ধেয়ে আসছে ‘হামুন’
২৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড় ‘হামুন’। হামুনের গতিমুখ আপাতত বাংলাদেশ ও ভারতের উপকূল বরাবর। তবে উপকূলে আছড়ে পড়ার আগে অনেক সময়েই গতিপথ পরিবর্তন হতে পারে। গতকাল সোমবার রাতে সর্বশেষ আবহাওয়ার বিশেষ বার্তায় জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হয়ে গতকাল রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেয়া হয় ‘হামুন’। এটি ইরানের দেয়া নাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুবই উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলে গুমোট আবহাওয়া বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
সর্বশেষ আবহাওয়া তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। হামুন আরও উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় হামুনের অগ্রবর্তী অংশের প্রভাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায় ৫৯ মিলিমিটার। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘাচ্ছন্নসহ বৃষ্টিপাত হয়েছে। সারা দেশে তাপমাত্রা কমে গেছে। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত শনিবার ও রোববার যথাক্রমে লঘুচাপ ও সুস্পষ্ট লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয় । গভীর নিম্নচাপ গতকাল আরো শক্তি সঞ্চয় ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে।
গতকাল রাতে বিশেষ বুলেটিনে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড় হামুনের সবশেষ অবস্থান ছিল পশ্চিম-মধ্য ও এর কাছাকাছি উত্তর মধ্য বঙ্গোপসাগর এলাকায়। হামুন গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম, দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিমি পশ্চিম, দক্ষিণ পশ্চিমে, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় হামুন আরও উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
হামুন মানে ভূমি : পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছে ‘হামুন’। হামুন নামটি ইরানের দেয়া। এর মানে হচ্ছে সমতল ভূমি বা পৃথিবী। হামুন ক্রমেই আরও ঘনীভূত হয়ে এবং উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
বুধবার বা বৃহস্পতিবার আঘাত : বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদগণ আভাস দিয়েছেন, ঘূর্ণিঝড় হামুন বর্তমান গতিতে এগোতে থাকলে আগামীকাল বুধবার থেকে পরদিন বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। হামুন চলতি বছরে বাংলাদেশে আঘাত করলে দ্বিতীয় ঘূর্ণিঝড়। গত মে মাসে ঘূর্ণিঝড় ‘মোখা’ দুর্বল হয়ে বাংলাদেশের টেকনাফের পাশ দিয়ে মিয়ানমার অতিক্রম করে।
অতিবৃষ্টির সতর্কতা : গতকাল রাতে আবহাওয়া বিভাগের ভারী বর্ষণের সতর্কতায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ৩৩.৬ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৬.৮ ডিগ্রি সে.।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল