ফাঁকা সড়ক মহাসড়ক
০১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সরকার পতনে একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধের গতকাল মঙ্গলবার প্রথম দিনে প্রায় ফাঁকা ছিল চট্টগ্রাম অঞ্চলের সড়ক, মহাসড়ক। তেমন কোন পিকেটিং ছাড়াই ভিন্ন ধারায় পালিত হচ্ছে সর্বাত্মক অবরোধ। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক মহাসড়কেও দৃশ্যত হরতাল পরিস্থিতি বিরাজ করছে। বঙ্গবন্ধু টানেল ও সিটি আউটার রিং, চট্টগ্রাম বন্দর টোল রোডেও যানবাহন চলেছে হাতে গোনা। তাতে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরমুখি আমদানি-রফতানি পণ্যবাহী যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। পণ্য পরিবহনের সাথে সাথে বিঘ্নিত হচ্ছে সার্বিক ব্যবসা-বাণিজ্য।
বিরোধী দলের টানা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। মহানগরী ও জেলা সদরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। অনেকের মাঝে ভয়-আতঙ্ক বিরাজ করছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদর বাসা-বাড়িতে পুলিশী অভিযান তল্লাশি, গ্রেফতারও চলছে সমানতালে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির সাথে র্যাব পুলিশের টহল জোরদার করা হয়েছে। মহানগরীতেও সাইরেন বাজিয়ে র্যাব-পুলিশ সতর্ক টহল অব্যাহত রেখেছে।
অবরোধ চলাকালে সিটি গেইট, বাকলিয়াসহ কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও জামায়াত। অন্যদিকে সরকারি দলের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছেন। নগরীর কয়েকটি এলাকায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে। মহানগরীর বেশির ভাগ দোকান পাট, মার্কেট, বিপনী কেন্দ্র বন্ধ রয়েছে। কাঁচা বাজারগুলোতে পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। সন্ধ্যার পর সড়ক মহাসড়কের পাশাপাশি মহানগরীর অনেক এলাকায় সুনসান নীরবতা নেমে আসে।
গতকাল অবরোধ চলাকালে পিকেটিং এবং মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ কমপক্ষে ৩৫জনকে গ্রেফতার করেছে। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি যানবাহন। অবরোধের শুরুতে এবং আগের রাতে মহানগরীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকালে সলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট থেকে ১০টি গাড়ি ভাঙচুর হয়েছে। খবর পেয়ে আকবর শাহ থানার পুলিশ ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো নগরীতে ঢুকছিল অন্যান্য দিনের মতোই। সকাল ৯টার দিকে হঠাৎ একটা ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়। সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর বিকেলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকা থেকে কালো ব্যাগে থাকা সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে নগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ অন্যায়ভাবে মিছিল থেকে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সুমন, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, আব্দুল্লাহ আল মামুন জিতু, গোলাম নবী আপেল, যুবদল নেতা মো. মহিউদ্দিন, ফরহাদ হোসেন, মো. আলমগীরও রয়েছেন। পুলিশের পক্ষ থেকে ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে, তা পুলিশের সাজানো নাটক উল্লেখ করে নগর বিএনপির পক্ষ থেকে বলা হয়-বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পুলিশ ককটেল উদ্ধারের সাজানো ঘটনা ঘটিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষ সারা দিয়ে কর্মসূচিকে সফল করেছে। কোন ভাঙচুরের ঘটনায় বিএনপি জড়িত নয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সকালে নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে নগরীর খুলশী থানার দামপাড়ায় কে কনভেনশন সেন্টারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি রাত ৮টার দিকে কনভেনশন সেন্টারের সামনে পার্কিং করা হয়। রাত ১০টার দিকে লোকজন হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। ঘটনাস্থল দামপাড়া পুলিশ লাইনস ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কাছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে সেটি আমরা বলতে পারছি না। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, আগুনে বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এটি সাধারণ আগুনের ঘটনা বলে মনে হচ্ছে না। ঘটনার কিছু সময় পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী সেখানে এসে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অক্সিজেন-হাটহাজারী সড়কের টেনারি বটতলা এলাকায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত লোকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। গতকাল সকালে সল্টগোলা ক্রসিং এলাকায় সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দরের অদূরে সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। যাত্রীবেশে দুইজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে বলে চালক জানান। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এদিকে নগরীতে সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও অল্প কিছু গণপরিবহন চলাচল করেছে। রাস্তাঘাট ছিল অন্যান্য দিনের তুলনায় ফাঁকা। ব্যক্তিগত গাড়ি তেমন একটা দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যা কিছুটা বাড়ে। চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো যানবাহনও চলাচল করেনি। নগরীর অলংকার ও কর্নেলহাট এলাকায় আটকে পড়েন বিভিন্ন জেলার যাত্রীরা। অনেকেই ছোট যানবাহনে গন্তব্যের দিকে রওনা দেন। নগরীর অন্য বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রেল চলাচল করলেও অন্য সময়ের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল। ভয় আতঙ্ক নিয়ে যাত্রীদের ভ্রমন করতে দেখা যায়। রেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহনগরী থেকে উপজেলাগামী বাসও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। কর্ণফুলী সেতু এলাকায় কক্সবাজার-টেকনাফগামী বাসের প্রায় সবকটি কাউন্টার বন্ধ রয়েছে। একই চিত্র নগরীর অলংকার ও কর্নেলহাট এলাকার বাস কাউন্টারগুলোয়। দামপাড়া, বিআরটিসি, বায়েজিদ, কদমতলী, শুভপুরসহ বাস টার্মিনাল থেকেও কোন বাস ছেড়ে যায়নি।
চট্টগ্রাম বন্দরকে ঘিরে ছিল না ভারী যানবাহনের ভিড় জটলা। বন্দরের আশপাশের কয়েকটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে কন্টেইনার ও পণ্যবাহী কিছু যানবাহন চলাচল করেছে। বন্দরের অভ্যন্তরে কন্টেইনার ও মালামাল উঠানামা স্বাভাবিক থাকলেও পণ্য পরিবহন, ডেলিভারি প্রায় বন্ধ রয়েছে। এতে আমদানি-রফতানি কার্যক্রম থমকে গেছে। দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জেও ছিল না পণ্যবাহী যানবাহনের ভিড়। সেখানকার সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নৌপথে কিছু পণ্য পরিবহন হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় নগরীর সদরঘাট, কদমতলী কেন্দ্রীক ব্যস্ততা থেমে যায়। অবরোধের প্রথম দিনেই দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সার্বিক ব্যবসা-বাণিজ্য থমকে গেছে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক