নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শাস্তিযোগ্য অপরাধ করেছেন
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তফসিল ঘোষণার পূর্বে নির্বাচনী প্রচারণা আচরণ বিধির লঙ্ঘন। আর ধারা- ১৮-তে বলা হয়েছে, বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। প্রধানমন্ত্রী জনসভায় নৌকায় ভোট চেয়ে বিধিমাল লঙ্ঘন করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পূর্বে কোনো নির্বাচনী প্রচারণায় কোনো দল বা ব্যক্তি অংশগ্রহণ করতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ধারা ১২তে বলা হয়েছে- ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা উহার কোনো মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্যকোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্যে নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না।
কিন্তু সরকার প্রধান বেশ কয়েকটি জনসভায় বিশেষ করে গত শনিবার কাওলার সিভিল এভিয়েশন মাঠে অনুষ্ঠিত জনসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন- নৌকা মার্কায় ভোট দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই আপনারা সবাই কি নৌকা মার্কায় ভোট দেবেন? অর্থাৎ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করছেন। এমনকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি বলেন, জনসভায় এবং ইলেকট্রনিক মাধ্যমে সারাদেশে জনগণের কাছে নির্বাচনী প্রচারের এসব বক্তব্য- নির্বাচন কমিশনের প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া বিধিমালার ধারা ১৮-তে বলা হয়েছে-বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক ছয়মাসের কারাদ- অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা দ-ে বা উভয় দ-ে দ-িত হইবেন। যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করে তাহলে অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদ-ে দ-িত হইবে।
রব বলেন, সরকারি দল তথা সরকার প্রধানের আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্বাচন কমিশনের তথাকথিত অঙ্গীকার ফাঁকা বুলির নামান্তর মাত্র। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনে কী ভূমিকা গ্রহণ করছে, তা জাতি প্রত্যক্ষ করতে চায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আটঘরিয়ায় জালসায় তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২
কুষ্টিয়ার কুমারখালীতে বেশি টাকা গুণলেই গোপনে মিলছে সার
ঘোড়াঘাটে পাওয়ার টিলার ট্রলি চালাতে গিয়ে শিশুর মৃত্যু
সিন্ডিকেটের প্রভাবে পেঁয়াজ চাষীদের মাথায় হাত
গাড়ি নিয়ে খালেদের বাহাস, স্পষ্ট করে যা বললেন হাসনাত
চন্দ্রঘোনায় প্রতিষ্ঠান ওমরা হজ্জ্ব ঘোষণা
অপহরণের ১২ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি মার্চেন্ট ব্যবসায়ী
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে: প্রকৌশলী জাকির সরকার
কাতারের কাটারা কালচার ভিলেজে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আরব সফরে অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানাবেন
ভারতে আটক জেলেরা দেশে ফেরত আসতে পারেন সোমবার
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘষে যুবক নিহত
ছাত্রদের মনে রাখতে হবে শুধু স্লোগান দিয়ে দেশ শাসন করা যায় না- ডঃ আব্দুল মঈন খান
শেরপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার-২
ইসরায়েলি বাহিনী গাজার দুটি হাসপাতাল খালি করার নির্দেশ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
নোয়াখালীতে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের
আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা.শফিকুর রহমান
কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাঁপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক
উত্তরখানে পুলিশ ছাত্র-জনতা ও নাগরিক সমাজের সমন্বয় সভা