দুর্গাপূজা ঘিরে কড়া নজরদারি
২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
জগন্নাথ হল ও ঢাকেশ্বরী মন্দির ঘুরেছি। এ পর্যন্ত যে ক’টি পূজা ম-প ঘুরেছি, সব জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা দেখেছি। প্রতিটি পূজামন্ডপ সিসি টিভির ক্যামেরার আওতায় রয়েছে। পাশাপাশি দেখলাম উপস্থিত লোকজনও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করছে। সার্বিক আয়োজন দেখে খুব ভালো লাগছে। সবুজবাগ এক ম-পের সামনে গতকাল সোমবার ব্যবসায়ী সুমন সাহা এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানী ঢাকায় এবার ২৪১টি ম-পে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এর মধ্যে জমকালো আয়োজনের কয়েকটি ম-প ঘুরে দেখতে বোনকে নিয়ে বের হয়েছি। এ পর্যন্ত যে ক’টি পূজা ম-প ঘুরেছি, সব জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা দেখেছি।
ম-পে পূজা দেখতে আসা ডা শংকর রায় বলেন, পূজায় এবারের নিরাপত্তা ব্যবস্থাপনা খুব ভালো। গত দুই বছর করোনার কারণে বের হতে পারিনি। এবার সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আয়োজন সবই খুব সুন্দরভাবে করা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এবার সারাদেশে ৩৩ হাজারেরও বেশি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দূর্গাপূজা। যা গত বছরের তুলনায় ১ হাজারেরও বেশি। গত বছর ২০২২ সালে দেশে ৩২ হাজার ৩৯৫টি মন্ডপে পূজা উদযাপিত হয়েছিল। দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে চট্রগ্রামে সবচেয়ে বেশি পূজার আয়োজন করা হয়েছে। চট্রগ্রামে মোট ২ হাজার ৩৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেইসাথে দেশের মধ্যে সবচেয়ে কম মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে বান্দরবনে। সেখানে পূজা মন্ডপের সংখ্যা ২৯টি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ১৬ অক্টোবর থেকেই সারা দেশে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে যেকোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বাড়ানোর কথাও জানায় বাহিনীটি।
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সারাদেশের প্রায় প্র্রতিটি পূজাম-প সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। সাইবারের মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। এটি প্রতিরোধ করার জন্য পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেউ কোনো ধরনের সংবাদ পেয়ে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও বলা হয়েছে। ২৪ ঘণ্টা মনিটরিং টিম এসব বিষয় পর্যবেক্ষণ করছেন। নির্দিষ্ট সময়ে যেন বিসর্জন হয় সে জন্য সবাই সচেষ্ট থাকবেন সংশ্লিষ্টরা। থানা ও নৌপুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সে জন্য সতর্ক অবস্থা তৈরি করা আছে বলে তিনি মন্তব্য করেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইনকিলাবকে বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তিনি আরও বলেন, কেউ শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশ নষ্ট করার পায়তারা করলে তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হবে। সারাদেশের প্রতিটি পূজামন্ডপ নিরাপত্তার মধ্যে রয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের শঙ্কা মোকাবিলায় আমরা প্রস্তুত। ডিএমপি’র আওতাধীন এলাকায় ২৪৮ পূজাম-পে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সব পূজাম-পকেই আমরা গুরুত্ব দিচ্ছি। অতিগুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ এই দুই ভাগে ভাগ করা হয়েছে পূজাম-পগুলোকে। সাতটি পূজাম-পকে আমরা কম গুরুত্বপূর্ণ পর্যায়ে রেখেছি আর বাকিগুলোকে অতিগুরুত্বপূর্ণ পূজাম-প হিসেবে বিবেচনা করছি। পূজাম-পগুলোয় প্রবেশের সময় আর্চওয়ে রয়েছে। বিশেষ নিরাপত্তা টিম কাজ করছে।
গতকাল সোমবার গোপীবাগ রামকৃষ্ণ মিশনে পূজা দেখতে আসেন পরিমল হালদার। তিনি বলেন, এবার অন্যরকম আনন্দ লাগছে। দুই বছর পর পূজায় মনের মতো ঘুরতে পারছি। করোনার জন্য গত দুই বছর একদম বের হতে পারিনি। আরও ম-প দেখব। খুব খুশি লাগছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় ইনকিলাবকে বলেন, চট্টগ্রামে পূজা উদযাপনে ম-পগুলোতে ৪ স্তরের নিরাপত্তা বলয়, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। পূজা ম-পকেন্দ্রিক কমিটি গঠন করে দেয়া হয়েছে। প্রতিটি ম-পে আমরা সম্প্রীতি কমিটি গঠন করেছি, যাতে সমন্বিত প্রয়াসে চারদিনের এ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে। এ ছাড়া প্রতিটি ম-প সিসিটিভির আওতায় রয়েছে। কৃষ্ণপদ রায় আরও বলেন, পূজায় নাশকতা নিয়ে আমরা কোনো শঙ্কিত বোধ করছি না। শঙ্কা করার মতো কিছু নেই। তবে বিভিন্ন সময় যেহেতু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এগুলো মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল