ইসরাইলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেইজিংয়ের সঙ্গে জেরুজালেমের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে কমিউনিস্ট চীন। এবার গাজায় নেতনিয়াহুর সেনার ভয়ংকর হামলার বিরোধীতা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করলেন, ‘আত্মরক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে ইসরাইল। গাজার সাধারণ মানুষের উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
শনিবার ইসরাইল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইয়ের মধ্যে ফোনালাপ হয়। এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশেগুলোতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চীনের সহায়তা চান ব্লিঙ্কেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার আহ্বান জানান। এর পরেই ইসরাইলের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন ওয়াং। তার দাবি, হামাসের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নিতে গিয়ে গাজার সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। যা ইসরাইলের ‘আত্মরক্ষা’র নীতিকে ছাপিয়ে গিয়েছে। যা দ্রুত বন্ধ হওয়া উচিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মন্তব্য করেছিলেন, ইসরাইল-ফিলিস্তিন শান্তি ফেরাতে একমাত্র পথ দ্বিপাক্ষিক সমাধান। আরও বলেন, দ্রুত এই বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত।
ইসরাইলের সমর্থনে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : ইসরাইলের প্রতি আরও দরাজহস্ত আমেরিকা। ‘ইসরাইলের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতি তৈরির চেষ্টা ঠেকাতে’ পূর্ব ভূমধ্যসাগরে আরও একটি রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। প্রথমটির মতো এই রণতরীটিও যুদ্ধবিমান বহনে সক্ষম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের নামাঙ্কিত এই রণতরীটি খুব শীঘ্রই অন্য রণতরীটির সঙ্গে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে আমেরিকার তরফে। শনিবার আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার প্রতি আমরা দায়বদ্ধ। তা ছাড়া রাষ্ট্র কিংবা কোনও গোষ্ঠীর কাজ যদি যুদ্ধ পরিস্থিতির জন্ম দেয়, তা হলে আমরা তার প্রতিরোধ করবই।’ তিনি জানান, ‘মার্কিন যুদ্ধজাহাজগুলোর গাজায় কোনো যুদ্ধ কিংবা ইসরাইলি বাহিনীর অভিযানে অংশ নেয়ার উদ্দেশ্যে পাঠানো হয়নি। বরং নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী দুটি জাহাজের উপস্থিতি ইরান এবং ওই অঞ্চলে ইরানি সহায়তাকারী, যেমন- লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীর প্রতি কঠোর বার্তা হিসেবে পাঠানো হয়েছে।’
গত রোববারই পেন্টাগনের তরফে জানানো হয় যে, তারা জেরাল্ড আর ফোর্ড নামের একটি যুদ্ধবিমান এবং রণতরী পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। এর ফলে হামাসের অতর্কিত আক্রমণ প্রতিহত করার ক্ষমতা ইসরাইলের বাড়বে বলে জানায় আমেরিকা। এবার পাঠানো হয়েছে ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার স্ট্রাইক গ্রুপ (নৌ-বহর)। যা গত শুক্রবার ভার্জিনিয়ার নরফোক থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি সেখানে পৌঁছানোর পর ফোর্ড কতক্ষণ ওই অঞ্চলে থাকবে সেটা এখনো পরিষ্কার করে জানানো হয়নি।
আমেরিকা যখন আরও সক্রিয় ভাবে ইসরাইলের পাশে দাঁড়াচ্ছে, সেই সময় ‘নিরীহ’ ফিলিস্তিনিদের পক্ষে ইরান রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ইহুদিপ্রধান দেশটিকে। জাতিসংঘের মাধ্যমে তেহরান জানিয়েছে যে, হামাস অধিকৃত গাজা ভূখ-ে যদি ইসরাইল হামলা চালায়, তবে তার পরিণতি ‘সুদূরপ্রসারী’ হবে। ঘটনাচক্রে, শনিবার লেবানন সফরে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই তিনি হুঁশিয়ারি দেন ইসরাইলকে।
দোহায় হামাস নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান শনিবার গভীর রাতে দোহায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘যদি গাজায় ইহুদিবাদী শাসকের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে, তবে এ অঞ্চলে যে কোনও সম্ভাবনার কল্পনা করা যেতে পারে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে,’ আমিরাবদুল্লাহিয়ান বৈঠকের সময় ইরানের পক্ষ থেকে বলেছেন।
শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, গাজায় ইসরাইলি হামলা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে। হানিয়াহকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, হামাস ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য জোরালো সমর্থন আশা করে। এটি আঞ্চলিক সফরে ইরাক, লেবানন এবং সিরিয়ায় পরে আমিরাবদুল্লাহিয়ানের চতুর্থ বিরতি।
ইসরাইল-গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান রাশিয়ার : ইসরাইল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ভোট চেয়েছে রাশিয়া। শনিবার নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠায় মস্কো। আগামী সোমবার ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে বলে আশা দেশটির।
রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি শনিবার বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে যে প্রস্তাব দিয়েছি তার কোনও পরিবর্তন হয়নি। আমি আশা করছি, আগামী সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় ভোট হবে। এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকা-ের সমালোচনা করা হয়েছে।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস বা প্রত্যাখ্যাত হতে নয়টি ভোটের প্রয়োজন হয়। স্থায়ী সদস্যদের কেউ একজন ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়ে যায়। সাধারণত নিরাপত্তা পরিষদের যে কোনো উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে রক্ষা করে থাকে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্যদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের সংঘাতকে ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এ ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এ পৌছেছে। এর আগে, মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছিল যে, জেরুজালেমে মার্কিন দূতাবাস এবং তেল আবিবের শাখা অফিসের অ-জরুরি মার্কিন সরকারী কর্মীরা, সেইসাথে তাদের পরিবারের সদস্যরা ইসরাইল ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘ইসরাইলের অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে।’
‘আঞ্চলিক নিরাপত্তা গ্যারান্টার নিরাপত্তাকে চালিত করেছে যাতে ফিরে না আসে এবং ওয়াশিংটনের কাউকে কি আবার তাদের নৃশংসতা, উস্কানি ও প্রদর্শনীর জন্য দায়ী করা হবে না?’ জাখারোভা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেন।
গাজা উপত্যকা থেকে হামাসের ইসরায়েলি ভূখ-ে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস তাদের আক্রমণ চালায়। ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সূত্র : রয়টার্স, আল-জাজিরা ও তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণার্থীরা সনদ ও ভাতা বঞ্চিত
লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বাবা-চাচা-মামার রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন, প্রশ্ন সারজিসের
ময়মনসিংহসহ চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি
অবশেষে কাজের সমাপ্তি হলো সিকৃবির নান্দনিক অডিটোরিয়ামের
শ্বশুরকে সৌদি প্রবাসীর কাফনের কাপড় উপহার, রাগ করে স্বামীকে স্ত্রীর তালাক
আটঘরিয়ায় জালসায় তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২
কুষ্টিয়ার কুমারখালীতে বেশি টাকা গুণলেই গোপনে মিলছে সার
ঘোড়াঘাটে পাওয়ার টিলার ট্রলি চালাতে গিয়ে শিশুর মৃত্যু
সিন্ডিকেটের প্রভাবে পেঁয়াজ চাষীদের মাথায় হাত
গাড়ি নিয়ে খালেদের বাহাস, স্পষ্ট করে যা বললেন হাসনাত
চন্দ্রঘোনায় প্রতিষ্ঠান ওমরা হজ্জ্ব ঘোষণা
অপহরণের ১২ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি মার্চেন্ট ব্যবসায়ী
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে: প্রকৌশলী জাকির সরকার
কাতারের কাটারা কালচার ভিলেজে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আরব সফরে অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানাবেন
ভারতে আটক জেলেরা দেশে ফেরত আসতে পারেন সোমবার
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘষে যুবক নিহত
ছাত্রদের মনে রাখতে হবে শুধু স্লোগান দিয়ে দেশ শাসন করা যায় না- ডঃ আব্দুল মঈন খান