গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল
২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টাতেই ইসরাইলি হামলায় ১৮২ শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে রোববারের (২২ অক্টোবর) বোমা হামলার মাত্রা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, কোনো সতর্কবার্তা না দিয়েই বেসামরিক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। এতে প্রতিদিনই হতাহত হচ্ছে অসংখ্য মানুষ।
৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫,০৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২,০৫৫ শিশু এবং ১,১১৯ জন মহিলা রয়েছে।
এছাড়া, ইসরাইলি হামলায় ৫৭ জন চিকিৎসাকর্মী নিহত এবং ১০০ জন আহত হয়েছে। মোট আহত হয়েছেন ১৫,২৭৩ জন। ইসরাইলি হামলা ও জ্বালানি সংকটের কারণে ১২টি হাসপাতাল ও ৩২টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে। ৮৩০ শিশুসহ প্রায় ১,৫০০ মানুষ এখনও ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে রয়েছে। এদিকে, রোববার এক রাতেই ২৩০টি টার্গেটে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তথ্য জানিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় এসব হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলি বিমানের বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার হাসপাতাল, মসজিদ, গির্জা, শরণার্থী শিবির বা জাতিসংঘ স্কুল কোনোকিছুই। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ সোমবার (২৩ অক্টোবর) এক্সে এক বার্তায় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় গাজার ৩২০টি টার্গেটে বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে গাজার খান ইউনিসে রোববার রাতে অন্তত ৬০ বার বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুধু তাই নয়, সেখানে একটি হাসপাতালের ১০০ মিটারের মধ্যে ১০বার বোমা হামলা চালানো হয়েছে। খান ইউনিসকে বলা হচ্ছে নিরাপদ এবং গাজা সিটি (উত্তরাঞ্চল) থেকে বাসিন্দাদের সেখানে পালিয়ে যাওয়ার কথা বলছে ইসরাইলি কর্তৃপক্ষ। তবে খান ইউনিসেও এতবার বোমাবর্ষণের ফলে কোনো নিরাপদ এলাকা পাচ্ছে না গাজার বাসিন্দারা।
ফের দুটি হাসপাতালে গোলাবর্ষণ, ৩১ মসজিদ ধ্বংস : ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতাল এবং গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলের আল-কুদস হাসপাতালের কাছে ইসরাইলের বিমান বাহিনী গোলা বর্ষণ করেছে। সূত্র অনুসারে, আল-শিফা হাসপাতালের প্রাঙ্গণে বিমান হামলা চালানো হয়েছিল যেখানে বেশিরভাগ চিকিৎসা কর্মী এবং আহত ব্যক্তিদের অবস্থান ছিল। সংবাদ সংস্থার সূত্রগুলো পরামর্শ দিয়েছে যে, এ হামলার লক্ষ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩১টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে রোববার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচটি মসজিদ ধ্বংস হয়েছে। গাজাভিত্তিক ওয়াকফ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোববার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া মসজিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টি।
এছাড়া ২১ অক্টোবর, শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসরাইলি বোমা হামলায় যেসব বেসামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তা উল্লেখ করেছে। এগুলোর মধ্যে রয়েছে এই মন্ত্রণালয়ের সদর দপ্তর, এর কোরআন রেডিও স্টেশন এবং খ্রিষ্টানদের একটি গির্জা। এদিকে গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৩টি গির্জা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। গত দুই সপ্তাহের বিমান হামলায় গাজা উপত্যকার সমস্ত ভবনের অর্ধেক হয় আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘যুদ্ধ’ থামানোর অনুরোধ পোপ ফ্রান্সিসের : ইসরাইল এবং হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার্স স্কোয়্যারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেয়ার সময় একথা বলেছেন পোপ ফ্রান্সিস। পোপ বলেছেন, ‘যুদ্ধে কখনো কারো জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ, যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।’ এখানেই শেষ নয়, গাজা স্ট্রিপে যাতে আরো মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ। উল্লেখ্য, গত দুই দিন ধরে গাজা স্ট্রিপে রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। ট্রাক বোঝাই করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যে পরিমাণ জিনিস যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলি।
মিশরের কাছে ক্ষমা চাইল ইসরাইল : ইসরাইল জানিয়েছে, সংঘাত চলাকালীন তাদের একটি ট্যাঙ্ক ভুল করে মিশরের একটি পোস্টে আক্রমণ চালিয়েছে। বিষয়টি নিয়ে মিশরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তারা। গাজা সীমান্তের একেবারে কাছে এই ঘটনা ঘটেছে। বস্তুত, মিশরের এই অঞ্চলেই রাফাহ সীমান্ত। ওই সীমান্ত দিয়েই গাজা স্ট্রিপে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। মঙ্গলবার ওই সীমান্তের কাছে একটি বিরাট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ইসরাইলের ট্যাঙ্ক মিশর সীমান্তে যে আক্রমণ চালিয়েছিল, তার ফলেই ওই বিস্ফোরণ কি না, তা এখনো স্পষ্ট নয়। মিশর জানিয়েছে, ইসরাইলের ওই আক্রমণে বেশ কিছু সীমান্তরক্ষী আহত হয়েছেন।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ : আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তেল আভিভে। গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে যে হামলা চালিয়েছিল, এবং ২০০ জনকে পণবন্দি করেছিল, তার মধ্যে ৩০ জন ফ্রান্সের নাগরিক আছে বলে ফ্রান্স জানিয়েছে। এর মধ্যে সাতজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এই সাতজনের একজন পণবন্দি হয়েছেন বলে সম্প্রতি ফ্রান্স জানতে পেরেছে বলে ম্যাখোঁ জানিয়েছেন। বাকিরাও এখনো পণবন্দি। কীভাবে তাদের ছাড়ানো যায়, তা নিয়ে একাধিকবার আলোচনায় বসেছেন ম্যাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ইটালি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইসরাইল গেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী ছাড়াও ফিলিস্তিনের নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেছেন। সূত্র : আনাদোলু এজেন্সি, আল-জাজিরা, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল