বিএনপি হামলা করলে পাল্টা হামলা : ওবায়দুল কাদের
২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
সরকার পতনে আগামীকাল (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ আওয়ামী লীগ হামলা করবে না বলে উল্লেখ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাব না। কিন্তু আমাদের সমাবেশে হামলা করলে আমরাও বসে থাকব না। পাল্টা হামলা করবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে সেতুভবনে ২৮ অক্টোবর কর্নফুলি নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্র্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তি সমাবেশ করবো। তারা আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকবো না। শান্তির সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে। ‘ভায়োলেন্স আনসার ইজ নট সাইলেন্স’ বলে এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের আরো বলেন, এখন পর্যন্ত আমরা বিএনপির সমাবেশে হামলা করিনি, করবও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চাই, নির্বাচনের আগে ও পরের পরিবেশ শান্ত চাই। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা উসকানি দেব কেন? আমাদের উস্কানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটাকে চালাতে চাই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোন চাপ পাচ্ছি না। আমি কোন চাপের কথা জানি না। চাপ কেন হবে। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই। তিনি বলেন, বাংলাদেশে সব সময় আতংক থাকে। রাজনীতিতে এমন ভয়, আতংক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বিদেশি চাপের বিষয়ে অবহিত নই, আমাদের নির্বাচন আমরা করবো, বন্ধু রাষ্ট্র হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতে পারে। ২৯ তারিখ মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাতের জন্য সময় চেয়েছে।
গত বুধবার রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে সরকারের ভূমিমন্ত্রী থাকার বিষয়ে জানা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এটা অফিসিয়ালি না। আমার জানা নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একাত্তরের চেতনাকে ধারণ করে না। তারা ধারণ করে ৪৭ এর দ্বিজাতিতত্ত্বে। তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে পচাঁত্তরে ১৫ আগস্ট, ৩রা নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট। এর শেষ কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো কি তাদের সর্বশেষ টার্গেট? এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে তারা ১৯৭১ সালের চেতনা ধারণ করে কিন্তু তারা সেটি করে না।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এর পর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নিবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬ টা টানেলে গাড়ি চলাচল শুরু হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী