অবরোধের সমর্থনে বিভিন্ন দলের বিক্ষোভ
০১ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে টায়ার জ্বালান এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এ ছাড়া জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির সমর্থনে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। তাদের মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয়। পরে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন প্রমুখ।
প্রেসক্লাব-পল্টন এলাকায় বিক্ষোভ করেছে ১২ দলীয় জোট। বিক্ষোভ শেষে জোটের নেতারা বলেন, সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যাঁরাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাঁদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়্গ নেমে এসেছে।
১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রাশেদ প্রধান প্রমুখ।
বাংলামোটর থেকে মগবাজার পর্যন্ত এলাকায় সকাল ১০টার দিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিল শেষে গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, অবরোধ সফল করার জন্য তাঁরা রাজপথে থাকবেন। প্রয়োজন জীবন দেবেন। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে বাসে-গাড়িতে সরকার অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করে নুরুল হক জনগণকে সতর্ক থেকে এ কর্মসূচি পালনের আহ্বান জানান।
গণ অধিকার পরিষদের মিছিলে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সদস্য আবু হানিফ, হানিফ খান, শাকিল উজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ সংলগ্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মো. সোলাইমানের নেতৃত্বে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলালসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওরঙ্গজেব বেলাল বলেন, জনগণ শান্তিপূর্ণ ভাবে এই অবরোধ পালন করছে। দুই একজন আওয়ামী লীগের দালাল ছাড়া কেউ রাস্তায় গাড়ি বের করেনি। আমাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হবো। হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যবধান মাত্র।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা পল্টন মোড় থেকে মিছিল বের করে। মিছিলটি পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। ডা. ইরান বলেন, ভোটারবিহীন শেখ হাসিনার সরকার আইন শৃংখলাবাহীনি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তির্পূণ কর্মসূচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো। জনগনের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগন ঘরে ফিরে যাবে না। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম