ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
আজ মন্ত্রিপরিষদ বিভাগে এসএসবির সভা

নির্বাচনের আগে দুই স্তরে পদোন্নতি দেওয়া হচ্ছে

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

১৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকলেও প্রশাসনে তিনস্তরে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদোন্নতি দেওয়া হয়েছিল। ঠিক সেই ভাবে বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে এবং জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা আগে প্রশাসনের দুইস্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) কর্মকর্তারা পদোন্নতি দেয়া হচ্ছে।

সংবিধান অনুযায়ি আগামি নভেম্বরের মাঝামাঝিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। তাপরপর ইসির পরামর্শ ছাড়া প্রশাসনে পদোন্নতি, পদায়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় ইসির পরামর্শ অবশ্যক। সেই প্রেক্ষিতে বর্তমান সরকারের মেয়াদ শেষে আবারও প্রশাসনে দুইস্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) পদোন্নতি দিতে চাইছে। এজন্য পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি)’র বৈঠক অব্যাহত রয়েছে। চলতি বছর ১২ মে নিয়মিত ১৭ ব্যাচসহ বঞ্চিতদের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও সম্প্রতি উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল প্রক্রিয়া প্রায় শেষ করেছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আরেক দফা বসছে সুপরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)’র বৈঠক। সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। এবার অতিরিক্ত সচিব পদে নিয়মিত ১৮ ব্যাচ ও উপসচিব পদে ২৯ ব্যাচেসহ বঞ্চিতদেরও বিবেচনায় আনা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২০১৮ সালে ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকলেও প্রশাসনে তিনস্তরে (উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব) পদোন্নতি দেওয়া হয়েছিল। বর্তমানে এসকল কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই সচিব, অতিরিক্ত সচিব ও ডিসির দায়িত্ব পালন করছেন। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই স্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) পদে পদোন্নতি দিতে চাইছে। এবার উপসচিব পদে বিবেচনায় বিসিএস ২৯ ব্যাচের যোগ্য কর্মকর্তা রয়েছেন ১৯৯ জন। পাশপাশি অন্যান্য ক্যাডার থেকে কর্মকর্তারাও পদোন্নতির জন্য ২৪১ জন আবেদন করেছেন। এছাড়াও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা রয়েছেন ৫৪ জন। সব মিলিয়ে ৫৯৪ জন কর্মকর্তা উপসচিব পদের জন্য যোগ্য রয়েছেন। ইতিমধ্যে এসএসবির একাধিক সভায় পদোন্নতি যোগ্যদের কর্মজীবন, পারিবারিকসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আজকের সভায় উপসচিব পদোন্নতির চুড়ান্ত করা হবে। এরপর অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়টিও পর্যালোচনা করে চুড়ান্ত দিনও ধার্য করা হবে।

গত ১২ মে নিয়মিত ১৭ ব্যাচসহ বঞ্চিত ১১৪ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এরপর ৪ সেপ্টেম্বর প্রশাসনে নিয়মিত ২২ ব্যাচসহ বঞ্চিত উপসচিব পদমর্যাদার ২২১ কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পান। এরপর পদোন্নতি যোগ্য কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত সচিব ও উপসচিব পদে পদোন্নি দের বিবেচনায় আনে সরকার। শুরু হয় এসএসবির অব্যাহত সভা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি হতে পারে। আবার পদোন্নতি হলে বিভিন্ন স্তরের পদের চেয়ে আরো বেশি সংখ্যক কর্মকর্তা বৃদ্ধি পাবে। সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ রয়েছে ১৪০টি। এই পদে কর্মরত আছেন ৩৮৭ জন কর্মকর্তা। যুগ্ম সচিবের অনুমোদিত পদ ৩৩২টি। কর্মরত আছেন ৯৩৯ জন। ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার ৪২৮টি, কর্মরত আছেন এক হাজার ৪৭৭ জন। এবারের অতিরিক্ত সচিব পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হচ্ছে। পদোন্নতি যোগ্য নিয়মিত মাত্র ১৪২জন কর্মকর্তা রয়েছেন। বঞ্চিতসহ মোট ২৫৪ কর্মকর্তা পদোন্নতি বিবেচনায় আনা হয়েছে। যদিও অতিরিক্ত সচিব বা উপসচিবের পদ শূণ্য নেই, তারপরও নির্বাচনের আগে সরকার দুই স্তরে পদোন্নতি সম্পন্ন করতে সকল কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব/সচিবের ৬৯টি পদে কর্মরত রয়েছেন ৮৩ জন। অতিরিক্ত সচিবের ১৪০টি পদে রয়েছেন ৩৮৭ জন। যুগ্মসচিবের পদ ৩৩২টি, আছেন ৯৩৯ জন। ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার ৪২৮টি, কর্মরত আছেন এক হাজার ৪৭৭ জন। সিনিয়র সহকারী সচিব পদে দুই হাজার ১৪৪ জন কর্মরত থাকলেও অনুমোদিত পদের সংখ্যা দুই হাজার ৯৭৫। আর সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন এক হাজার ১৪৯ জন, যেখানে পদের সংখ্যা এক হাজার ৩৯৩।

এদিকে নিয়ম অনুযায়ি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি যোগ্যদের সকল তথ্য উপাত্য সংগ্রহ করা হয়েছে। উপসচিব পদের ক্ষেত্রে (বিশেষ করে বিসিএস ২৯তম ব্যাচের যেসব কর্মকর্তা সিনিয়র স্কেল পদে ন্যূনতম পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্যূন ১০ বছর চাকরি পূর্ণ করেছেন, তাদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ জনের তালিকা সংযুক্ত ছকে পাঠাতে বলা হয়। ইতিমধ্যে সকল কর্মকর্তার তথ্য উপাত্য এসএসবির কাছে সংরক্ষণ রয়েছে। এখন তাদের আমলনামা চুলচেরা বিশ্লেষণ করে পদোন্নতির বিচেনায় আনা হবে। তবে চলতি মাসেই অতিরিক্ত সচিব ও উপসচিব পদে পদোন্নতির কাজ শেষ করবে এসএসবি। এরপর সারসংক্ষেপ প্রস্তুত করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ইনকিলাবকে বলেন, যারা পদোন্নতির যোগ্য হয়েছেন, তাদেরকে পদোন্নতির জন্যবিচেনায় আনা হচ্ছে। এটা রুটিন ওয়ার্ক। তাছাড়া পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী সুপিরিয়র সিলেকশন বোর্ড রয়েছে। এই বোর্ডই যোগ্যদের সম্পর্কে বিচার বিশ্লেষণ করে পদোন্নতির জন্য বিচেনায় আনে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু