মোবাইলের লাইট জ্বালিয়ে আটকেপড়াদের বাঁচার আকুতি ডাটা সেন্টারে ক্ষতিগ্রস্ত, ইন্টারনেটে ধীরগতি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী

মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিহত এক নারী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ তলা বিশিষ্ট ভবনের ১৩ তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কিছুক্ষণ পর ভবনের ১১ বা ১২তলা থেকে তার ধরে নামার চেষ্টা করছিলেন কয়েকজন। এসময় একজন নারী নামতে গিয়ে প্রথমে এসির ওপর পড়েন, তারপর নিচে পড়ে তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আকতার জানিয়েছেন, বিকাল ৪টা ৫৯ মিনিটে মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগার খবর পান। রাত ৯টায় এ রিপোর্ট লেখার পর্যন্ত দীর্ঘ ৫ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সদস্যরা একযোগে কাজ করছেন। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পুরো মহাখালী এলাকা ঘোর অন্ধকারে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ৭ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও র‌্যাব ও পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে।

আগুন লাগা ১৪ তলা ভবনটিতে ব্যাংক, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের নবম ও দশম তলা মিলিয়ে আর্থ টেলিকম ও রেইস অনলাইনের কার্যালয় এবং সার্ভার রুম। ওই ভবনের একটি ফ্লোরে আন্তসংযোগ এক্সচেঞ্জ অপারেটরদের সংযোগ অফিস। অগ্নিকান্ডের ঘটনার পর ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালীর অগ্নিকান্ডের কারণে ইন্টারেনট সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন ইন্টারেনট সেবা পাচ্ছেন না।
আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তৈরি হয় যানজট। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করে। এদিকে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সাত প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথমে ২ টি ইউনিট এবং পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রনে ১১ টি ইউনিট কাজ শুরু করে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ জানান, মহাখালীর আমতলী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় ভবনে বেশ কয়েকজন আটকে পড়েন। ফায়ার সার্ভিস তাদের নামিয়ে আনেন। সহযোগিতা করে পুলিশ।

এদিকে, আগুনের খবরে ওই ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি ও ইন্টারনেটের ক্যাবল ধরে নামতে দেখা যায় অনেককে।
আগুনের ঘটনার পর এক ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে দৌঁড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি ধরে নামতে থাকেন তারা। ভবনের ছাদে অন্তত ১০/১২ জনকে দেখা যায়। তারা আগুন থেকে বাঁচার জন্য আকুতি জানাতে থাকেন। ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট দিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন যে তাদেরকে উদ্ধার করা হোক। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন।

রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, ভবনের ছাদ ও বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায় তল্লাশি চালায়।
তিনি বলেন, উদ্ধারকৃতদের আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিস টেবিল টার্ন লেডারের (টিটিএল) সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের বাইরের কাচের আবরণ ও জানালার গ্লাস ভাঙছে। একইসঙ্গে ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না তা খুঁজছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে দুইটি লেডার দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হয়। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আছে কি না।

এদিকে রশি বেয়ে নামতে গিয়ে মারা যাওয়া নারীর আনুমানিক বয়স ৩০। বোরকা পরিহিত ওই নারীর পরিচয় মেলেনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র

ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র

বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০

বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০

হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে

হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে

অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?

অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?

ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক

ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক

ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত

বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত

সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী

মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী

‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান

‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান

কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা

কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা

বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক

বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক

ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা

ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা

সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা

সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা

বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।

বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ

টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী