ঢাকার সড়কে রিকশার দাপট
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীতে বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচিতে গণপরিবহন ছিলো কম। গণপরিবহনের কম থাকার কারণে ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা গেছে রিকশার দাপট। সব সড়কেই চলাচল করতে দেখা গেছে রিকশা। গণপরিবহন না থাকায় ফাঁকা সড়কে বেশ দাপট নিয়েই চলতে দেখা গেছে রিকশাচালকদের। হরতাল ও অবরোধের কারণে গণপরিবহন না থাকা ও গণপরিবহন বা বাস নিরাপদ না এই বিবেচনায় যাত্রীরাও গন্ত্যবে যেতে বেছে নিচ্ছেন রিকশাকে। তাই রাজধানীর প্রত্যেকটি রাস্তা ও গলির রাস্তায়ও গত তিন দিন দেখা গেছে রিকশার দাপট। মোড়ে মোড়ে একাধিক রিকশাওয়ালা রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রী আসলেই আগে থেকেই কোথায় যাবেন বলে গাড়িতে উঠতে বলছেন। যাত্রীরাও দর দাম ঠিক করে রিকশায় উঠছেন।
অবরোধের প্রথম দিন থেকেই মতিঝিল এলাকায় গণপরিবহনের তেমন দেখা নেই। মতিঝিলের মতো অন্যান্য এলাকায়ও তেমন একটা গণপরিবহনের চলাচল ছিলো কম। মাঝে মাঝে বিভিন্ন বাস কোম্পানির দু’একটি বাসের দেখা গিয়েছে। যে বাস আসছে সেগুলোতেও যাত্রী সংখ্যা হাতে গোনা। তবে রিকশার আধিপত্য বেড়েছে। যাত্রী কম পেলেও রিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, শাপলাচত্ত্বর, ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা ও বক চত্বর এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস চলছে নিয়ম মেনে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও খোলা রয়েছে। তবে পথে বা সড়কে নেই আগের মতো পথচারীদের ভিড়। যারা চলাচল করছেন তাদের বেশিরভাগই অফিসের কর্মকর্তা-কর্মচারী। সড়কে বেড়েছে রিকশার আধিপত্য। গণপরিবহন কম চলার সুযোগ নিয়ে ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। যদিও যাত্রী কম তবুও ভাড়া বেশি নিতেই যেন প্রতিযোগিতা তাদের মধ্যে।
আলমগীর নামের এক যাত্রীর অভিযোগ মতিঝিল থেকে পল্টন মোড়ে ৩০ টাকা ভাড়া। তবে ৫০ থেকে ৬০ টাকা চাওয়া হচ্ছে, এর কমে কোন রিকশা যেতে রাজি না।
রিকশা চালক কামাল জানান, অবরোধের তিন দিন ভালোভাবে রিকশা চালিয়েছি। যাত্রী কম থাকলেও ভাড়া বেশি দিয়ে হলেও যাত্রীরা গন্তব্যে যেতে চায়। হরতাল-অবরোধের দিনে ব্যাটারি চালিত রিকশা পুলিশ ধরে না। এ কারণে সকালেই বেরিয়েছি রিকশা নিয়ে। নিজের খাওয়া আছে তিন বেলা। খাওয়া ও জমার টাকা বাদ দিয়ে তিন দিনে ভালোই রোজগার হয়েছে।
কথা হয় আরিফ নামের এক রিকশাচালকের সঙ্গে। বললেন, সকাল থেকে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছি। অনেক রিকশা রাস্তায়। কিন্তু সেই তুলনায় যাত্রী নেই বললেই চলে। দূরের কোনো খ্যাপ নেই, যা আছে সব কাছাকাছি। ৩০-৪০ টাকার খ্যাপ। বিকেলের দিকে যাত্রী বাড়তে পারে। সেই আশায় বসে আছি।
আরেক রিকশাচালক বলেন, সকালের দিকে কমলাপুর থেকে দুজনকে নিয়ে ধানমন্ডি এসেছিলাম। এরপর আর কোনো দূরের যাত্রী পাইনি। সব কাছাকাছি যাত্রী। এখনও নিউমার্কেটে বসে আছি, মতিঝিল-আরামবাগের দিকের কোনো যাত্রী পেলে চলে যাব। সব যাত্রী ওই দিকে।
জানা যায়, ঢাকায় প্রথম রিকশা চলতে শুরু করে ১৯৩৭ সালে। ১৯৪১ সালে এই শহরে রিকশার সংখ্যা ছিল মাত্র ৩৭টি। ১৯৪৭ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ১৮১টি। আর ১৯৪৪ সালে প্রথম রিকশার লাইসেন্স দেওয়া হয়। ঢাকা শহরে রিকশার সংখ্যা কত? এর উত্তর সহজে কেউ দিতে পারবে না। তবে উত্তর-দক্ষিণ দুই সিটিই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা। রাজধানীর বেশিরভাগ রাস্তাই যেন এখন রিকশার দখলে।
নাম প্রকাশ না করার শর্তে এক রিকশা গ্যারেজের মালিক বলেন, বর্তমানে তার রিকশার সংখ্যা একশ’র বেশি। সবগুলোই লাইসেন্সপ্রাপ্ত বলে তার দাবি। তবে ঢাকা শহরে অবৈধ রিকশার সংখ্যার বিষয়ে তিনি বলেন, ঢাকার রাস্তায় লাখ লাখ রিকশা আছে অবৈধ। এসব রিকশা বৈধ রিকশার পাশাপাশি চলাচল করে। রিকশাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে চলছে কিন্তু কোনো ব্যবস্থা নেই।
কোন কোন এলাকায় অবৈধ রিকশা বেশি এ প্রসঙ্গে বেশ কয়েকজন গ্যারেজ মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড্ডা, মালিবাগ, গোপীবাগ, বেগুনবাড়ী, পোস্তাগোলা, লালবাগ, ইসলামপুর, সদরঘাট, নারিন্দা, ধলপুর, মগবাজার, মধুবাগ, গুলিস্তান, মতিঝিল, কাঁঠালবাগান, কাকরাইল, বাংলাবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, ঝিগাতলা, মাণ্ডা, বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও, নিউমার্কেটসহ আরও কয়েক স্থানে অবৈধ রিকশা বেশি। তবে সম্প্রতি ঢাকা শহরের অলিগলিতে অবৈধ রিকশা অবাধে চলছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা