ছিটকে যাওয়ার শঙ্কায় বিশ্ব চ্যাম্পিয়নরা
২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের কাছে বড় হারের লজ্জা পেল ইংলিশরা। এই হারে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়লো বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আগে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৪৬ বল (২৪.২ ওভার) হাতে রেখেই ২ উইকেটে ১৬০ রান তুলে বড় জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এবারের বিশ্বকাপে একবারেই ছন্নছাড়া বর্তমান চ্যাম্পিয়নরা। তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষেও নাকানিচুবানি খাচ্ছে তারা। আফগানিস্তানের মতো দলের কাছেও হারের লজ্জা পেতে হয়েছে ইংলিশদের। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত হয় জস বাটলারের দল। আর পঞ্চম ম্যাচে এসে লঙ্কানদের কাছে লজ্জার হারে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারেস্ট ভালো সূচনাই করেছিলেন। ৪৫ রানের জুটি গড়েন তারা। দলীয় ৪৫ রানে আউট হন ডেভিড মালান। ৬.৩ ওভারে আউট হওয়ার আগে তিনি ২৫ বলে ৬ চারের মারে করেন ২৮ রান। এরপরই শুরু হয় ইংলিশদের ব্যাটিং বিপর্যয়। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। জো রুটের দুর্ভাগ্য। মাত্র ৩ রান করে রানআউটের শিকার হন তিনি। দলীয় ৭৭ রানের মাথায় আউট হয়ে যান জনি বেয়ারেস্টও। তিনি ৩১ বলে তিন বাউন্ডারিতে করেন ৩০ রান। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে আউট হলে চরম ব্যাটিং বিপর্যয় গেঁড়ে বসে ইংল্যান্ডের ওপর। তবুও একপ্রান্ত আগলে রেখে ম্যাচে থাকার চেষ্টা করে যাচ্ছিলেন বেন স্টোকস। কিন্তু ৭৩ বলে স্লোা ব্যাটিং করে ৪৩ রান সংগ্রহ করে তিনি আউট হয়ে যান। যদিও এটা ছিল ইংল্যান্ড ইনিংসের সর্বোচ্চ রান। মঈন আলি করেন ১৫ রান। ক্রিস ওকস শূন্য রানে, আদিল রশিদ ২ রানে রানআউট এবং সর্বশেষ মার্ক উড ৫ রান করে আউট হলে স্বল্প পুঁজিতে থামে ইংলিশ ইনিংস। ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩৫ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। মাথিসা পাতিরানার পরিবর্তে দলে সুযোগ পাওয়া অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ দারুণ বোলিং করেন। ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। কাসুন রাজিথাও ৩৬ রানে পান ২টি উইকেট।
জবাবে মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ৯ রানে প্রথম এবং ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। ওপেনার কুশল পেরারা ফেরেন মাত্র ৪ রানে। ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে শুরুর ধাক্কা সামনে দলকে জয়ের দিকে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। দু’জনের ১৩৭ রানের অনবদ্য জুটির ওপর ভর করেই বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। দু’জনেই পান দুর্দান্ত হাফসেঞ্চুরি। ২৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিশাঙ্কা। ৮৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। সামারাবিক্রমা ৫৪ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকলে বড় জয় নিশ্চিত হয় লঙ্কানদের। ইংল্যান্ডের ডেভিড উইলি ৫ ওভার বল করে ৩০ রানে পান ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান লাহিরু কুমারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী