গাজায় ঢুকে ইসরাইলি ট্যাঙ্কের পিছুটান
২৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
রাতের আঁধারে গাজায় প্রবেশের চেষ্টা করে ফিরে এসেছে দখলদার ইসরাইল। দু’সপ্তাহের বেশি সময় ধরে গাজার বাইরে অবস্থান করে হুমকি ধমকির পর ভেতরে ঢুকলেও পালিয়ে আসতে বাধ্য হয়েছে নেতানিয়াহুর সেনারা। তারা ভয় পাচ্ছে, তাদের শত কোটি টাকা মূল্যের ট্যাংকগুলোকে মাত্র কয়েকশ’ ডলারের অস্ত্রেই ঘায়েল করে ফেলতে পারে হামাস।
এদিকে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের ধ্বংসাত্মক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ১৯ হাজার জনেরও বেশি আহত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা কমপক্ষে ৬,৯৫৫-এ পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয় স্বাস্থ্য আপডেটে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৬,৮৫০-এ পৌঁছেছে, অন্যদিকে পশ্চিম তীরে মৃতের সংখ্যা ১০৫। উপরন্তু, মন্ত্রণালয় বলেছে, গাজায় ১৭,০০০ ফিলিস্তিনি আহত হয়েছে, এবং অন্য ১,৯০০ জন পশ্চিম তীরে। গাজার হতাহতের ৭০ শতাংশ শিশু, মহিলা এবং বৃদ্ধ, যা বেসামরিক জনগণের ওপর চলমান ইসরাইলি গণহত্যার আগ্রাসনের ধ্বংসাত্মক প্রভাবকে তুলে ধরে।
মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ইসরাইলি আক্রমণে ১৪৯টি ফিলিস্তিনি পরিবার তাদের দশ বা তার বেশি সদস্যকে হারিয়েছে, আর ১২৩টি পরিবার ৬ থেকে ৯ সদস্যকে হারিয়েছে এবং ৪১৬টি পরিবার ২ থেকে ৫ সদস্যকে হারিয়েছে। স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর ২৬০টিরও বেশি আক্রমণ নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ৭৩ জন স্বাস্থ্যসেবা কর্মী তাদের জীবন হারিয়েছে, ১০০ জনেরও বেশি আহত হয়েছে এবং ৫০টি অ্যাম্বুলেন্স সম্পূর্ণরূপে পরিষেবার বাইরে রেন্ডার করা হয়েছে।
হামাস হুমকি দিয়েছে, বিমান হামলা চালানোর মতো সহজ হবে না ইসরাইলিদের স্থল হামলা। বরং এক্ষেত্রে তাদেরকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। মাটির নিচে থাকা হামাসের টানেল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় তাদেরকে হামাসের এ হুমকি সহ্য করতে হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও এক্ষেত্রে তাড়াহুড়া করে গাজার ভেতরে হামলা চালানোর পক্ষে মত দেয়নি।
বিষয়টি বুঝতে পারছে ইসরাইলও। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ ধারণা করছেন, হামাসের অল্পদামের কার্যকরী অস্ত্রের ভয়েই ইসরাইল স্থল হামলায় সময় নিচ্ছে। মূলত তাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে হামাসের একটি ভিডিও। সেই ভিডিওতে হামাস দেখিয়েছে তাদের অস্ত্রের সক্ষমতা কত। হামাসের ওই ভিডিওতে দেখা যায়, কমদামি সাধারণ একটি হেক্সাড্রোনে ঝোলানো হয়েছে রুশ নির্মিত রকেট লঞ্চার আরপিজি-৭-এ ব্যবহারযোগ্য একটি রকেট। পরে সেই ড্রোন ইসরাইলি একটি মেরকাভা মার্ক-৪ ট্যাঙ্কের ওপর উড়ে গিয়ে নিখুঁত লক্ষ্যে রকেটটি নিক্ষেপ করে। সে আঘাতে উড়ে যায় ইসরাইলি ট্যাঙ্কের ‘মেন ব্যাটল ট্যাঙ্কের’ উপরের অংশ।
ওই ভিডিও সম্পর্কে সমর বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলি একটি মেরকাভা মার্ক-৪-এর দাম কমপক্ষে এক কোটি ডলার। অন্যদিকে হামাস যেসব অস্ত্র ব্যবহার করছে, সেগুলোর দাম একেবারেই কম, মাত্র কয়েকশ’ ডলার। সস্তা দামের এ ড্রোন মাটির খুব নিচ দিয়ে ওড়ার কারণে সেগুলো ইসরাইলের রাডারেও ধরা পড়ছে না।
এ পরিস্থিতিতে এখনই গাজার ভেতরে ঢুকতে রাজি নয় ইসরাইলি সেনাবাহিনী। বরং পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত সময় মিললেই তারা গাজায় স্থল হামলা চালাতে শুরু করবে। তবে হামাস যেভাবে ওৎ পেতে তাদের স্বাগত জানাতে বসে আছে, তাতে উপযুক্ত সময় নিয়ে যথেষ্ট সন্দিহান রণক্ষেত্রে থাকা সম্মুখ পানের ইসরাইলি যোদ্ধারা।
ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গতকাল গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করেছে। তারা বলেছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ‘অনেক সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত স্থাপনায় আঘাত করা হয়েছে বলে অভিযানের ভিডিও পোস্টে বলা হয়েছে।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোন জানাতে রাজি হননি তিনি। তবে বিবিসির যুক্তরাষ্ট্রের সম্প্রচার অংশীদার সিবিসি জানিয়েছে, গাজায় ইসরাইলি স্থল অভিযান পেছানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল আবিব থেকে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, স্থল অভিযানটি কখন থেকে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে। ‘আমরা এরইমধ্যে হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি এবং এটা শুরু মাত্র,’ বলেন তিনি, ‘একই সাথে আমরা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। আমি বলতে চাই না যে, সেটি কখন, কিভাবে বা কতজন থাকবে। স্থল অভিযান নিয়ে আমরা কী কী বিষয়ে হিসাব-নিকাশ করছি সে সম্পর্কেও বিস্তারিত বলতে চাই না আমি, সাধারণ মানুষ এগুলো সম্পর্কে কিছু জানে না এবং এটাই হওয়া উচিত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘৬ অক্টোবরের আগে যেমনটা ছিল’ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সেই ‘স্থিতিশীল’ অবস্থানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মঙ্গলবার ইসরাইল ও হামাসের যুদ্ধের বিষয়ে তার দেয়া একটি বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া দেখে ‘অবাক’ হয়েছেন তিনি। তিনি বলেন, বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে, ইসরাইলে ঘটিত ‘সন্ত্রাসী কর্মকা-ের’ নিন্দা জানান তিনি। সেখানে তিনি আরো বলেছেন, এ হামলা ‘বিনা কারণে’ হয়নি।
গাজায় হামলা গণহত্যার শামিল -প্রেসিডেন্ট এরদোগান : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ‘গণহত্যার পর্যায়ে পৌঁছেছে’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৃহস্পতিবার হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের সাথে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেছেন তিনি।
এরদোগান বলেন, গাজায় নিরীহ বেসামরিক লোকজনকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের প্রচেষ্টায় সকলের সমর্থন জানানো উচিত। ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে এরদোগান বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব। এর আগে, বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসকে পশ্চিমারা ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেন রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।
গাজায় যুদ্ধ নয়, হচ্ছে গণহত্যা -লুলা ডি সিলভা : এদিকে ‘গাজায় যা ঘটছে তা যুদ্ধ নয়, বরং গণহত্যা’ উল্লেখ করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি বলেছেন, গাজায় সংঘাত কোনও যুদ্ধ নয় বরং ‘গণহত্যা’; যা হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফেডারেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে হামাস-ইসরাইল যুদ্ধ সম্পর্কে এমন মন্তব্য করেছেন লুলা ডি সিলভা। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারের আমির তামিন বিন হামাদ আল-থানির সাথে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কীভাবে থামানো যায়, সেই বিষয়ে টেলিফোনে কথা বলবেন তিনি। ‘এটা কোনও যুদ্ধ নয়, এটা গণহত্যা। প্রায় আড়াই হাজার শিশুকে হত্যা করা হয়েছে; যাদের এই যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারা এই যুদ্ধের শিকার হয়েছে। যুদ্ধের ফলে নিষ্পাপ শিশুরা মারা যাবে, এটা জানার পরও একজন মানুষ কীভাবে যুদ্ধ করতে পারেন, তা আমি সত্যিই জানি না,’ বলেন লুলা।
জাতিসংঘে ভেটো : ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের প্রস্তাবে ভেটো দিয়েছে। গত বুধবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষে ভোট দেয় তাদের নিজ নিজ মিত্র দেশ। এ ভেটোর ফলে ইসরাইল-হামাস সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। এই সংঘাতের ফলে ইতোমধ্যেই অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভেটোর ফলে যুদ্ধবিরতি প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল যে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য ইরানের অস্ত্র রফতানি বন্ধ করতে হবে। শুরুতে ‘মানবিক বিরতি’ না থাকলেও চূড়ান্ত খসড়ায় যুক্তরাষ্ট্র খানিকটা সুর পাল্টায় এবং মানবিক বিরতির আহ্বান জানায়। প্রস্তাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আলবেনিয়া, একুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা ও সুইজারল্যান্ড পক্ষে ভোট দেয়। তবে সংযুক্ত আরব আমিরাত না ভোট দেয় এবং ব্রাজিল ও মোজাম্বিক বিরত থাকে। অন্যদিকে রাশিয়ার প্রস্তাবে একটি মানবিক যুদ্ধবিরতি ও স্থল হামলার আগে গাজার বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যাওয়ার জন্য ইসরাইলের আদেশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রস্তাবে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভেটো দেয় এবং ফ্রান্স, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিক বিরত থাকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভেটোর ফলে ইসরাইল-হামাস সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এই ভেটো যুদ্ধবিরতি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।
ফিলিস্তিনিদের সব জমি ফিরিয়ে দেয়ার দাবি ইহুদি পন্ডিতের : ইহুদি প-িত, শিক্ষক এবং আইনবিদ, রাব্বি ইসরাইল ফেল্ডম্যান ইসরাইল ফিলিস্তিনি জনগণকে তাদের সব জমি ফেরত দেওয়ার দাবি করেছেন। ইহুদি ধর্মীয় নেতা রাব্বি ইসরাইল ফেল্ডম্যান এক ভিডিও বার্তায় বলেছেন যে, জায়নবাদীরা ইহুদিদের প্রতিনিধিত্ব করে না, সব জমি ফিলিস্তিনি জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত, ইহুদি হিসাবে আমরা ফিলিস্তিনি সরকারের অধীনে আরো নিরাপদ হব। তার বাণীতে তিনি আসমানী গ্রন্থ তাওরাতের উল্লেখ করে বলেন, ইহুদিরা কখনোই পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না, তাওরাত তা নিষেধ করে।
ইহুদি ধর্মীয় নেতা রাব্বি ইসরাইল ফেল্ডম্যান যোগ করেছেন যে, জায়নবাদীরা এসে তাওরাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তাওরাতের বিপরীতে পবিত্র ভূমিতে একটি ধর্মহীন ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। ইহুদি ধর্মীয় নেতা আরো বলেন, আমরা চাই জায়নবাদীদের দখলকৃত সব জমি ফিলিস্তিনি জনগণের কাছে ফেরত দেয়া হোক। ইহুদি ধর্মীয় নেতা রাব্বি ইসরাইল ফেল্ডম্যানের এই ভিডিওটিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
হাসপাতালে হামলা নিয়ে ইসরাইলের দাবি প্রত্যাখ্যান নিউইয়র্ক টাইমসের : মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস গাজার আল-আহলি হাসপাতালের বিষয়ে ইসরাইলের অবস্থান প্রত্যাখ্যান করেছে। আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস জানায়, আল আহলি হাসপাতাল ধ্বংসের আলামত পর্যালোচনা ও তদন্ত করা হয়েছে। তথ্য-প্রমাণ পর্যালোচনা ও তদন্তের পর জানা গেছে, ইসরাইলের শহর নিহাল ওজ থেকে ছোড়া রকেটটি দুর্ভাগ্যজনক হাসপাতালের ওপর পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এবং একটি আমেরিকান রেডিও স্টেশনও একই সিদ্ধান্তে পৌঁছেছিল। উল্লেখ্য, চলতি মাসে গাজার একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
গাজায় সাহায্য পৌঁছাতে úূর্ণ যুদ্ধবিরতি প্রয়োজন : ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী : ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, গাজায় সাহায্য পৌঁছানোর জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রয়োজন। রিয়াদ আল-মালিকি তার বিবৃতিতে বলেছেন, ইসরাইল এবার যে যুদ্ধ করছে তা ভিন্ন কারণ এটি প্রতিশোধের যুদ্ধ।
অন্যদিকে, এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ক্রেমলিন তার বিবৃতিতে বলেছে, ইসরাইল-হামাস দ্বন্দ্বের বিষয়ে জাতিসংঘের একটি ভারসাম্যপূর্ণ সমাধানে একমত হওয়ার চেষ্টা করা উচিত। বিবৃতিতে আরো বলা হয়, গাজায় যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, বিবিসি নিউজ, আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম