সাতটি কার চালকের বিরুদ্ধে মামলা, আসামিরা ‘অজ্ঞাতনামা’!
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া কার রেসিং কাণ্ডে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বুধবার রাতে কর্ণফুলী থানায় সড়ক আইনে এ মামলা হয়। টানেলের ভেতরে বিপজ্জনক কার রেসিংয়ের নামে বিধি-নিষেধ অমান্য ও মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। এ নিয়ে চট্টগ্রামসহ সারা দেশে নাগরিকমহলে ব্যাপক সমালোচনা, ক্ষোভ-বিস্ময়, নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার ফলেই শুরু হয়েছে আইনি ব্যবস্থা। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে বেসামাল তরুণদের আইন-শৃঙ্খলা অমান্য করে বেপরোয়া গাড়িবহরে বিপজ্জনক রেসিং প্রতিযোগিতার অভিযোগে ৭টি প্রাইভেট কারের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলায় আসামিরা ‘অজ্ঞাতনামা’। প্রকাশ্যে সদলবলে টানেলের ভেতরে ও বাইরে বেআইনি মোটর রেসিং কান্ডে জড়িত আলালের ঘরের দুলালদের নাম, পরিচয় বৃত্তান্ত চিহ্নিত করা যায়নি। বেপরোয়া রেসিং ও ভয়ঙ্কর সব মোটর কসরতের এই ঘটনায় মামলায় উল্লেখ করা নাম্বারগুলোর ৭টি প্রাইভেট কার ছাড়াও আরো গাড়ি বা কার ব্যবহৃত হয়েছিল। ছিল আরো চালক, আরোহী, গাড়িবহর মালিকরাও। তাদেরকেও চিহ্নিত করা যায়নি এখনো। মামলায় কেন শুধু ৭টি প্রাইভেট কার এবং ‘অজ্ঞাতনামা’ চালক আসামি এ নিয়ে সংশয় ও প্রশ্ন উঠেছে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরদিন গত রোববার মধ্যরাতে কার রেসিং প্রতিযোগিতায় জড়িত ৭টি প্রাইভেট কার চিহ্নিত করেছে টানেল কর্তৃপক্ষ। এসব কারের নাম্বার উল্লেখ করে সেগুলোর ‘অজ্ঞাতনামা’ চালকদের বিরুদ্ধে এ মামলা হয়েছে। গত বুধবার রাতে নগরীর কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারি ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের হয়।
মামলার এজাহারে উল্লেখিত সাতটি প্রাইভেট কারের মধ্যে রয়েছে, চট্ট মেট্রো-গ-১২-৯০৪৩, চট্ট মেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকা মেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকা মেট্রো-খ-১২-১৮১৪, চট্ট মেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্ট মেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকা মেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরো দুই থেকে তিনটি কারের চালকসহ তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, টানেল কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের পরামর্শক্রমে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। টানেলের প্রবেশ মুখ, ভেতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা উল্লেখসহ সাইনবোর্ড সাঁটানো হয়।
এতে আরো বলা হয়, ২৯ অক্টোবর রাত অনুমান ১১টায় ক্রসিং এলাকায় ৭ থেকে ১০টি প্রাইভেটকার নিয়ে অজ্ঞাতনামা চালক এবং তাদের সহযোগী পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থানে টানেল কর্তৃপক্ষের সাঁটানো সাইনবোর্ডের সর্বোচ্চ গতিসীমা লংঘন করে। গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে গাড়িগুলোর অজ্ঞাতনামা চালকরা টোল পরিশোধ করে রাত ১১টা ৫৫ মিনিটে টানেলের ভেতরে প্রবেশ করে এবং ভেতরেই রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে গাড়ি চালনা ও যান চলাচলে প্রতিবন্ধকতা করে।
পরে টানেলের সিসিটিভি মনিটরিং কর্তৃপক্ষ ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে সাতটি গাড়ির নাম্বার শনাক্ত করে। আরও দুই-তিনটি প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গত ২৯ অক্টোবর টানেল জনসাধারণের গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হয়। ওই দিনই মধ্যরাতে টানেলের ভেতরে কার রেসিংয়ের বেপরোয়া প্রতিযোগিতায় মেতে উঠে বেসামাল উঠতি বয়সী ছেলেরা। এমনকি হলিউডি ভয়ঙ্কর সিনেমার কায়দায় দামি স্পোর্টস কারবহর ছুটিয়ে, টানেলের ভেতরে লেন পরিবর্তনসহ হরেকরকম স্টান্টবাজির মাধ্যমে বিপজ্জনক গতিতে রেসিংকান্ডে উন্মাতাল হয়ে ওঠে তারা। মোটর রেসের এমন বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রেসে প্রায় ১২ থেকে ১৫টি নামিদামি গাড়ি প্রাইভেটকার এবং ২০ থেকে ২৫ জন উঠতি বয়সী ছেলে অংশ নেয়। গাড়িগুলোর গতিবেগ ছিল নির্ধারিত সর্বোচ্চ গতিসীমার চেয়ে অনেক বেশিই।
ভাইরাল হওয়া কনটেন্টগুলোতে দেখা যায়, ‘দ্য সেøা কিডস’ নামের একটি পেজে টানেলের ভেতর ও বাইরে রেসিং কসরতের ভিডিও আপলোড করা হয়। ভিডিও শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্যা ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র সঙ্গে তুলনা করে তরুণরা। পরে ভিডিও ভাইরাল হয়।
মামলা দায়েরের বিষয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, বঙ্গবন্ধু টানেলের ভেতরে কার রেসিং প্রতিযোগিতার ঘটনায় টানেল কর্তৃপক্ষ মামলা করেছে। এতে ৭টি প্রাইভেটকারের নাম্বার উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে এ মামলা করা হয়। এর সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা