ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

অবরোধের তৃতীয় দিনেও রাজপথে আওয়ামী লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিনেও রাজপথে সরব ছিল আওয়ামী লীগ। এ দিন অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা।
সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অন্য ২ দিনের অবরোধের মতো অবস্থা নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবিরসহ দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে দলের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সরকার পতনে এক দফার আন্দোলনে ধারাবাহিকতায় গত রোববার হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই দিনে ৩ দিন কর্মসূচি দেয় জামায়াতও। বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় এমন দাবি করে রাজপথ দখলে রাখতে সতর্ক প্রহরায় অবরোধের তৃতীয় দিনও ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে এবং জনগণের জান মালের রক্ষায় শান্তিুপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
অবরোধের শেষ দিনও আওয়ামী লীগের থানা-ওয়ার্ড নেতাদের নিজ নিজ এলাকায় সরব উপস্থিতি ও শক্তি জানান দেন। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে লাঠি হাতে টহল দেন তৃণমূলের নেতা-কর্মীরা। রাজধানীর ডেমরা-যাত্রাবাড়িতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও থানা-ওয়ার্ডে পদপ্রত্যাশী নেতারা এককাতারে অবরোধ বিরোধী অবস্থান নেয়।
সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শেষদিনেও যাত্রাবাড়ী চৌরাস্তায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে লাঠি হাতে বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন দেন মনু। এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহুর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এই অঞ্চলকে রেড জোন হিসেবে বিবেচনায় রেখে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধ মোকাবিলায় মাঠে শক্ত অবস্থান নেয় ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা ছেলে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের ও তার অনুসারি হিসেবে পরিচিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবারও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সজলের নির্দেশে ডেমরা স্টাফ কোয়াটার, সানারপাড়-সাইনবোর্ড, কোনাপাড়াসহ বেশ কিছু স্থানে লাঠি নিয়ে দেন। থানা-ওয়ার্ড নেতা-কর্মীরা জানান, কর্মসূচির নামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য আওয়ামী লীগের এই রাজপথে অবস্থান। প্রতিরোধ গড়ে তুলে সরকার বিরোধীদের প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারা। নেতারা এও বলেন, আগামী নির্বাচন পর্যন্ত যে কোনো কর্মসূচিতে মাঠে থাকবে আওয়ামী লীগ। সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে সমাবেশ শেষ একটি মিছিল বের করা হয়। বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল ও সমাবেশ করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। কর্মসূচিতে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা হয়ে আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে আবার যাত্রাবাড়ী এসে শেষ হয়। পরে ফ্লাইওভারে নিজে অবস্থান কর্মসূচি নিয়ে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান কামরুল হাসান রিপন।
এ দিকে ঢাকা মহানগর উত্তরের আগারগাঁও, শ্যামলী, আদারব, কলেজ গেটে অবরোধ বিরোধী সতর্ক অবস্থান নেন আওয়ামী লীগের নেতারা। এ সময় তাদের অবরোধ বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া লালমাটিয়া, মোহাম্মদপুর, পান্থপথ এলাকার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। ফুটপাতে চেয়ার পেতে অন্য দুই দিনের মত দিনভর বসে প্রহরায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। মোহাম্মদপুর টাউন হলের সরকারি মার্কেটের সামনের গাছতলায় চেয়ার পেতে বসেছেন ঢাকা মহানগর উত্তরের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই বসা। বিএনপি যত দিন কর্মসূচি দেবে, আমরা মাঠে থাকব।
#


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা