃহত্তর ঐতিহাসিক মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক আজাহারী
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকবার্তা বাইডেনের
কংগ্রেস-আপ দ্বন্দ্ব': ইন্ডিয়া জোটের নেতৃত্বে আসবেন মমতা?
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিচার হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব
ভারতে আরও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ