ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় সহায়তার অনুরোধ ওবায়দুল কাদেরের

স্বজনদের আর্তনাদ বাড়ছে লাশের সারি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকারীরা বলছেন, একের পর এক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ট্রেনের বগির ভেতরে অনেকে আটকা পড়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করছে রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশ। ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে একে একে বের করা হচ্ছে লাশ। গতকাল রাত ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজে যোগ দিয়েছে র‌্যাব ও বিজিবি।

এদিকে, ঘটনাস্থলে থাকা র‌্যাব-৯ এর এএসপি গোলাম মোহাম্মদ বলেন, আমরা ২৪ জনের লাশ উদ্ধারের তথ্য জানতে পেরেছি। বাকি হতাহতদের উদ্ধারে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পরে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। এছাড়া ঢাকা থেকে একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে আসছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা দমকল বাহিনীর কর্মীরা ট্রেনের বগির ভেতর থেকে একের পর এক লাশ বের করে নিয়ে আসছেন। পরে সেগুলো কাপড়ে মুড়িয়ে রাখা হয়। সময় যতই বাড়ছে লাশের সংখ্যা ততই বাড়ছে। আটকেপড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। গুরুতর আহত হয়ে অনেককে কাতরাতে দেখা গেছে ট্রেনের ভেতরে। উদ্ধার করার জন্য করছেন আকুতি। কারও আবার ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। শুরুতে হতাহতের সংখ্যা এত বেশি হবে তেমন ধারণা কেউ করতে না পারলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাশের সারি লম্বা হচ্ছে। উদ্ধারকাজে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভৈরবে এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে। উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই শঙ্কার কথা বলা হয়েছে। আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের শঙ্কা হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে। ভেতর থেকে আহতদের উদ্ধার করে বের করে নিয়ে আসছেন তারা। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ তিনটি বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আর তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বলেন, আমরা বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রনি মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, এত বড় দুর্ঘটনা আগে কখনো দেখেনি। অনেক যাত্রী বগির ভেতরে আটকে ছিলেন। তাদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন।

যাত্রীবাহী ট্রেনের পেছনে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রেনের ভেতর উদ্ধার কাজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি বলেন, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধুর ট্রেন ঢাকার দিকে আসছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন আসে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (দ্বায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বেলা পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দুটি ট্রেন একটি আখাউড়া ও একটি ঢাকা থেকে যায়। এগারসিন্ধুর ট্রেন কে মালবাহী কন্টেইনার ট্রেন এসে হিট করেছে। পার্শ্ব সংঘর্ষ বা সাইড কোলাশন হয়েছে। ডিজরিগার্ড অফ সিগন্যালে ছিল মালবাহী ট্রেনটি। তবে এখন পর্যন্ত হতাহতের কোন সঠিক সংখ্যা জানাতে পারেননি মহাব্যবস্থাপক। আমরা এখনো সঠিক জানি না। তবে হতাহতের কথা শুনেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা সহযোগিতা করছে। ভৈরবে রেলওয়ের স্থানীয় ইউনিটও উদ্ধারে যোগদান করেছে।

এদিকে, ভৈরবে সংঘটিত রেল দুর্ঘটনায় পর স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন অনুরো জানান ওবায়দুল কাদের। ওই বিবৃতিতে নিহতদের স্মরণে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিবৃতিতে নিহতদের পবিত্র আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন এবং আহতদের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে। ###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
মৎস্যজীবীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন: কারা অধিদফতর
রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার
ছাত্রহত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান শিমুলিয়ার ‘বাবুল মাস্টার’!
আরও

আরও পড়ুন

সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি

সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল