বরেন্দ্র অঞ্চলে ফল উৎপাদনে নীরব বিপ্লব
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বরেন্দ্র অঞ্চলে (রাজশাহী চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। ধান-আমের সাথে যুক্ত হয়েছে নানা ধরনের ফল-ফলারী। বারী কমলা, মাল্টা, ড্রাগন, পেয়ারা, স্ট্রবেরিসহ নানা বিদেশি ফলের বাগান বিস্তার লাভ করেছে। আমদানি করা বিদেশি এসব ফলের চড়া দাম আর ফরমালিন আতঙ্কে এসব ফল কেনা থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। দেশি ফলের দিকে আকৃষ্ট হচ্ছে। ভাল আবাদ ও দাম পেয়ে কৃষকও ঝুঁকছে। ফলের দোকানে বিদেশি ফলের সাথে শোভা পাচ্ছে দেশি ফল- মাল্টা, ড্রাগন, বারী কমলা, পেয়ারা। এখন ভ্যানেও ফেরী করে বিক্রি হচ্ছে এসব।
গত এক দশকে ভেতরে ভেতরে বদলে গেছে আবাদের ধরন। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে দীর্ঘ খরা, বৃষ্টিহীনতা আর সেচ সঙ্কটের কারণে খরাসহিষ্ণু কম সেচ লাগা ফলের বিপ্লব ঘটছে। শুরুর দিকে এ অঞ্চলে স্ট্রবেরির আবাদ শুরু হলেও শীতকালের দৈর্ঘ্য কম হওয়ায় এর চাষ কমেছে, অন্যদিকে বেড়েছে ড্রাগনের। মরু অঞ্চলের ক্যাক্টাস জাতীয় এ ফলের বাগান বাড়ছে।
বরেন্দ্র অঞ্চল ঘুরলে এখন সহজেই নজরে পড়ে মাল্টা, ড্রাগনের ক্ষেত। পেয়ারাও মিলছে বছরজুড়ে। শুরুর দিকে ড্রাগনের বাজারজাত নিয়ে সংশয় থাকলেও ক্রেতারা বেশ মানিয়ে নিয়েছে পুষ্টিগুণে ভরা ফলটিকে। কাক্সিক্ষত দাম পেয়ে এর আবাদও বেড়েছে। সরবরাহ বেশি হওয়ায় সাধারণ মানুষেরও নাগালে এসেছে। শুধু বাজারে নয়, পাড়া-মহল্লায় ফেরী করে বিক্রি হচ্ছে এসব ফল।
বরেন্দ্র অঞ্চলে এ ফলের আবাদ বাড়ার কারণ হিসেবে নাচোলের ড্রাগন বাগানের মালিক জসিম বলেন, পানি কম ও সেচখরচ না থাকায় ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে। তাছাড়া একবার বাগান তৈরি হয়ে গেলে কয়েক বছর ধরেই ফল দেবে। ব্যবসায়ীরা বলছেন, ২০০৫ সালের দিকে প্রথম ড্রাগন ফল আমদানি শুরু হয় ফ্লোরিডা, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে। দাম ছিল বেশি।
কৃষি বিভাগ বলছে, ড্রাগন গাছের কোনো পাতা নেই। এটা এক ধরনের ক্যাক্টাস জাতীয় গাছ। এ গাছে ফুল ধরে আর সেই ফুল থেকে হয় ড্রাগন ফল। গোলাপী আভার এ ফল বাগানে দৃষ্টি কাড়ছে পাশ দিয়ে যাওয়া মানুষের। গাছটি দেড় থেকে আড়াই মিটার উচ্চতার হয়। সঠিক পরিচর্যা করলে দশ পনের বছর পর্যন্ত ফল পাওয়া যায়। এর চারা নিয়ে অভাব নেই ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যায়। একটা ফলের ওজন হয় সর্বনিম্ন দেড়শো গ্রাম থেকে আধাকেজির মত। নামটি ড্রাগন হলেও এর রং তার ভেতরের ছোট ছোট বীচি কালো ও নরম। আর পুষ্টিমানও বেশি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, ড্রাগন হচ্ছে শুষ্ক মওসুমের ফল। বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া ড্রাগন চাষের বেশ উপযোগী। এ অঞ্চলের জমি অধিকাংশ সময় খরার কারণে শুকনো থাকে। ড্রাগন চাষ সহজসাধ্য ও চাষেও খরচ কম। আবার পোকা মাকড়ের আক্রমণও কম হয়। আবার অতি বর্ষণেও ক্ষতি হয় না। এসব কারণে ড্রাগন চাষে ঝুঁকেছে কৃষক।
এবার এ অঞ্চলে ড্রাগনের আবাদ হয়েছে ৪০১ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছে ৬৬৪৮ মেট্রিক টন। শুধু ড্রাগন নয়। এবার মাল্টার আবাদ আবাদ হয়েছে ৭৬১ হেক্টর জমিতে আর ফলন পাওয়া গেছে ৬৮৬৬ মেট্রিক টন। স্ট্রবেরি ১২০ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছে ১২১৪ মেটন। কমলা আবাদ হয়েছে ৬২ হাজার হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৩৬ মেট্রিক টন। পেয়ারার আবাদ হয়েছে ৩৭৯৭ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১৭ মেট্রিক টন। প্রতি কেজি পেয়ারা ত্রিশ-চল্লিশ টাকা, ড্রাগন আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা আর মাল্টা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে। বিদেশ থেকে আনা ফরমালিন দিয়ে সংরক্ষণ করা নয়। একেবারে টাটকা এসব ফল মিলছে হাতের নাগালে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা